১ যুগ ধরে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে বিধবা এখন বিপাকে

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া তথ্য দিয়ে ১ যুগের অধিক সময় ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে বিপাকে পড়েছে মুক্তিযোদ্ধা বিধবা স্ত্রী খুর্শেদা খাতুন। মিথ্যা তথ্য দিয়ে ভাতা উত্তোলনের টাকা রাষ্টীয় কোষাগারে জমা দেয়ার জন্য অবসর প্রাপ্ত লান্স কপোরাল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ্য করেন খুর্শেদা খাতুন চুনারুঘাট উপজেলার চামলতলী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল আজিজের স্ত্রী। আঃ আজিজ দীর্ঘ ১যুগ পূর্বে স্বাভাবিকভাবে মারা যান। পরে খুর্শেদা খাতুন চুনারুঘাট পৌর শহরে বড়াইল গ্রামের হানিফ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হানিফ মিয়া সংসারে থাকা অবস্থায় তিনি ৬ বছর যাবৎ মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করে আসছেন খুর্শেদা খাতুন। যাহা অবৈধ ও সরকারী নিয়ম নীতির লঙ্গন। আব্দুল মজিদের অভিযোগ পত্রটি জেলা প্রশাসন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দেন। চুনারুঘাট উপজেলা ভূমি কমিশনার সুষ্ট তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থায় ও অগ্রগতির জন্য সুপারিশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম পাটুয়ারীকে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। এ দিকে খুর্শেদা খাতুন কিভাবে ভুয়া তথ্য দিয়ে ৬ বছর যাবৎ ভাতা উত্তোলন করে আসছেন এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া চলছে। লান্স কর্পোরাল যুদ্ধাদের মুক্তিযোদ্ধা আব্দুল হক জানান, চুনারুঘাটে একদল অমুক্তিযোদ্ধা ভুয়া তথ্য দিয়ে ভাতা উত্তলনের সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর নকল করে অনেক মুক্তিযোদ্ধা নতুন করে বানিয়েছেন যাহা বর্তমান সরকারের আমলে তদন্তে বেড়িয়ে আসবে। ওরা মুক্তিযোদ্ধাদের কলঙ্গ। খুর্দেশা খাতুনের স্বামী আঃ হানিফ জানান হিমালিয়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে খুর্শেদার ছোট ভাই ইসলাম ১০ হাজার টাকা বিনিময়ে জনৈক মুক্তিযোদ্ধার মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে ভাতার কার্ড করে দেয়। পরে তিনি ভাতার টাকা উত্তোলন করতে থাকেন। বর্তমানে ভাতা উত্তোলন বন্ধ রয়েছে। বিষয়টি সুষ্ট তদন্তের দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *