প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

৬৯৬তম পবিত্র উরুস মোবারক উদযাপিত হবে

বিজ্ঞপ্তি: চিরাচরিত প্রথানুযায়ী আগামী ১৯ ও ২০ জিলক্বদ ১৪৩৬ হিজরী, ২০ ও ২১ ভাদ্র ১৪২২ বাংলা, ৪ ও ৫ সেপ্টেম্বর ২০১৫ইংরেজী রোজ শুক্রবার ও শনিবার মহান হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রঃ) এর ৬৯৬তম পবিত্র উরুস মোবারক উদযাপিত হবে। দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রঃ) সিলেট এর সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্øাহ আল আমান ভক্তবৃন্দের জ্ঞাতার্থে বলেছেন যে, ২০ ভাদ্র মোতাবেক ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ১৫ মিনিট-এ উরুস মোবারকের শেষ মোনাজাত সম্পন্ন হবে।

মাদকাসক্তির কারণে দিন দিন দেশের পরিস্থিতি ভয়াবহ

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বর্তমানে মাদকাসক্তি পরিস্থিতি ভয়াবহ। মাদকের নেশায় জড়িয়ে পড়ছে তৃনমুল যুবসমাজের সঙ্গে শিশু-কিশোররাও। শহরের স্কুুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রাস্থায় বেড়ে ওঠা শিশুরাও ঝুঁকছে মাদকে। মাদক ব্যবসা এখন একটা মরণ ব্যধির মত ছড়িয়ে পড়ছে। তাছাড়া সর্বনাশা মাদক ইয়াবায় ছেয়ে গেছে সারাদেশ। প্রতি বছর ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে হাজার কোটি টাকারও বেশি। ইয়াবা ছাড়াও মাদকের বাজারের প্রধান নেশার উপকরণ হচ্ছে ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজাসহ বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট এবং চেতনানাশক ইনজেকশন। আর এগুলো এতটাই সহজলভ্য শহরের অলিগলি শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তা ছড়িয়ে পড়েছে। হাত বাড়ালেই হাতের কাছে পাওয়া যায় মাদক। দেশের ১৩ থেকে ৩০ বছর বয়সী ছেলেমেয়েরাই মাদকাসক্ত দিকে বেশী ...

মামুনুলদের ‘শক্তিটা’ দেখাতে চায় অস্ট্রেলিয়া

বিশ্বকাপের বাছাই পর্বে কিরগিজস্তানের বিপক্ষে পাওয়া কষ্টের জয়টি এখন আর মনে রাখতে চাইছে না অস্ট্রেলিয়া। বরং সেটা ভুলে মামুনুলদের ‘নিজেদের শক্তিটা’ দেখাতে উন্মুখ হয়ে আছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।আগামী বৃহস্পতিবার বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় ম্যাচ। পার্থে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ সামনে রেখে অস্ট্রেলিয়া দলের ফরোয়ার্ড ম্যাথু লেকি নিজেদের মাঠে খেলার সুবিধা টেনে বলেন, “এশিয়া কাপে আমরা যেটা করেছিলাম, নিজেদের মাঠে এবার (বাংলাদেশের বিপক্ষে) সেই আধিপত্য করতে আশাবাদী। নিজেদের মাঠে আমরা খুবই শক্তিশালী এবং সেটা বৃহস্পতিবার আমরা দেখাতে চাই।” মামুনুলদের বিপক্ষে ম্যাচের আগে চোট নিয়ে বড় সমস্যায় আছে পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে গেছেন ...

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতার আর্থিক সহযোগিতায় আখড়া মন্দির নির্মাণ

সুখদেব নাথ - চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে শ্রী শ্রী মদন মোহন জিউর বিগ্রহ আখড়া ভিত্তি প্রস্তর স্থাপন, নাট মন্দির বর্ধিত করণ ও ঝুলন যাত্রা উৎসব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাত ৮টায় আখড়া প্রাঙ্গনে সাবেক প্রধান শিক্ষক বাবু শচীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও বাবু অমিও দত্তের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবু দিলিপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন য় এরপর পৃষ্ঠা-৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন-আঃ ছামাদ মাষ্টার, ডাঃ দিলিপ কুমার ...

এবার নবীগঞ্জে প্রেমিককে বাড়ি ডেকে নিয়ে হত্যার অভিযোগ

বুলবুল আহমেদ::নবীগঞ্জে এক সিএনজি চালককে হত্যার অভিযোগ করেছেন তার পরিবার। আজ শুক্রবার রুমন মিয়া (২২) নামের সিএনজি চালককে হত্যা করে আম গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে জানিয়েছেন নিহতের পরিবার। পরে গাছের সাথে বুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ঘটনাটি উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে ঘটে। নিহত রুমনের বাড়ি একই উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে। সে রিক্সা ম্যাকানিক জামাল মিয়া ছেলে। জানা গেছে, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের দিনমজুর জামাল মিয়ার পুত্র সিএনজি চালক রুমন মিয়াকে গত বৃহস্পতিবার সন্ধা রাতে মোবাইল ফোন করে ডেকে নেয় একই উপজেলার শংকরসেনা গ্রামের তৌলত মিয়ার কন্যা সুলতান বেগম (২০) ...

নবীগঞ্জের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

নবীগঞ্জ উপজেলার লহরছপুর গ্রামে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ধর্ষণের বিষয়টি শালিসের মাধ্যমে নিষ্পত্তি করতে মেয়েটির পরিবারকে অব্যাহত হুমকি দিচ্ছে লম্পটের পরিবারের লোকজন। সূত্র জানায়, গতকাল বিকেলে লহরছপুর গ্রামের আলী আহাম্মদের কন্যা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী বাড়িতে ফিরে পার্শ্ববর্তী বরাক নদীতে গোসল করতে যায়। এ সময় মেয়েটিকে একা পেয়ে একই গ্রামের আব্দুস সামাদের পুত্র লম্পট আব্দুল করিম জাপটে ধরে। এক পর্যায়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মেয়েটি হাসপাতালে ভর্তির পর থেকে লম্পট আব্দুর করিমের লোকজন বিষয়টি নিষ্পত্তি করার জন্য ধর্ষিতা মেয়েটির ...

হজে যাওয়া হচ্ছে না ৩০ হাজার হজযাত্রীর

শেষ পর্যন্ত হজে যাওয়া হচ্ছে না কোটার বাইরে থাকা প্রায় ৩০ হাজার হজযাত্রীর। কোটাবঞ্চিতদের কথা বলে আন্দোলনের নামে বিশৃংখলা ঠেকাতে হজ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।ধর্মমন্ত্রী বলেছেন কোটার বাইরে থাকা হজযাত্রীদের আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ করে দেয়া হবে। ছুটির দিনে ধর্মমন্ত্রীর বাসায় হজ নিয়ে জরুরী বেঠক বসে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং পরিচালক হজ, মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে প্রায় ১ ঘন্টা আলোচনা করেন শেষ মুহুর্তের হজ ব্যবস্থাপনার নানা জটিলতা নিয়ে। পরে মন্ত্রী চ্যানেল আই এর সঙ্গে কথা বলেন কোটা বঞ্চিত হজযাত্রী এবং তাদের এজেন্টদের আন্দোলন নিয়ে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আসলে প্রকৃত হজযাত্রীরা এখানে আন্দোলন করছে না। বিশৃঙ্খলা সৃষ্টির মাধমে ঘোলা পানিতে ...

বিদ্যুতের দাম বৃদ্ধি অযৌক্তিক: সুরঞ্জিত

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুতের দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইভি রহমানকে স্মরণ ও চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন করতে জ্বালানি তেলের প্রয়োজন। সারা বিশ্বে যখন জ্বালানি তেলের দাম অবিশ্বাস্য হারে কমেছে, সেখানে বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো কেন? আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও আমাদের দেশে তা বৃদ্ধি পাবে এটা অস্বাভাবিক, এর কোন যৌক্তিকতা নেই।’তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যু‍ৎ উৎপাদনে খরচ বেড়ে যায়। আপনারা তখন বিদ্যুতের দাম বাড়ান। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ...

চালু হলো ঢাকা-সিলেট মহাসড়ক

সেতুর সংস্কার কাজ শেষে ২২ ঘণ্টা পর চালু হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। শনিবার ভোর ৪টার দিকে জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিল সেতু (বেইলি সেতু) স্থাপনের কাজ শেষ হয়। কাজ শেষে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের মধ্যে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ করা যায়নি। আজ ভোর ৪টার দিকে বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের ৯৩ কিলোমিটার সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর অবস্থিত সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে বেইলি সেতু নির্মাণের কাজ শুরু ...

প্রেমে পড়ার মানুষ খুঁজছেন পায়েল

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম বহুদিন আগেই চুকে বুকে গেছে বলে দাবি অভিনেত্রী পায়েল সরকারের। তাই এখন খুঁজছেন নতুন প্রেমিক। তবে শর্ত প্রযোজ্য - তাকে হতে হবে অবশ্যই চলচ্চিত্র জগতের বাইরের মানুষ। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে পায়েল বলেন, “একজন শিক্ষিত সুপুরুষের খোঁজ দিন না। ইন্ডাস্ট্রির বাইরে কেউ আছে? প্রেমে পড়ার মানুষ খুঁজছি।”ফিল্মি দুনিয়ার বাইরের মানুষ কেন খুঁজছেন তারও ব্যাখ্যা দিলেন। “কাজ কাজের জায়গায়। ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে সেটা মিশিয়ে ফেলা ঠিক না।” ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ক্যারিয়ারের শুরুতে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পায়েল। বললেন, “একজন নায়িকাহিসেবে আমি কখনোই চাইবো না আমাকে রাজ চক্রবর্তীর গার্লফ্রেন্ড হিসেবে লোকে জানুক। সম্পর্ক ছিল। ব্রেক আপ হয়েছে।” ‘বোঝেনা সে বোঝেনা’র পর আবারও আবীর চট্টোপাধ্যায়ের ...

কারান জোহারের সিনেমায় সানি লিওনি?

নির্মাতা কারান জোহারের নতুন সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' আলোচনায় আছে দীর্ঘদিন ধরেই। কারণ এতে অভিনয় করছেন রানবির কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আনুশকা শর্মার মতো তারকারা। তবে এবার শোনা গেল সিনেমায় দেখা যাবে সানি লিওনিকেও। সূত্রের বরাত দিয়ে ডিএনএ পত্রিকা বলছে, "বলিউডের প্রথম সারির ব্যানারের সঙ্গে কাজ করার স্বপ্ন সানির বহুদিনের। কিন্তু এই স্বপ্ন সত্যি হতে অনেকটাই সময় লেগেছে তার।" সানির স্বপ্নের রাস্তা অবশ্য খুলে দিয়েছেন আক্শায় কুমার। তার নতুন সিনেমা ‘সিং ইজ ব্লিং’- এ সানিকে অতিথি চরিত্রে কাজ করার সুযোগ করে দেন আকশায়। এর ঠিক পরপরই কারান জোহারও তাকে ডাকলেন নিজের সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের জন্য। সূত্রটি আরও বলছে, "বক্স-অফিসে সানি লিওনির চাহিদা কতো বেশি, তা ভালো করেই ...

রোনালদোকে হারিয়ে মৌসুমের সেরা গোল মেসির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা গোলের পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থার ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটে পুরস্কারটি জিততে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেন মেসি। বার্সেলোনার সেরা এই ফরোয়ার্ড ৩৯ শতাংশ ভোট পান। দ্বিতীয় হওয়া রোনালদো পেয়েছেন ২৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের অ্যারন রামজি পান ৯ শতাংশ ভোট। মেসির ক্লাব সতীর্থ ব্রাজিলের তারকা নেইমার ৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন। ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার গত আসরে সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের জালে অসাধারণ গোলটি করেন মেসি। বল পায়ে ডান দিক থেকে ডি বক্সে ঢুকে এক ঝটকায় ডিফেন্ডার জেরোমে বোয়াটেংকে ফেলে দিয়ে চিপ করে গোলরক্ষক মানুয়েল নয়ারের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার অধিনায়ক। ...

সহজ গ্রুপে বার্সা, রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রথম ধাপে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। প্রতিযোগিতার সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের গ্রুপেও তেমন কঠিন লড়াইয়ের সম্ভাবনা কম। ২০১৫-১৬ মৌসুমের ইউরোপ সেরার প্রতিযোগিতার গ্রুপ পর্বে কোনো 'গ্রুপ অব ডেথ' নেই। সব পরাশক্তিরা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছে। গতবার ও পাঁচবারের চ্যাম্পিয়ন এবং গেল মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনার সঙ্গে 'ই' গ্রুপে আছে জার্মানির বায়ার লেভারকুজেন, ইতালির রোমা ও বেলারুশের বাতে বরিসভ। প্রতিযোগিতার সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে 'এ' গ্রুপে আছে ফ্রান্সের পিএসজি, ইউক্রেনের শাখতার দোনেস্ক ও সুইডেনের মালমো। টুর্নামেন্টের অন্যতম সফল ক্লাব পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আছে 'এফ' গ্রুপে। তাদের সঙ্গে আছে ইংল্যান্ডের আর্সেনাল, গ্রিসের অলিম্পিয়াকোস ও ক্রোয়েশিয়ার দিনামো জাগরেব। গ্রুপ এ: পিএসজি, রিয়াল ...

টাইব্রেকারে শেষ বাংলাদেশের যুবাদের সাফ অভিযান

লড়াকু ফুটবল খেললেও শেষ পর্যন্ত আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের যুবাদের। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ গোলে হেরে সেমি-ফাইনালেই শেষ হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাফ অভিযান। নেপালের কাঠমাণ্ডুর এএনএফএ কমপ্লেক্সে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ছিল। টুর্নামেন্টের নিয়মে অতিরিক্ত সময় না থাকায় এরপরই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম পাঁচটি শটে দুই দলই তিনটি করে গোল পায়। ষষ্ঠ শটে ভারত গোল পেলেও বাংলাদেশের মোহাম্মদ রহমত পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন। আর এতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। টাইব্রেকারে একসময় এগিয়ে ছিল বাংলাদেশ। ভারতের লালরাম প্রথম শট পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন। আর প্রথম শট থেকে গোল করেন বাংলাদেশ অধিনায়ক মাশুক মিয়া জনি। পরের ...

এক ম্যাচে ৩৬টি লাল কার্ড!

মার্কো মাতোরাজ্জিকে মারা জিনেদিন জিদানের সেই ঢুসের কথা মনে আছে? ২০০৬ বিশ্বকাপ ফাইনালে মাথা গরম করে লাল কার্ড দেখে বসেছিলেন ফরাসি মহাতারকা। অনেকের দৃষ্টিতে ফ্রান্সের বিশ্বকাপও সেই সঙ্গে ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি। অবশ্য জিদান একা নন, লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন অনেক মহারথীই। লাল কার্ডের থাবায় খেলার গতিপথ পাল্টে গেছে অনেকবার। এবার সেই লালকার্ড নিয়ে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। ৯০ মিনিটের এক ম্যাচে কয়টি লালকার্ড দেখা যায়? একটি, দুইটি বা খুব খারাপ কোনোদিন হলে তিন বা চারটি পর্যন্ত গড়ায়। কিন্তু আর্জেন্টিনার ক্লাব ফুটবলের এক ম্যাচে রেফারি ডেমিয়েন রুবিনো মাঠের সবাইকে লাল কার্ডে দেখিয়ে ছেড়েছিলেন। কেপোল ও ভিক্টারিয়ানোর ম্যাচে প্রথম আর্ধে মাত্র দুজনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। দ্বিতীয়ার্ধে যেন ...

বেড়েছে গ্যাস-বিদ্যুতের দাম

ভোক্তা পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বর্ধিত মূল্যহার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। গ্যাসের মাসিক বিল ২০০ টাকা বাড়িয়ে এক চুলার জন্য এখন ৬০০ টাকা এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা নির্ধারিত হয়েছে। গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্ধিত মূল্যহার তুলে ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান ...

মাধবপুরে নৌকা ডুবিতে ১ জন নিহত আহত-১০

আবুল হোসেন সবুজ, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীতে নৌকা ডুবে ফিরোজা বেগম (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের নুর মিয়ার স্ত্রী। এছাড়া নৌকাডুবিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার সময় মাধবপুর মাছ বাজার এলাকায় সোনাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক। নৌকায় থাকা যাত্রী খলিলুর রহমান জানান, মাধবপুর থেকে আখাউড়া খরমপুর হযরত সৈয়দ গেছুদারাজ কল্লা শরীফ মাজারে যাবার পথে যাত্রীরা নৌকায় উঠলে নৌকার পাটাতন ভেঙ্গে নৌকায় পানি উঠে যায়। মুহুর্তের মধ্যেই নৌকা সোনাই নদীর মাঝ নদীতে ডুবে যায়। লাফিয়ে কিছু যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও একজন ফিরোজা ...

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট বাতিল

সিলেট জেদ্দা সরাসরি আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ৮ সেপ্টেম্বরের নির্ধারিত ফ্লাইটের জন্যে প্রয়োজনীয় সংখ্যক যাত্রী দিতে না পারায়ও সেটি বাতিল করেছে বিমান বাংলাদেশ। এর আগে ২৩ আগস্টের প্রথম ফ্লাইটও একই কারণে বাতিল হয়েছিল। বিমান বাংলাদেশ বলছে, হাবের ব্যর্থতার কারণেই দু’টো ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিমান বাংলাদেশের সিলেট জেলার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালমান হায়দার চৌধুরী জানান, প্রত্যেক ফ্লাইটে তাদের ৪১৯টি আসন রয়েছে। এরমধ্যে ৮ সেপ্টেম্বরের ফ্লাইটের জন্যে হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট শাখা ২২৭ যাত্রীর ব্যবস্থা করতে পেরেছে। বিপুল সংখ্যক আসন খালি থাকায় সিলেট-জেদ্দা সরাসরি ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে, ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বরের ফ্লাইটের যাত্রী পাওয়ায় তা চূড়ান্ত বলে তিনি জানান।