নবীগঞ্জ থানা থেকে গভীর রাতে আবেগঘন পরিবেশে পারভীনকে নিয়ে গেলেন স্বামী ও সহকর্মীরা

শাহ্ ফখরুজ্জামান ॥ আবীর হোসেন প্লাবন। গাজীপুর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর পারভিন আক্তারের একমাত্র সন্তান। সে পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে। পারভিন আক্তারের যখন কিছুটা জ্ঞান ফিরে তখন প্রিয় সন্তানের কথা মনে পড়তেই কান্নায় ভেঙ্গে পড়েন। সে কিভাবে আছে এই দুশ্চিন্তা তার। বৃদ্ধা মার কথা চিন্তা করেও কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। বার বার বলতে থাকের তার মরহুম পিতা মুক্তিযুদ্ধা চান মিয়ার কথা। সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই মামলায় যাদেরকে আসামী করেছিলেন তারই নাকি তাকে অপহরন করছে সেই কথা বলেন তিনি। তার চোখে মুখে আতংকের চাপ ছিল স্পষ্ট। বেদনাক্লিষ্ট শরীর নিয়ে অতি কষ্টে কথা বলছিলেন তিনি। সিটি কাউন্সিলর পারভিন আক্তার জানান, অপরিচিত এক মহিলা ঘটনার দিন পারভিন আক্তারকে ফোন দিয়ে বলে তার স্বামী দুইটি বিয়ে করেছে। প্রায়ই তাকে কারণে অকারণে তাকে মারধোর করে। এ অবস্থায় সে আর স্বামীর সাথে ঘর-সংসার করতে চায় না। পারভিন আক্তার যেন ওই মহিলাকে স্বামীর করুণ নির্যাতন থেকে উদ্ধার করে নিয়ে আসেন। ওই মহিলা আরও জানায়, তার কাছে দেড় ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। কাউন্সিলর পারভিন আক্তারের কাছে ওই স্বর্ণালঙ্কার জমা রেখে তাকে ১০ হাজার টাকা দিতে বলে। সে জানায়, পরে টাকা দিয়ে স্বর্ণালঙ্কারগুলো ফেরত নেবে। এক পর্যায়ে সে ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান রহিম আফরোজের কাছে যেতে বলে। এ সময় কাউন্সিলর পারভিন আক্তার ওই মহিলাকে জিজ্ঞেস করেন যে মোবাইল থেকে তাকে ফোন করা হয়েছে ওই ফোনটি তার নিজের কি-না? এ সময় ওই মহিলা জানায়, ওই মোবাইল ফোনটি পার্শ্ববর্তী এক ব্যবসা প্রতিষ্ঠানের। তাকে কিভাবে পাওয়া যাবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওই মহিলা জানায়, রহিম আফরোজের সামনে এলে আমিই আপনাকে খুঁজে নেব। গত শুক্রবার সকাল ৮টায় কাউন্সিলর পারভিন আক্তার ওই মহিলার কথা অনুযায়ী রহিম আফরোজের সামনে গেলে ওই মহিলা এগিয়ে এসে তাকে বলে আপা আমিই আপনাকে ফোন করেছিলাম। সামনে চলুন। একটু দূরবর্তী স্থানে গিয়ে আপনার সাথে কথা বলব। নয়তো আমার স্বামী দেখে ফেললে আমাকে মারধোর করবে। পারভিন আক্তার ওই মহিলার সাথে সামনে বাজার পেরিয়ে গিয়ে দেখতে পান একটি গাড়ি দাঁড়ানো রয়েছে। ওই মহিলা পারভিন আক্তারকে তার সাথে গাড়িতে উঠে কথা বলতে বলে এবং জানায়, গাড়িতে বসে সে পারভিন আক্তারের কাছে স্বর্ণালঙ্কার সমজে দিবে। পারভিন আক্তার ওই মহিলার কথায় বিশ্বাস করে কোন কিছু চিন্তা না করে গাড়িতে উঠে দেখতে পান কয়েকজন লোক গাড়িতে মাথা নিচু করে বসে আছে। তিনি গাড়িতে উঠার পর ওই লোকগুলো মাথা উঁচু করে তাকে বলে তোকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলাম। কিন্তু তুই আমাদের কথা শুনিসনি। তাদের কথা শুনে পারভিন আক্তার বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। এ অবস্থায় তিনি জোরে চিৎকার করেন। তার চিৎকারের সাথে সাথে গাড়িতে বসা লোকগুলো তড়িৎ গতিতে একটি রুমাল তার মুখ চেপে ধরে। রুমালে ক্লোরোফম থাকায় এরপর তিনি আর কিছু বলতে পারেন না। গত দুইদিন ধরে যারা তার সাথে ছিল তিনি তাদের কাউকেই তিনি চিনতে পারেননি। তবে প্রথম দিন গাড়িতে উঠে তিনি যাদের দেখতে পেয়েছিলেন তিনি তাদের চিনতে পেরেছেন। তাদের মধ্যে অনেকেই তার পিতার হত্যা মামলার আসামী। এর মধ্যে তার পাড়ার বখাটে সোহলে ও জুয়েলের নাম বলেন তিনি। মহিলা কাউন্সিলর পারভিন আক্তার জানান, তার পিতা মুক্তিযোদ্ধা মোঃ চান মিয়াকে ২০১১ সালে ২৩ জুন পূর্ব বিরোধের জের ধরে খুন করা হয়। তার পিতা হত্যার প্রধান আসামী দুলাল হাজী, অপর আসামী সোহেল, জুয়েলসহ ৫/৬ জন তাকে অপহরণ করে। দুই দিন তাকে তার পিতা হত্যার মামলা তুলে নেয়ার জন্য মারধোর করা হয়। পরে বিভিন্ন জায়গায় রেখে শুক্রবার রাতে গাড়িতে হাত-পা বেঁধে রাস্তার সামনে ফেলে রেখে চলে যায়। পারভীন আক্তার বলে তার এক ভাই বাংলাদেশ হকি দলের অধিনায়ক। কিছুদিন পর সে চীন যাবে। পিতা মারা যাওয়ার পর এই ভাই, মা  ও সন্তানকে নিয়ে অতি কষ্ঠে সংসারের হাল ধরেন তিনি। গাজীপুর জেলার জয়দেবপুরেরর দক্ষিণ পানিশাইল গ্রামের মোঃ মিনহাজুল ইসলাম তার স্বামী। মিনহাজুল ইসলাম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির টেনিস কোচ ছিলেন। সম্প্রতি তিনি মালয়েশিয়ার একটি ক্লাবের সাথে চুক্তি করেন। শুক্রবার রাত ১০টার পর পারভীনকে নবীগঞ্জ থানা পুলিশ খাবার দিতে চাইলে তিনি কিছু হালকা খাবার গ্রহণ করেন। পরে তাকে থানার ২য় তলায় একটি রুমে বিশ্রামের জন্য রাখেন। সেখানে দুই নারী কনস্টেবল রুমা ও সাবিনা তাকে দেখাশোনা করেন। হবিগঞ্জে পারভনি আক্তার উদ্ধার হয়েছে তা টেলিভিশনে ছড়িয়ে পড়লে জয়দেরবপুর থানা থেকে নবীগঞ্জ থানায় যোগাযোগ করে যখন তার নিশ্চিত হয় তখন তার দুটি গাড়ী নিয়ে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত সোয়া দুইটায় তারা নবীগঞ্জে আসে। পারভীনকে গ্রহণ করতে আসাদের মধ্যে ছিলেন তার স্বামী মিনহাজুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মোঃ আলম, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাহবুবুর রশিদ খান, শওকত আলম ও মুসা চেধৈুরীসহ পুলিশ ও তার আত্মীয় স্বজন।  রাত আড়াইটার দিকে সকল ফরমালিটিজ শেষ করে পারভিন আক্তারকে তারা নিয়ে যান। তাকে তাদের হাতে সমজে দেন নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম। ২য় তলা থেকে যখন পারভীন আক্তারকে নিচে নামিয়ে আনা হয় তখন সে তার স্বামী, আত্মীয় স্বজন ও সহকর্মীদের পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে তখন এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। তাকে তার এক ফুফা এবং অন্যান্য আত্মীয় স্বজন ধরে ধরে গাড়ীতে নিয়ে বসান। তার পাশেই বসেন স্বামী মিনহাজ আহমেদ। রাতের অন্ধকারেই তারা রওয়ান হন গন্তব্যে। তার স্বামী মিনহাজ আহমেদ জানান, হবিগঞ্জ তার পরিচিত। তিনি একাধিকবার হবিগঞ্জে এসেছেন বিকেএসপির ট্যালেন্ট হান্টে। দুই বছর পুর্বে তার সাথে স্ত্রী পারভীন আক্তারও এসেছিলেন। তিনি জানান, তার শ্বশুরকে হত্যার কারন ছিল রিয়েল এস্টেট ব্যবসা। তার শ্বশুরের হত্যার ঘটনায় মামলা দায়ের করায় এই মামলা অপহরণ এর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন। তিনি জানান, আজ রবিবার সকাল বেলা তারা বাসায় পৌছেন। পারভনিকে পেয়ে তার সন্তান ও শ্বাশুরী সহ সকল আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পরেন। বিভিন্ন স্থান থেকে তার শুভাকাঙ্খিরা এসে দেখা করেন। দুপুরে পারভীন কোর্টে হাজির হন। প্রসঙ্গত, ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর পারভিন আক্তারকে হাত-পা বাধা অবস্থায় নবীগঞ্জের আউশকান্দি থেকে উদ্ধার করা হয়।শনিবার  রাত ৯টার দিকে উদ্ধারকালে তিনি অনেকটা অচেতন ছিলেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এফডি মার্কেটের ভাড়াটিয়া স্মৃতি রানী সূত্রধর তার বাসার সামনে হাত-পা বাধা অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। ঘটনাটি নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে নবীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন। অনেকটা অচেতন অবস্থায় পুলিশ তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে পুলিশ হেফাজতে চিকিৎসা প্রদান করে। পরে তার অবস্থা স্বাভাবিক হয়ে এলে তাকে নবীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞেস করে পুলিশ নিশ্চিত হয় তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর পারভিন আক্তার । ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী উদ্ধার হওয়া মহিলা কাউন্সিলর পারভীন আক্তারকে দেখতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় ছুটে যান। নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী দীর্ঘ সময় মহিলা কাউন্সিলর পারভিন আক্তারের সাথে কথা বলে তার অপহরণের ঘটনা শুনেন এবং তাকে শান্তনা দেন। এক পর্যায়ে হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন মোবাইল ফোনে পারভিন আক্তারের সাথে কথা বলে তার খোজখবর নেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *