বাহুবলে ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে মেম্বারের মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুসহ ৩৪ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় এক মামলা দায়ের করেছেন বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদের পিতা (মেম্বার) আঃ রহিম ময়না। জানা যায়, উপজেলা ভৈরবীকোনা গ্রামের মেম্বার আঃ রহিম ওরফে ময়না এলজিএসপি প্রজেক্ট এ রাঘপাশা গ্রামের একটি রাস্তায় ইট সলিংয়ের কাজ করান। তাতে ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। ওই রাস্তার কাজে বিল উত্তোলন করতে ইউপি সদস্য ময়না মিয়া চেয়ারম্যান হাবিবুর রহমানের দ্বারস্থ হন। তিনি বিল উত্তোলন কাগজে স্বাক্ষর করেননি। তাতে চেয়ারম্যান হাবিবুর রহমান প্রজেক্টে কাজ সম্পন্নকারী মেম্বার ময়না মিয়ার কাছে ১০ হাজার ঘুষ দাবি করেন। এ নিয়ে উপজেলা খাদ্য অফিসে দু’জনের মধ্যে বাতবিতন্ডার ঘটনা ঘটে। এর জের হিসেবে ১জুলাই সকাল ৯টার দিকে আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একদল লোক মেম্বার আঃ রহিম গোষ্ঠীর উপর হামলা চালায়। হামলায় মেম্বার আঃ রহিম ওরফে ময়না মিয়া, তার পুত্র উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদ ফারুক, শাহজাহান সহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মেম্বার আঃ রহিম ময়না মিয়া ও তার পুত্র শাহজাহানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ফারুকুর রশিদসহ অন্যান্যদের কে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর ময়না মিয়া বাদী হয়ে গত ৪ জুলাই বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *