কালেঙ্গা বনের মুছিকান্দি পূর্ব পাহাড়ে ৩০ হাজার ভূমিহীনদের বসবাস সামাজিক বনায়নের ১ হাজার ৩শ ৮১ একর জমি লীজের নামে দখলের পায়তারা

আব্দুল হালিম, হবিগঞ্জ ॥ এবার সামাজিক বনায়নের জমি দখলের পায়তারা করছে আওয়ামীলীগের প্রভাবশালী একটি মহল। বিভিন্ন কৌশলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুছিকান্দি সামাজিক বনায়নের ১৩৮১ একর জায়গা লীজ নেয়ার নামে দখলের চেষ্টা চালাচ্ছে। এতে ফুসে উঠছে এলাকার লক্ষাধিক মানুষ। চুনারুঘাট উপজেলার গাজীপুর ও মিরাশী ইউনিয়নের ২৫টি গ্রামের ৩০ হাজার ছিন্নমূল মানুষের বসবাস এখানে। পৈত্রিক সম্পত্তি না থাকায় ৩০ হাজার মানুষ ১০০ বছর যাবত কালেঙ্গা বনের মুছিকান্দি পূর্ব পাহাড়ে বসবাস করছে। তাদের নেই জমি, নেই দলিল-পত্র। নেই কর্মসংস্থানের সুযোগ। গাছের ফল ও পাহাড়ের লাকড়ি বিক্রি করে সংসার ও জীবন চলে তাদের। এদের সহায়তায় সরকার এগিয়ে এসেছিল। কয়েক বছর আগে অংশিদারিত্বমূলক সামাজিক বনায়নের মাধ্যমে সরকার ভূমিহীনদের পুর্নবাসিত করে। কিন্তু বর্তমানে চা ও রাবার বাগান করার নামে ভূমিখেকোদের দৃষ্টি পড়েছে এসব জমিতে। এলাকাবাসীর মধ্যে গাজীপুর ইউনিয়নের মেম্বার আব্দুস শহীদ, ছালেক মিয়া, আলী নগর গ্রামের রশিদ মিয়া, কৃষ্ণনগর গ্রামের জলিল মিয়া, বাসুল্লা গ্রামের আলী হোসেনসহ কয়েকশ ভূমিহীন জানান, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দের নেতৃত্বে কতিপয় ভূমিদস্যু এসব জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি তাদের অভিযোগ এখান থেকে উচ্ছেদ করারও হুমকি দেয়া হচ্ছে। তারা বলেন, রক্ত দেবেন, তবুও জমি দেবেন না। এ ব্যাপারে স্থানীয় গাজীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম বলেন, ভূমিদস্যুরা আশ্রয়হীন মানুষদের আশ্রয় কেড়ে নেয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, সন্ত্রাসী ও মাস্তান বাহিনী দিয়ে সাধারণ মানুষের আবাসস্থল কেড়ে নেয়ার চেষ্টা হলে রক্তের বন্যা বয়ে যাবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকবর হোসেন জিতু বলেন, মুছিকান্দি পাহাড় দখলের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি সাধারণ লোকদের ভূমি রক্ষায় তাদের পাশে থাকবেন বলে জানান। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের বলেন, কেউ যদি পতিত জমি লীজ নিয়ে চা বাগান বা রাবার বাগান করে তাতো অবশ্যই ভালো কাজ। তবে কোন ভূমিহীনদের উচ্ছেদ করা হবে না। এ ব্যাপারে খোয়াই এগ্রো লিঃ এর পরিচালক উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান জানান, সরকারি নিয়ম-নীতি মেনেই পতিত জমি বন্দোবস্ত নিয়ে চা বাগান করার পরিকল্পনা রয়েছে। এতে ভূমিহীনদের কর্মসংস্থানও হবে। এদিকে জমি রক্ষায় বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কেউ কেউ এলাকায় বিক্ষোভ-সমাবেশ করছে। তবে স্থানীয় প্রভাবশালী মহল জানিয়েছেন, তারা মূলত চা ও রাবার বাগান করার জন্য সরকারের কাছ থেকে লীজ নিতে চায়। যেখানে এসব ভূমিহীনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন খোয়াই টি এষ্টেট লীজ পাওয়ার আগেই তাদেরকে আইনগতভাবেই বৈধবলে সাফাই গেয়েছেন। তাছাড়া শত বছর যাবত বসবাসকারীদের পূর্নবাসনের কথাও বলেন তিনি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *