হাওর বাউর বিলÑঝিল নদী নালা বেষ্টিত হবিগঞ্জ মাছ চাষের সম্বাবনাময় জেলা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, হাওর বাউর, বিল-ঝিল বেষ্টিত হবিগঞ্জ জেলা। মাছ চাষে হবিগঞ্জের একটি আলাদা সুনাম রয়েছে। এখান থেকে দেশীয় সকল প্রকার মাছ দেশ ও বিদেশে রপ্তানী করা হতো। এখানো তা সম্ভব। এ সম্ভবনাময়কে কাজে লাগিয়ে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সামনে এ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলুন। দেশ ও জাতিকে সমৃদ্ধ করে তুলুন। গতকাল বুধবার জেলা পরিষদ আয়োজিত হল রুমে জাতীয় মৎস্য সপ্তায় ২০১৪ইং উদ্ধোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ৯৫ ভাগ মাছ এখনো হবিগঞ্জে উৎপন্ন হয়। এ মাছ দিয়ে জেলার চাহিদা মেটানো সম্ভব। ৫ ভাগ ফরমালিন যুক্ত মাছ জেলায় প্রবেশ করে। সকল উৎপাদিত মাছকে কুলশিত করছে। জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক। পরে জেলায় মৎস্য চাষের বিষেশ অবদানের জন্য মৎস্য চাষী মোঃ বজলুর রশীদ জমাদার পিতা আঃ ছুবান জমাদার দক্ষিন নরপতি,চুনারুঘাট বিশেষ মৎস সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক জয়নাল আবেদীন ফরমালিন পরিক্ষাকরন ২টি মেশিন মৎস্য ব্যবসায়ীদের প্রদান করে। ফল ব্যব বজলুর রশীদ এক প্রতিক্রিয়া বলেন জেলা মাছ চাষের আগেকার সুনাম ফিরিয়ে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারী পৃষ্ঠপৃষকতা অব্যহত থাকলে ইনশাআল্লাহ আগামী দিনে হবিগঞ্জ থেকে দেশ ও বিদেশে মাছ রপ্তানী করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *