Daily Archives: January 3, 2018

হবিগঞ্জের ২ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের স্বাস্থ্যসেবায় যুক্ত হয়েছে অত্যাধুনিক দু’টি অ্যাম্বুলেন্স। এর একটি হবিগঞ্জ আড়াইশ’ শয্যা আধুনিক হাসপাতাল ও অপরটি লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য। বুধবার (৩ জনুয়ারী) দুপুরে নতুন দুই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা অওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। পৃথকভাবে চাবি গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব। এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আড়াইশ’ শয্যার আধুনিক হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স দু’টি প্রদান করেছে। চাবি হস্তান্তরকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহা, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ানসহ হাসপাতালের ...

নতুনভাবে আবারো কাজ করে যেতে চাই: মিশা

অনলাইন ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর নতুন বছরটা কাটাতে চান চলচ্চিত্রকে কেন্দ্র করেই। নতুন বছরের পাশাপাশি নিজের বয়সেরও আরো ১ বছর যোগ হতে যাচ্ছে আগামীকাল। জন্মদিন ও নতুন বছর শুরু প্রসঙ্গে মিশা বলেন, ‘পরিবারের সাথে আমার জন্মদিনের সময় কাটে। এবারেও তেমনটাই হবে। নতুন বছর সবাই নতুন করে নিজের সংশ্লিষ্ট সবকিছু নতুন করে সাজাতে চায়। আমিও তেমনটাই চাই।’ গতবছরের মাঝামাঝি মিশার চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। তবে এ বছর বেশ কয়েকটি চলচ্চিত্র করছেন তিনি। মিশা বলেন, ‘চলচ্চিত্র ছাড়বো বলিনি। কারণ বহুদিনের প্রেম এই ইন্ডাস্ট্রির সাথে। নতুন বছরে নতুনভাবে আবারো কাজ করে যেতে চাই।’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মিশা আরো বলেন, ‘চলচ্চিত্র ভালোর দিকেই এগুচ্ছে। এ সময় আমাদের শুধু মান ঠিক রেখে ...

নায়ক হবেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক: ফুটবল মাঠে নায়ক হয়েছেন অনেক আগেই। এবার স্ক্রিনেও নায়ক হওয়ার ইচ্ছা। অবসরের পর সেই পথেই হাঁটবেন, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুনতে অবাক লাগলেও রুপালি পর্দায় আসার বিষয়ে প্রচণ্ড উৎসাহী রোনালদো ‘এই মুহূর্তে আমার মনোযোগ ফুটবলের দিকে, যেটা আমি করছি। তবে এটা চিরদিন থাকবে না। একদিন তো অবসর নিতেই হবে। আমি নিশ্চিত, ফুটবল ছাড়ার পরে আমার জীবনটা অনেক সুন্দর ও সুখের হবে। যদিও আমার অনেক টাকা আছে, সেটা আমি বলছি না। আমার অনেক কোম্পানিও আছে সেখানে অনেকে কাজ করেন। ফুটবলের মাঠে শুধু আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু কোম্পানিতে তারা অনেকে কাজ করেন। সেখানে তাদের ওপর আমাকে নির্ভর করতে হয়। তবে তাদের সঙ্গে কাজ করাটাও অনেক বেশি আনন্দের হবে।’ নিজের কোম্পানিকেও কাজে ...

দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক :জাতীয় দল দেশের মাটিতে সবশেষ দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০১৬ সালের ১২ অক্টোবর চট্টগ্রামে, আর মিরপুর শের-ই-বাংলায় ৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। জয় পাওয়া সেই ম্যাচের ১৫ মাস পর আবারও মিরপুরে দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মাশরাফি-সাকিবরা। সূচি অনুযায়ী ম্যাচের আবহে অনুশীলন থাকলেও, ছিল না কোনো প্রস্তুতি ম্যাচ। কৃত্রিম আলোয় অনুশীলন ছিল ৮, ৯ ও ১০ জানুয়ারি। সেই সূচি ঠিক থাকলেও স্কিল ট্রেনিং একদিন কমিয়ে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ৬ ও ৯ জানুয়ারি মিরপুরে কৃত্রিম আলোয় দুটি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ...

মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া সুজন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মনতলা রোড থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মেরাশানী খাঁ বাড়ির সিমার মিয়ার ছেলে। জানা যায়, দুপুরে উপজেলার মনতলা রোড দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সুজনকে আটক করে পুলিশ। এসময় সুজন বস্তা মাথায় নিয়ে হাটছিল। তার বস্তা খুলে ১৫ কেজি গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। সুজন এ গাঁজা সিলেটে পাঠাচ্ছিলেন বলে জানিয়েছেন। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বানিয়াচঙ্গে আকষ্মিক দমকা হাওয়ায় ১৪ ঘর লন্ডভন্ড

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে ১৪টি বসতঘর। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। শীত মৌসুমে এমন দমকা বাতাসে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক জানান, সন্ধ্যায় দমকা হাওয়ায় ওই এলাকার আধা পাকা ও কাঁচা ১৪টি বসতঘর উড়ে গেছে। পরে গ্রামের অদূরে কয়েকটি ঘরের টিন ও চালা খুঁজে পেলেও অধিকাংশ ঘরের কোনো হদিস পাওয়া যায়নি। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ বলেন, উপজেলার সবচেয়ে প্রত্যন্ত এলাকা মন্দরী ইউনিয়ন। সেখানে সাইক্লোনের মতো কিছু একটা ঘটেছে খবর পেয়েছি। আজ ওই গ্রামে যাওয়া হবে।

জাফলং নিহতের সংখ্যা বেড়ে ৫, ৪জনই হবিগঞ্জের

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৩ জনই একই পরিবারের। নিহতদের চারজনে বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে বলে জানা গেছে। অন্যজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধ্বসের ঘটনা ঘটে। পরে গর্ত থেকে ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে। আহতদের মধ্যে সাদেক মিয়া (৪০) নামে এক শ্রমিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সে হবিগঞ্জের বানিয়াচংয়ের তাজউল্লাহর ছেলে। এই দুঘটনায় নিহতদের তিনজনই একই পরিবারের। তাঁরা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের ইব্রাহিম আলীর ছেলে জহুর আলী (৬৫), তাঁর ছেলে মুজাহিদ (২১) ও মেয়ে সাকিরুন (২৬)। নিহত অপরজন হলেন- জগন্নাথপুর উপজেলার মিরপুর ...

সালমানের চরিত্রে রামচরণ?

বিনোদন ডেস্ক :ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রামচরণ। অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দক্ষিণী সিনেমার পরিচালক বোয়াপতি শ্রীনুর পরবর্তী সিনেমায় অভিনয় করবেন রামচরণ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি পরিচালনা করেন সুরাজ বার্জাতিয়া। রোমান্টিক, ড্রামা ঘরানার এ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন সালমান খান ও সোনম কাপুর। এবার খবর চাউর হয়েছে, বোয়াপতি শ্রীনু বলিউড সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’-এর তেলেগু ভাষায় রিমেক করবেন। আর এতে সালমান খানের করা চরিত্রটি রূপায়ন করবেন রামচরণ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি তেলেগু ভাষায় রিমেক হচ্ছে। পরিচালক বোয়াপতি শ্রীনু তেলেগু প্রেক্ষাপটে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করছেন। এতে সালমান খানের করা চরিত্রটি রূপায়ন করবেন ...