রাজার বাড়ি বিয়ে

রামাঙ্কর শেখ। জংশন বিল রাজ্যের প্রভাবশালী রাজা । ফ্যাশন-আধিপত্যর কোনো কমতি নেই। তার নাম শুনলে সবাই আতকে ওঠে। ভাদ্র মাসের আটাশ তারিখ । রাজার সুন্দরী কন্যা রাজ কুমারী ‘নন্দিতা শেখের’ বিয়ে। রাজ্যের উজির নাজির প্রজা সহ সাধারণ নাগরিকরাও ছুটে আসছে রাজার বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে। চেনা-অচেনার কোন বালাই নেই। কারো হাতে বাঁশি, ফুলের মালা, কেউ গান করছে, হাসি ঠাট্টা করছে। হাজার লাখো মানুষের আনাগোনা আর বাহারী শখের পণ্যে রাজার দরবার হয়ে গেছে আবর্জনাময়। বিয়ে শেষ। সবাই নিজ নিজ বাড়ী ফিরে গেছে। রাজা দেখলেন জনশুন্য দরবার এলাকাটি আবর্জনাময়। কে করবে পরিষ্কার। কে নিবে এর দায়ভার। রাজা ডেকে পাঠালেন মন্ত্রী থেকে শুরু করে প্রজা পর্যন্ত। আদেশ দিলেন………। এক আদেশেই হয়ে গেল……….। প্রিয় পাঠক । শেষ হয়ে গেল বিশ্বকাপ উন্মাদনা। ৩২ টি দেশের মধ্যে হয়ে গেল বিশ্বকাপ। শেষ লড়াই হলো দুই দলের মাঝে। দলকে ভালবাসা মানে তার দেশকে ভালবাসা। এজন্যই এতদিন উড়ছিল আমাদের দেশে অন্য দেশের পতাকা। খেলা শেষ তো ভালবাসাও শেষ। কিন্তু এখনও উড়ছে ভিনদেশী পতাকা। তাহলে কি রাজার মত আদেশ প্রয়োজন। প্রিয় পাঠক। নিজের দেশকে ভালবাসতে শিখুন। কয়েক দিনের ভালবাসা দেখিয়ে ভিন দেশের পতাকা উড়িয়ে কি লাভ? কেনই বা দেশের টাকা অযথা নষ্ট করবেন। প্রয়োজনে দেশের একটি পতাকা তৈরী করে নিজের দেশের প্রতি ভালবাসা দেখান। যেভাবে লাখো কন্ঠে জাতীয় গেয়ে আর জাতীয় পতাকা উড়িয়ে আমাদের দেশের নামটি আজ গ্রীনিচবুকে নাম উঠেছে। তাহলে কী আজ আমরা গর্বিত নই? দেশের প্রতি সচেতন হোন নিজের দেশের প্রতাকা কে সম্মান করুন। স্যালুট।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *