কিন্ডারগার্টেন এসোসিয়েশন চুনারুঘাটের উদ্যোগে তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের ১ লাখ ৫৪ হাজার টাকার বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ফুলবাড়ী (নরপতি) গ্রামের কৃতি সন্তান দুবাই প্রবাসী তাজুল ইসলাম চুনারুঘাটে শিক্ষা প্রসারে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চুনারুঘাটের সুশীল সমাজ। সবাই বলছেন এমন দানশীল ও শিক্ষানূরাগীদের এগিয়ে আসা উচিত। তাজুল ইসলামের মতো দানশীলদের সৃষ্টি হলে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব। তার নামানূসারে গঠন করা হয়েছে “তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট”। উক্ত ট্রাস্টের মাধ্যমে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ বৃত্তি প্রদান অব্যাহত রাখারও ঘোষণা করা হয়েছে। গত ২৪জুন মঙ্গলবার চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ও তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে ২৫৭জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৫৪ হাজার ৩’শ টাকার নগদ বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মস্তোফা শহীদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আব্দুল মন্নান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইন্তাজ উল্লা, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম কাপ্তান, মোঃ শামসুল ইসলাম, মাষ্টার আব্দুস সামাদ আজাদ, এম এ মতিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। মাওলানা ইমদাদুল হক চৌধুরী। মোঃ শরীফ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আকবর মাস্টার একাডেমীর পরিচালক মোঃ আকবর হোসেন, অধ্যক্ষ অঞ্জন চন্দ্র রায়, অধ্যক্ষ মানিক চন্দ্র দেব, অধ্যক্ষ কৃষ্ণপদ ভট্টাচার্য, অধ্যক্ষ মখলিছুর রহমান, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ আকছির মিয়া, অধ্যক্ষ মাওলানা লোকমান উদ্দিন, অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ছালেক মিয়া, অধ্যক্ষ আঃ জাহির, অধ্যক্ষ সুহেল আহমদ প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৭২০জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৫৭জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। দুবাই প্রবাসী তাজুল ইসলামের নামানূসারে তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়ণে এসব শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *