রমজানে বেগুন-কাঁচামরিচসহ ৫ পণ্যের রফতানি বন্ধ

প্রথম সেবা ডেস্ক ॥ পবিত্র রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন-কাঁচামরিচসহ পাঁচটি নিত্যপণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন, শসা, কাঁচামরিচ, ধনেপাতা ও লেবু রফতানি নিষিদ্ধ করা হয়েছে। রমজানে এসব নিত্যপণ্যের সংকট না থাকায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করেন তিনি। ঈদের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, পণ্য মূল্য বাড়াবে না। তিনি জানান, টিসিবির মজুদ ভালোই আছে। তবে আকস্মিকভাবে ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে থাকা ফরমালিন আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এই খসড়ায় স্বাক্ষর করেছি। আজই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হবে। চলতি সংসদ অধিবেশনে আইনটি সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। রমজানে মাঠে থাকবে না র‌্যাবভেজালবিরোধী কোনো অভিযানও এবার পরিচালনা করবে না তারাতানভীর হাসান আসন্ন রমজান ও ঈদের বাড়তি নিরাপত্তার জন্য এবার মাঠে থাকবে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এমনকি ভেজালবিরোধী কোনো অভিযানও পরিচালনা করবে না তারা। এ অবস্থায় ঈদে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় বেপরোয়া হয়ে উঠতে পারে চাঁদাবাজরাও। সম্প্রতি নানামুখী কর্মকান্ডে বিব্রত র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান যায়যায়দিনকে জানান, রজমানে র‌্যাব মাঠে থাকবে না এটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। প্রয়োজন হলে র‌্যাব অবশ্যই মাঠে থাকবে। সরকার চাইলে যেকোনো কাজে র‌্যাবের সম্পৃক্ততা থাকবে। র‌্যাবের মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা বলায় ও অস্থায়ী ক্যাম্প বসানো হবে কিনা জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, শুধু প্রয়োজন হলেই র‌্যাব মাঠে থাকবে। র‌্যাব কখন প্রয়োজন অনুভব করবে এমন প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি হাবিবুর রহমানের কাছ থেকে। এমনকি ভেজালবিরোধী কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা তাও নিশ্চিত করেননি উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান। জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসানও কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, র‌্যাব মাঠে নামলে র‌্যাবের মিডিয়া উইং থেকে সাংবাদিকদের জানানো হবে। র‌্যাব সূত্রে জানা গেছে, নারায়গঞ্জ হত্যাকা-ের পর র‌্যাবের কর্মকা- নিয়ে বিব্রত সরকার। এই ঘটনার পর র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্ট উঠিয়ে নেয়া হয়। যদিও উপনির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যাব টহল দিচ্ছে। এ ছাড়া দেশের অন্য কোথাও র‌্যাবের চেকপোস্ট ও টহল দেখা না গেলেও তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তৎপরতার কারণে সম্প্রতি হবিগঞ্জে চুনারুঘাট সাতছড়ি পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এরপর র‌্যাবের উল্লেখ্য করার মতো আর কোনো কার্যক্রম চোখে পড়েনি। র‌্যাব সূত্রে জানা গেছে, প্রতিবছর রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তায় র‌্যাবের ৫ হাজার সদস্য নিয়োজিত থাকে। এ ছাড়া সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা ও অপারেশনাল কাজে আরো বেশ কিছু র‌্যাব সদস্য কাজ করেন। রমজান ও ঈদে র‌্যাবের এই তৎপরতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে থাকে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীরা রেহাই পান। সাধারণ মানুষ কেনাকাটা শেষে গভীর রাতেও নির্বিঘ্নে বাসা-বাড়িতে ফিরতে পারেন। রাস্তাঘাট ও মার্কেটকেন্দ্রিক বখাটেদের তৎপরতাও দেখা যায় না। রমজান মাসে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় ছিনতাই, চাঁদাবাজির মতো সন্ত্রাসী কর্মকান্ড রোধে র‌্যাবের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেয়া হয়। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় তিন ধাপে বিশেষ ব্যবস্থা নেয়। ইফতার, তারাবির নামাজ এবং সাহরির সময় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ নজরদারি ও আইন প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়া ব্যাংকসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় আর্থিক লেনদেন ও পরিবহনে ছিনতাই, ডাকাতি এবং অজ্ঞান পার্টি রোধে বিশেষ নজরদারি চালানো হয়। দেশের বড় শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ ছাড়া মোটরসাইকেল নিয়ে ও হেঁটে র‌্যাবের দল টহল টিমের ব্যাপক তৎপরতা চোখে পড়ে। র‌্যাবের পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়ে থাকে। পাশাপাশি বাস, রেল, লঞ্চ কাউন্টার ও টার্মিনালগুলোয় ঈদের ঘরমুখো মানুষ যেন টিকিট কিনে প্রতারিত না হন, এ ব্যাপারেও র‌্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। কিন্তু এবারের রমজানে র‌্যাবের পক্ষ থেকে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ ছাড়া প্রতি রমজানে ইফতারে ক্ষতিকর দ্রব্য মেশানোর বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সক্রিয় ছিল। খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন রোধে র‌্যাবের ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু এ বছর তারা এসব ক্ষেত্রে নিশ্চুপ থাকবে। পরিস্থিতি র‌্যাবের অনুকূলে এলেই তারা মাঠে নামবে বলে সম্প্রতি র‌্যাবের এক বৈঠকে সিদ্ধান্ড হয়েছে। র‌্যাবের দুই একজন কর্মকর্তার কর্মকান্ডে গোটা র‌্যাবকে নিয়ে ঢালাও মন্তব্যে র‌্যাবের কর্মকর্তারা ক্ষুব্ধ। র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ, র‌্যাবের দোষী কর্মকর্তারা শাস্তির আওতায় এসেছেন। এরপরও কিছু মিডিয়া ঢালাওভাবে র‌্যাবকে নিয়ে উল্টাপাল্টা লেখালেখি করছে। এ কারণে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছে। সরকার ও জনসাধারণ র‌্যাবের প্রয়োজনীয়তা অনুভব করলেই এলিট ফোর্সটি আবার মাঠে সক্রিয় হবে বলে র‌্যাবের কয়েকজন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান। এদিকে রমজান ঘনিয়ে আসার আগেই র‌্যাবের প্রয়োজনীয়তা অনুভব করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের কয়েকটি খুনের ঘটনা ভাবিয়ে তুলেছে তাদের। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, রোজা শুরুর আগেই বিভিন্ন গ্র“পের চাঁদাবাজরা সক্রিয় হয়ে উঠেছে। তারা ফোন করে চাঁদা দাবি করছে। এ ছাড়া মার্কেটকেন্দ্রিক ছিনতাইকারী ও পকেটমাররা সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু গত কয়েক বছর ধরে র‌্যাব-পুলিশের যৌথ নিরাপত্তাবলয়ের কারণে রমজানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পেরেছেন। এ বছর যদি র‌্যাব মাঠে না থাকে তাহলে হয়ত ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াবে। নিউমার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী আনোয়ার জানান, চন্দ্র্রিমা মার্কেটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। র‌্যাবের তৎপরতার কারণে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনোদিন সন্ত্রাসীদের একটি টাকাও দিতে হয়নি। র‌্যাব নানা কারণে বিব্রত হলেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে তারা সফল ছিল। তবে রমজান ও ঈদে তাদের নিরাপত্তা ব্যবস্থা যদি না থাকে তাহলে মার্কেটকেন্দ্রিক আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই আশঙ্কায় রয়েছে মিরপুরের ব্যবসায়ীরা। এমনিতেই এই এলাকায় শীর্ষ সন্ত্রাসী শাহাদতের নাম ভাঙিয়ে অহরহ চাঁদাবাজির ঘটনা ঘটে। এ অবস্থায় ঈদের আগে র‌্যাব মাঠে না থাকলে নতুন করে চাঁদাবাজদের তৎপরতা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *