সাতছড়িতে অপরাধীদের অবাধ বিচরণ কলগার্ল আঁখিসহ যুবক আটক মএ ভ্রাম্যমান আদালতে যুবকের ৩ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে কলগার্ল নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে শাকিল আহমেদ নামে এক যুবককে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাত সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন। এর পূর্বে বিকেল ৪টায় চুনারুঘাট থানা পুলিশ সাতছড়ি জাতীয় উদ্যানে হবিগঞ্জ শহরের আলোচিত কলগার্ল রূপা আক্তার আখি (২০)-এর সাথে আপত্তিকর অবস্থায় ওই যুবককে আটক করে। তাদের আটকের পর পর চুনারুঘাট থানায় সাংবাদিকরা আটককৃতদের ছবি তুলতে গেলে রহস্যজনক কারণে পুলিশের পক্ষ থেকে ছবি তুলতে দেয়া হয়নি। অনেক নাটকীয়তার পরে রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত শাকিল আহমেদকে ৩৫৪ ধারায় অভিযুক্ত করে তিন মাসের বিনা শ্রম কারাদন্ডে দন্ডিত করে। এ সময় রূপা আক্তার আখিকে তার অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। সাজাপ্রাপ্ত ওই যুবক হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার আরিফ আহমেদ-এর পুত্র। কলগার্ল আখি হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ঝাড়– মিয়ার কন্যা। অভিযোগ রয়েছে, আটককৃত আলোচিত আখি এর আগেও হবিগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে যুবকের সাথে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছে। বিভিন্ন সময় উঠতি বয়সের যুবকদেরকে ব্ল্যাকমেইলিং করে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গতকাল চুনারুঘাট থানায় আটকের পর তার পরিচয় গোপন রেখে রূপা আক্তার আখির বদলে নিজেকে সুমী আক্তার আখি নামে পুলিশকে জানায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *