বালু খেকোদের তৎপরতা অব্যাহত সরকার হারাবে বিপুল পরিমান রাজস্ব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন বালু মহাল নিয়ে চলছে নানামুখী কারসাজি। সরকারের রাজস্ব ফাঁিক দেয়ার লক্ষ্যে অনেকে নিয়েছেন আইনি আশ্রয়। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সূত্রে প্রকাশ সুতাং নদীর তিনটি অংশে জেলা প্রশাসন ১৪২০ বাংলার ১লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য ইজারা আহবান করলে মোঃ ইব্রাহিম (ক অংশ), মোঃ জিতু মিয়া (খ ও গ অংশ) বালু উত্তোলনের ইজারা প্রাপ্ত হন। উল্লেখিত তিনটি মহাল খেকে সরকার রাজস্ব পায় ২ কোটি ৪ লাখ ৭৭ হাজার ৬শ টাকা। ৩০ চৈত্র মেয়াদ শেষ হয়ে গেলে ইজারাদার ইব্রাহিম ও জিতু মিয়া ১ বছরে তাদের ব্যবসায় লোকসান হয়েছে এ অজুহাত দেখিয়ে মেয়াদ বৃদ্ধির জন্য হাইকোর্টে একটি রীট আবেদন (আবেদন নং যথাক্রমে ৩৫৬৬/২০১৪ ও ৩৩১৭/২০১৪) করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত ইব্রাহিমকে ২০ জুন এবং জিতু মিয়াকে দুটি মহালের ২৭ নভেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আদেশ দেন। এ আদেশের বিপরীতে জেলা প্রশাসন চলতি মাসের প্রথম সপ্তাহে চেম্বার জজ আদালতে স্থগিতাদেশ প্রদানের জন্য আবেদন (নং১২৪১/২০১৪) করে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রীটটি স্থগিত হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ওই বালু মহালটি ইজারা বিজ্ঞপ্তি দেয়া হবে। তিনি স্বীকার করেন যে, এ ধরনের মামলার কারনে সরকার প্রতি বছর বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *