অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে সাতছড়ির উদ্যানের পাম বাগান ৩৭ বছরেও উৎপাদন হয়নি তেল সরকার হারাচ্ছে রাজস্ব

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদাতা ॥ চুনারুঘাটে জাতীয় উদ্যানে থাকা পাম বাগানটি অযত্ন ও অবহেলায় কালের সাক্ষী হয়ে দাড়িয়েছে আছে। ৩শ’ ১০একর ভূমিতে প্রায় অর্ধ লক্ষাধিক পাম গাছ শুধু জাতীয় উদ্যানে ঐতিহ্য হয়ে দাড়িয়ে আছে। অযত্ন ও অবহেলার কারণে কোন কাজে লাগছেনা এই গাছগুলো। লাখ লাখ টাকা ব্যায় করে পাম বাগানটি সমষ্টি করা হলেও গাছগুলো থেকে তেলউৎপাদন সম্ভব হয়নি।এতে করে একদিকে তেমনি সরকার হারাচেছ কোটি কোটি টাকার রাজস্ব। তবে এ ব্যাপারে সাতছড়ি বন কর্তৃপক্ষে দাবী,বাংলাদেশের আবহাওয়া পাম গাছের অনুপযোগি হওয়ার কারণে এখান থেকে কোন ফল সংগ্রহ করা হচ্ছে না। যে ফলগুলো আসছে  তা এখানের জীবজন্তুর খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। যদিও পুরনো সমীক্ষা আর অনুসদ্ধান বলছে অন্যকতা। জানায়ায়, বাংলাদেশের দৈনিক গড়ে ৬ হাজার মেট্রিকটন এবং বছরে ২১ লক্ষ ৯০ হাজার মেট্রিকটন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। যার সিংহভাগই আমাদের আমদানী করতে হয়। এর আনুমানিক মূল্য হচ্ছে ১৪ হাজার কোটি টাকা। সেক্ষেত্রে পাম চাষে সার্বিকভাবে বদলে যেতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র। দেশের ২২ লাখ টন ভোজ্যতেলের বর্তমান চাহিদা মেটাতে মাত্র তিন কোটি পাম গাছের উৎপাদন প্রয়োজন । পরিবেশগত দিক দিয়েও পাম অত্যান্ত পরিবেশ বান্ধব একটি উদ্ভিদ। প্রাকৃতিক দুর্যোগ এটি বাতাসের গতি রোধ করে বাতাসের ক্ষিপ্রতা কমিয়ে দেয়। ফলে লোকালয়ে ক্ষয় ক্ষতির পরিমাণ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাম র্দীঘজীবী এবং শক্তিশালী গাছ হওয়ায় ঝড়সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষ ও সম্পদ রক্ষা করতে উপযোগী। কৃষি বিশেষজ্ঞদের মতে পামওয়েল গাছ  প্রথম আবিস্কৃত হয় মালশিয়ায়। দেশটির মাটিও আবহাওয়া পামওয়েল গাছের জন্য বিশ্বের সবচেয়ে উপযোগী ছিল। গত ৩৯ বছর ধরে বাংলাদেশের মাটি ও জলবায়ু পরিক্ষা করে দেখা গেছে এখানে মাটি ও আবহাওয়া পামওয়েল গাছ চাষের  জন্য উপযোগী। কোন কোন স্থানে মালশিয়ার তুলনায় দেড় দিগুণ। বাংলাদেশে বছরে একটি গাছে ১০-১২ টি কাধি ধরে। মালশিয়াতে প্রতি কাঁিদর ওজন হয় ২০-৪০ কেজি । আর বাংলাদেশে ৪০-৬০ কেজি পর্যন্ত হচ্ছে । অনেক সমিক্ষার পর ১৯৭৮ সালে বাংলাদেশে পামওয়েল চাষের জন্য উপযোগী স্থান হিসেবে সাতছড়ি জাতীয় উদ্যান কে নির্বাচিত করা হয়। পরে বন বিভাগের উদ্যোগে ওই এলাকার প্রায় ৩শ’১০একর ভূমিতে ১০ হাজার পাম লাগানো হয়। এর মধ্যে ১৯৮২ সালে ১০০একর, ১৯৮৩ সালে ১০০একর এবং ১৯৪ সালে প্রায় ১১০ একর ভূমিতে এসব পাম বীজ লাগানো হয়। সেই সময় দেশে পাম বীজ সংগ্রহ করা হয়। সেই সময় ১০ হাজার গাছ লাগানো হলেও বর্তমান গাছ থেকে কোন ফল সংগ্রহ করা সম্ভব হয়নি। বর্তমানে সাতছড়িকে জাতীয় উদ্যান ঘোষণা করায় পর্যটকরা এখানে এসেই পাম গাছ দেখতে ভিড় জমান।এসময় পাম ফল থেকে তেল উৎপাদনের কোন কারখানা বাংলাদেশে না থাকায় এখান থেকে কোন তেল উৎপাদন করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে পাম ফল থেকে তেল উৎপাদনের কারখানা বাংলাদেশে থাকার পরও এখান থেকে তেল উৎপাদন করা হচ্ছে  না। প্রায় অর্ধলক্ষাধিক গাছের ফল গাছের ফল কোথায় যাচ্ছে তার কোন হদিস নেই। সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়ে দেখা য়ায় প্রায় অর্ধলক্ষাধিক গাছের মধ্যে অর্ধেকেরও বেশি পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু গাছ এখনো পুরপুরী ভাল থাকলে ও সেগুলো কোন পরিচর্যা করা হচ্ছে না। ফলে বন বিভাগের উদাসিনতার কারণে এদিকে যেমন সরকারের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। অন্যদিকে সৌনন্দর্য হারাচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। এদিকে উৎপাদতি লাখ ল্খা টাকার  মূলে পাম পাকার পর তা কোথায় যাচ্ছে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। বন কর্মকর্তাদের দাবি পাম পাকার পর বণ্যপ্রাণী বানর, হনুমান,উল্লুক-ভাল্লুক নির্বিঘেœ খেয়ে ফেলেছে। আর অবশিষ্টগুলো ঝড়ে পড়ে এক সময় মাটিতে মিশে যাচেছ। নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক জন ব্যাবসায়ী বলেন, বন এলাকায় অবস্থান হওয়ায় ওই বনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু যুগযুগ ধরে এ গাছগুলো পরিচর্যা করা হচ্ছেনা ।স্থানীয় এক ব্যক্তি বলেন,গাছগুলো ঠিকে আছে আল্লাহর কুদরতে। অনেক গাছেই ফল আসে কোথায় যায় একমাত্র বন কর্মকর্তারাই বলতে পারেন। এ ব্যাপারে বন বিট কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান বলেন,এখানে প্রচুর পরিমাণে লোকবল সংকটে এখানকার পাম গাছসহ অন্যান্য গাছের কোন পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন,এখানে জনবল প্রয়োজন প্রায় শতাধিক লোকের। কিন্তু এখানে কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে আছে মাত্র ৭ জন। এখানের পাম কোথায় যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গাছগুলো নষ্ট হয়ে গেছে। তাই এখানের গাছগুলো নষ্ট হয়ে গেছে।তাই এখানের গাছগুলো ফল আসেনা। আর যদিও হতেগোনা কয়েকটি গাছে ফল আসে ,তাও বন্যপ্রাণীদের খাবার হিসেবে ব্যবহার করা হ”েছ।এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। এখনও এ বিষয়টিতে নজর দেইনি। আমি রেমা-কালেঙ্গা পরিদর্শন করে এসেছি। সেখানেও এত বড় বনে কোন ধরনের উৎপাদন হচ্ছে  না,যা সত্যি অবাক হওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। তিনি আরও বলেন আমি খুব শিগরিই সাতছড়ি জাতীয় উদ্যানে যাব।এবং পাম গাছের বিষয়টি নিয়ে অনুসন্ধান করব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *