ভূমি আছে বাড়ি নেই তা হবে না…অ্যাডভোকেট কেয়া চৌধুরী

নুরুল ইসলাম মনি, বাহুবল ॥ হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতির অহংকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার অবহেলিত মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধাদের ‘ভূমি আছে বাড়ি নেই’ তা হবে না। তিনি নারী জাগরণ ও মুক্তিযোদ্ধাদের   কল্যাণে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। গত শনিবার দুপুরে গেজেটেড মুক্তিযোদ্ধা মো. হাছান আলীর খোঁজ-খবর নিতে গিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার মিরপুর পূর্ব দত্তপাড়া গ্রামের মো. হাছান আলীর (গেজেট নং ১৮৭৩১৭) বাড়িতে যান আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। অসুস্থ ও দরিদ্র মুক্তিযোদ্ধার একখ- ভূমি ছাড়া কিছুই নেই। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু হাছান আলী পরিবারের পরিত্যক্ত ভিটা ছাড়া কিছুই নেই। লোক মুখে শুনেন শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক কিছুই করছে। তার অসহায়ত্ব গোছাতে কোন পথ আছে কিনা জানতে চান হাছান আলী। এবার তার পাশে দাঁড়ালেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা কমান্ডেট মানিক চৌধুরীর কন্যা এমপি কেয়া চৌধুরী। বাহুবল নির্বাহী অফিসারকে সঙ্গে  নিয়ে হাছান আলীর দৈন্যদশা দেখতে তার বাড়িতে যান তিনি। প্রত্যক্ষ করেন মুক্তিযোদ্ধা গেজেটের কপি, সাময়িক সনদপত্রসহ বিভিন্ন প্রমাণাদি। অনেকক্ষণ কথা বলেন। মুক্তিযোদ্ধা হাছান আলীকে সান্ত্বনা দেন। সব কিছু দেখে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমূল হককে নির্দেশ দেন গেজেটভুক্ত হাছান আলীকে শেখ হাসিনা সরকারের ‘ভূমি আছে বাড়ি নেই’ প্রকল্পের আওতায় একটি বাড়ি নির্মাণ করার। নির্বাহী অফিসার আগামী অর্থ বছরে মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে হাছান আলীর বাড়িটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করে দেয়া হবে মর্মে এমপি কেয়া চৌধুরীকে আশ্বাস্ত করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *