বাহুবলে ৫দিন ব্যাপি বৃক্ষ মেলা শুরু

আজিজুল হক সানু, বাহুবল থেকে ॥ বাহুবলে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলা ২০১৪ শুরু হয়েছে। গত ২৮ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ফিতা কেটে এ মেলাটি উদ্ধোধন করেছেন। পরবর্তীতে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে ও নাসরিন নাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সেলিম মিয়া ও সালেহ আহমেদ। সভায় প্রধান অথিতি মোঃ আব্দুল হাই বলেন, বৃক্ষ মেলা মানুষের এক অফুরন্ত প্রাণ। গাছ রুপন করলে যেমন পরিবেশ রক্ষা হয়, তেমনি আয় করারও এক সুবর্ণ সুযোগ। তিনি নিজের বাসায় স্ব-যত্মে রুপন করা গাছ গাছালীর উপকার দিক তুলে বলেন, যত্ম করলে রত্ম মিলে। তাই বৃক্ষ রোপনে সকলকে এগিয়ে আসতে হবে বলে উপজেলাবাসীর প্রতি আহবান জানান। এ মেলাটি কৃষি সম্প্রসারণের উদ্যোগে ২৮, ২৯ ও ৩০ জুন পর্যন্ত সিদ্ধান্ত হলেও মেলায় আগত ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আগামী ২ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে বৃক্ষ প্রেমি ও ব্যবসায়ীরা গাছ গাছালী নিয়ে আসতে দেখা গেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *