হবিগঞ্জ সদর হাসপাতাল শিশু রোগ বিশেজ্ঞ ডাঃ আবু সুফিয়ানের বিরুদ্ধে এন্থার অভিযোগ শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু সুফিয়ানের বিরুদ্ধে এন্থার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু রোগ বিশেজ্ঞ ডাঃ আবু সফিয়নের বিরুদ্ধে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ হয়েছে। এ ঘটনায় ডাক্তার নার্সদের সাথে শিশুর আত্মীয় সজনদের বাক বিতন্ডা হয়েছে। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, শিশু রোগ চিকিৎস আবু সুফিয়ান নিজেকে অত্যন্ত প্রভাবশালী ও হবিগঞ্জ তার একাধিক আত্মীয় স্বজন রয়েছে বলে ধরাকে সরা জান করে চলছেন। তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে নিজ বাসায় প্রাইভেট প্র্যাক্টিসে ব্যস্ত থাকেন এবং হাসপাতালে আসেন ১০ টায়। জরুরী জটিল রোগী নিজ বাসায় প্রাইভেট দেখানোর ইঙ্গিত করেন। অত্যন্ত তড়িগড়ি করে আউটডয়িং ভর্তি রোগী একফলক তেখে চলে আসেন নামাজে। রোগী দীর্ঘক্ষন পরে সোজা চলে যান হাসপাতাল কোয়াটারে বাসায় সেখানে বিভিন্ন নিমন্ন মানের ঔষদ কোম্পানী প্রতিনিধিরা ভিজিট শেষে রোগী দেখেন। নাম প্রকাশের অনিচ্ছুক এক শিশু মারলেন ক্লিনিক ব্যবসা করেন। শিশুকে নিয়ে আসলেই বিভিন্ন ভ্যাকসিনের নাম করে উৎকোচ আদায় করেন। এ ছাড়া শিশুদের রোগ একটু জটিল বুঝলেই নিজের গা পরিষ্কার করতে সিরেট ওসমানীতে রেফার্ড লিখেসটকে পরেন। এমন পরিস্থিতিতে অভিবাক মহল সংকিত। স্থানীয় লোকজনের সাথে বাক বিদন্ডা হলে তিনি অত্যন্ত কৌশলে মিটিয়ে ফেলেন। বিষয়টি সচেতন মহল ও অভিবাকদের ভাবিয়ে তুলছে। মরেজমিন তদন্ত সাপেক্ষে বিহীত ব্যবস্থায় দাবি জানিয়েছেন অভিভাকরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *