মুছিকান্দি পূর্বপাহাড়ে খাস জমি দখল আন্দোলনে থলের বিড়াল বেড়িয়ে আসছে

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার দূর্গম পূর্বাঞ্চল মুছিকান্দি পূর্বপাড়ের সরকারী ১৩৮১ একর খাস জমি দখল নিয়ে হরিলুট চলছে। স্বাধীনতার পর পূর্ব পাহারের যে টিলা গাছ গাছালীতে নিঝুম দ্বীপের মত ছিল সে সব জায়গায় আজ মানুষের জন বসতি হয়ে উঠেছে। সময়ের আর্বতে আলীনগর কৃষ্ণন নগর,বাসুল্লা, পাহার টিলা, শুকনা টিলা, লাতুরগাও, ভোলাজুম, বরব্দা, ভূইয়ার তালী, নিচিন্তপুর, জলিলপুর গ্রামসহ আশপাশের হত দরিদ্র ভূমিহীন প্রায় ২শ পরিবার সেখানে বসবাস শুরু করে। আর এসব লোকদের শাসন করছে। ওই সব এলকার প্রভাবশালী মহল। যারা ১৩৮১ একর ভূমি অধিকাং ভোগ দখল করে আসছে বছরের পর বছর। খোয়াই টি এন্ড এগ্রো লিঃ কোম্পানীর চা বাগান তৈরীর জন্য সরকার ৮৮৪.৬৩ একর খাস ভূমি বন্দোবস্তরে জন্য ভূমি মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছে। আবেদনটি যথাযত প্রত্রিকার চুনারুঘাট এসিল্যন্ড উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক স্বক্ষরিত হয়ে ভূমি মন্ত্রনালয়ে যায়। এ খবর মুছিকান্দি পূর্ব পাহাড়ে ছড়িয়ে পড়েয়ে পড়লে অবৈধ ভূমি দখলকারীদের মধ্যে দাবানল সৃষ্টি হয়। তারা সংবদ্ধ হয়ে গত ২৮শে জুন বাসিুল্লা বাজারে এক প্রতিবাদ সভা সমাবেশের ডাক দেয়। সমাবেশে বক্তৃতায় নেতৃবৃন্দরা বলেন ‘রক্ত দিব জান দিব’ তবুও ভূমি দেব না। এ প্রসঙ্গে চুনারুঘাট উপজেল নির্বাহী অফিসার মোহাম্মদ মাসহুদুল কবীর বলেন, ইতিমধ্যে সরকারী খাস ভূমি নিয়ে দুটি পক্ষের মধ্যের উত্তেজনা তৈরী হয়েছে। কিন্তু সরকারী ভূমিতে কারা দখল করে আছে এবং কি পরিমান তারা একটি সুর্নিদিষ্টত তালিকা তৈরী উপজেলার ভূমি আস্থল। পরে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। খোয়াই টি এন্ড এগ্রো লিঃ কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর বকুল পাল বলেন, সরকারী নিয়ম মেনেই ৮৮৪.৩৬ একর ভূমি বন্দোবস্তর নেওয়া হয়েছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব পাচ্ছে। ডিরেক্টর লুৎফুর রহমান চৌধুরী জনান, মুছিকান্দি পূর্বপাহারে ২শ পরিবার ভূমিহীন ও আশ্রয়হীন থাকতে পারে। এদের আড়ালে প্রভাবশালীরা হাজার ও একর সরকারী ভূমি দখল করে রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভূমিহীন জানান,যারা রক্ষক তারাই বক্ষক। স্থানীয় চেয়ারম্যানের আত্মীয় স্বজনের ১০০ কের করে জমি দখলের রয়েছে। তারা নিজেদের আকরে গুছাতে এখন মরিয়া হয়ে উঠেছে। মূলত তারাই এখন আন্দোলনের কাজ করেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *