করাঙ্গী নদীতে বাধ না থাকায় বর্ষায় ৩০টি গ্রামের ফসল জমি পালবিত হয় বিপর্যের মুখে

কাজী মাহমুদুল হক সুজন ॥ সরকার আসে সরকার যায় কিন্তু করাঙ্গীর বাধ নির্মান হয়না। মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেতই বাধ নির্মানের আশ্বাস দেন। আশায় বাধে করাঙ্গী নদীর দুপাশের বাসিন্দার। কিন্তু সেই আশা পূরন হয় না। আর কখন হবে তাও তারা জানেনা। বিধায় করাঙ্গী দু’ কোলের মানুষের সকল ফসল তলিয়ে নিয়ে যায়। নিয়ে যায় হাস, মোরগ, গরু, ছাগল ও অনেক কৃষকের ঘর বাড়ী। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন  চুনারুঘাট উপজেলাবাসীর সাটিয়াজুরীর ইউনিয়নের ৩০টি গ্রামের বাসিন্দার। জানাযায়,উপজেলার দক্ষিনাঞ্চলে সীমান্তেঘেষে করাঙ্গী নদীটির প্রবেশ করে মিরাশী রানীগাও সাটিয়াজুরী ইউনিয়ন দিয়ে বয়ে হবিগঞ্জ ভাটি এলাকায় পবেশ করে। বর্ষার মৌসুমে নদীট ধানব মুক্তি রুপ করে উজান থেকে নেমে আসা পানিতে নিমজ্জিত হয় উপজেলার পূর্বউত্তরঞ্চলের নিম্নাঞ্চল। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মিরাশী ,রানীগাও ও সাটিয়াজুরী ইউনিয়নের ৫০টি গ্রামের। অর্থনৈতিকভাবের ক্ষতিগ্রস্থ হতে হয় এসব এলাকার জনসাধারনকে। করাঙ্গী নদীকে স্থায়ী বাধ নির্মাণের জন্য এলাকাবাসী নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের কাছে দাবী জানালে ও পরিবর্ততে কোন সরকারই এ দাবী পূরন করতে পারেনি। অতিরিক্ত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী পানিতে নিম্নজ্জিত থাকতে হয় এসব এলাকার মানুষ। শাকসবজি,মৎস  চাষসহ সব ধরনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান জানান করাঙ্গী নদীর স্থায়ী বাধ না থাকার কারনে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হতে হয় ইউনিয়নের জনসাধারন। বিশেষ করে কুনাউড়া ,কৃষ্ণপুর, দৌলতপুর, দারগাও, বাসুদেবপুর, আটালিয়া, ছিলামী,সাটিয়াজুরীসহ প্রায় ২০/২৫টি গ্রামের । করাঙ্গী নদীর স্থায়ী বাধ নির্মাণের জন্য এলাকাবাসী যাথাযত কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *