অপরাধীদের স্বর্গরাজ্য তেলিয়াপাড়া

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকা মাদক, চোরাচালান, গাছপাচার সহ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। তেলিয়াপাড়া এলাকাটি সড়ক ও রেল পথে যোগাযোগের ভাল মাধ্যম হওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গহিন অরণ্য সাতছড়ি, ২০নম্বর, ভান্ডারুয়া, বনগাঁও, লোহাইদ এলাকা দিয়ে ভারত থেকে গাঁজা ফেনসিডিল সন বিভিন্ন পণ্যসামগ্রী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসব পণ্য সামগ্রী নোয়াপাড়া, তেলিয়াপাড়া এলাকা দিয়ে ট্রেন ও অন্যান্য যানবাহনে দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। সম্প্রতি র‌্যাব ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক জগদীশপুর তেমুনিয়ার অদুরে পরিত্যক্ত অবস্থায় গাঁজা এবং ডিবি পুলিশ তেলিয়াপাড়া এলাকা থেকে একাধিক মাদকের চালান আটক করেছে। মাদক সেবনের সহজলভ্যতার কারণে তেলিয়াপাড়া, বনগাঁও, ভান্ডারুয়া এলাকায় মাদকের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। উঠতি বয়সের যুবকরা মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বহিনীর হাতে চুনুপুঁটি ধরা পড়লে রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এছাড়া সম্প্রতি সাতছড়ি, তেলমাছড়া সংরক্ষিত বনাঞ্চল এবং সুরমা তেলিয়াপাড়া জগদীশপুর চা বাগান থেকে ছায়াবৃক্ষ পাচার হচ্ছে অবাধে। একাধিক চোরাই গ্র“প রাতবিরাতে বন ও বাগানে ঢুকে গাছপালা পাচার করে বনভূমি উজার করছে। জগদীশপুর তেমুনিয়া ও তেলিয়াপাড়া এলাকার প্রভাবশালী কতিপয় অপরাধী তাদের আশ্রয় প্রশ্রয়দাতা। সংঘবদ্ধ এসব অপরাধীরা সন্ধ্যা নেমে এলেই গাছপাচার সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। অপরাধীদের একটি অংশ সাতছড়ি ত্রিপরা বস্থির বিছিন্নতাবাদী সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে বন থেকে মূল্যবান গাছ পালা পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘ দিনের। অপরাধীরা দূর্ধষ ও হিংস্র হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *