বাহুবলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদ ফারুকসহ ২৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জুলাই স্থানীয় লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু বাদী হয়ে বাহুবল থানায় এ মামলাটি দায়ের করেছেন। মামলায় ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন উপজেলার ভৈরবীকোনা প্রকাশ চারগাঁও গ্রামের আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী একজন ব্যবসায়ী। একই গ্রামে বসবাস করছেন মেম্বার ময়না মিয়া, তার পুত্র ফারুকুর রশিদ ফারুক ও মামুন মিয়া সহ তার সহযোগীরা। গ্রামের নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানী নির্যাতন করছে। এর মধ্যে মামুন ও ফারুক পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী। তাদের বিরুদ্ধে ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলার রয়েছে। তাছাড়া বেশ ক’দিন তারা কারাভোগ করছে। গত ১ জুলাই সকাল ৯টায় তাজুল ইসলাম চৌধুরী নিজ বাড়ি থেকে বের হয়ে মিরপুর বাজারে যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রাস্তায় মামুন সহ ক’জন ব্যক্তি তাকে পথরোধ করে দিনদুপুরে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাদা না দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তাজুল ইসলাম চৌধুরী ও তার পুত্র লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু সহ ২০জন লোক আহত হয়। আহতের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গত ৩ জুলাই বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোক্ত করা হয় মেম্বার ময়না মিয়া, বাহুবল উপজেলা ছাত্রলীগ সভাপতি ফারুক, ও মামুন সহ ২৫ ব্যক্তিকে আসামী করা হয়েছে। এছাড়াও মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অপরাধের অভিযোগ থাকার ফলে সে র‌্যাব ও পুলিশের হাতে ধরা পড়ে। মামুন ডাকাতির ঘটনাসহ নানা অপরাধের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সে বেশ কিছুদিন এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এমনকি মামুন ও তার ভাই ফারুক উপজেলার তগলী গ্রামের ছালেক মিয়ার দায়ের করা একটি মামলার আসামী। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম জানান, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *