সিলেটে মাজার জিয়ারতে এসে লাশ হলো ২ ॥ আহত ১০ ঘাতক চালকের পলায়ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা থেকে সিলেট হযরত শাহ জালাল (রঃ) এর মাজার জিয়ারত করতে আসা যাত্রীবাহী একটি পার্কিং করা দাড়ানো ট্রাককে দ্রুতগতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২জন প্রাণ হারান। আহত হয়েছেন ১০জন আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের পানিউমদা বাজারে। নিহতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার কুমরাই গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মনির মিয়া (২৪) ও একই উপজেলার বারপাইক্কা গ্রামের মফিজ উদ্দিদের পুত্র ট্রাক চালক রফিকুল ইসলাম (৩০)। জানাযায়, গতকাল শুক্রবার সকাল ৬টা ২০মিনিটের সময় ঢাকা- সিলেট মহা সড়কের পানিউমদা বাজার এলাকায় ঢাকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছেড়ে আসা ২০/২৫ জন যাত্রীবাহী একটি ট্রাক ঢাকা মেট্রো (ড ৫২৬২) পথ বিরতি করে। ট্রাকের উপরে তাবু টানানো অবস্থায় উক্ত স্থানে দাড়ানো ট্রাককে সিলেটগামী দ্রুতগতির অপর একটি ট্রাক ঢাকা মেট্রো (ট ১৮৯৮) পিছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দিলে পার্কিং করা ট্রাকের চালক ও যাত্রী ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ লাশ ও ট্রাক দুটি উদ্বার করে নিয়ে গেলে বেলা ৪টার দিকে নিহতদের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান। তবে ঘাতক চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। মাজার জিয়ারত করতে এসে লাশ হয়ে ফিরল মাজার ভক্ত লোকেরা। এর কারন হিসাবে অনেকেই অদক্ষ চালককেই দায়ী করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *