ত্রিপুরার প্রাদুর্ভাব থেকে ছড়াতে পারে বলে স্বাস্থ্য বিভাগের ধারনা সীমান্ত এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব চুনারুঘাট ও মাধবপুরে ১৯ রোগী সনাক্ত

শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ॥ ভারতীয় সীমান্তে অবস্থিত চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জুন সাসে এই দুই উপজেলায় ১৯ জন রোগী সনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ত্রিপুরার প্রাদুর্ভাব এখানে ছড়াতে পারে আবার মৌসুম এর জন্যও এমন হতে পারে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ জরুরী প্রদক্ষেপ গ্রহণ করেছে। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জুন মাসে চুনারুঘাট উপজেলায় ১৭ জন ম্যালেরিয়া রোগী সনাক্ত করা হয়েছে। তন্মধ্যে ১৪ জন ফ্যালসিপেরাম, ২ জন ভাইভ্যাক্স ও ১ জন মিশ্র প্রটজোয়ায় আক্রান্ত রোগী। মাধবপুর উপজেলায় ২ জন ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে। তন্মধ্যে ১ জন ফ্যালসিপেরাম ও ১জন ভাইভ্যাক্স প্রটজোয়ায় আক্রান্ত রোগী। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা যায়, আক্রান্ত রোগীদের অধিকাংশই চা শ্রমিক। স্বাস্থ্য বিভাগ এই ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের জন্য ৩টি কারন চিহ্নিত করেছে। এর একটি হল সম্প্রতি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সাবডিভিশনে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তাই ত্রিপুরা সীমান্তে অবস্থিত বাংলাদেশের হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলা ম্যালেরিয়ার ঝুকির মধ্যে রয়েছে। চুনারুঘাট ও মাধবপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় মশা বাহিত এই রোগটি দেখা দিতে পারে। আর একটি কারন হল জুন মাসে এই রোগের প্রাদুর্ভাব এমনিতেই বেশী থাকে। সর্বশেষ কারন হিসাবে উল্লেখ করা হয় যথাযথ চিকিৎসা না গ্রহণ করাকে। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভূইয়া জানান, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়ায় উপজেলায় পর্যায়ে মেডিক্যাল টিম এবং ওয়ার্ড পর্যায়ে রেপিড রেসপন্স টিম কাজ করছে। তিনি আরও জানান এ ব্যাপাওে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে এবং সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, ম্যালেরিয়া হল মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশা-বাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্ট (এক ধরনের অণুজীব)। এটি একটি সংক্রমিত স্ত্রী মশার (আনোফেলিস মশা) কামড়ের সাথে শুরু হয়, যা তার লালা মাধ্যমে প্রোটিস্টর সংবহন তন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং শেষে যকৃতে পৌছায়। সেখানে তারা পরিপক্ষ হয় এবং বংশবৃদ্ধি করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *