সাতছড়ি গহীন অরণ্য থেকে উদ্ধারকৃত হরিণ মারা গেছে

এম এ আউয়াল ॥ চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফাঁদে আটক একটি হরিন উদ্ধার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার দুপুরে বনের গহিনে ফাঁদে আটক অবস্থায় এ হরিণটি উদ্ধার করা হয়। বিকেলে হরিণটি মারার যাওয়ায় সন্ধায় ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতছড়ি বনের গহিনে লাকড়ি উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকরা বনবিটের ত্রিপুরা পল্লীর অদুরে ফাঁেদ আটক অবস্থায় একটি মায়া হরিণ দেখতে পায়। তাৎক্ষনিক বিষয়টি তারা সাতছড়ি বনবিটের বনকর্মীদের জানালে বনকর্মীরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করে চুনারুঘাট প্রাণী সম্পদ বিভাগের এনে চিকিৎসা দেয়। কিন্তু বিকেলে হরিণটি মারা যায়। সন্ধ্যায় বন বিভাগ হরিনের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্র জানায়, একটি চক্র গোপনে সাতছড়ি বনের গহিনে ফাঁদ পেতে হরিণ আটক করে জবাই করে মাংস বিক্রি করে আসছিল। কিন্তু সম্প্রতি সাতছড়ি বনে র‌্যাবের অভিযানের পর কিছুদিন বন্ধ থাকার পর পুণরায় হরিণ মারা শুরু হয়েছে। এ বিষয়ের বন বিভাগের লোকজনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ধারনা করা হচ্ছে ত্রিপুরা পল্লীর লোকজন এ ফাঁদটি পেতেছিল। কারণ তারা এ ধরনের ফাঁদ দিয়ে শুকুর আটক করে থাকে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *