ঈদ-ফ্যাশন পরিবারে ঝগড়া

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ সমাগত। আসছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা গেলে ঈদ হবে ২৯জুলাই। আর ২৯ জুলাই না হলে চাঁদ দেখা যাক বা না যাক ঈদ ৩০জুলাই। সবাই প্রস্তুত-ব্যস্ত সময় কাটাচ্ছেন কেনা কাটায়। দোকানীরাও প্রস্তুত ক্যাশ ভর্তি করার জন্য। জিনিস পত্রের দামের কোন বালাই নেই। যে যেভাবে পারছে সেভাবেই দাম হাঁকছে। শখ করে কোন পণ্য ধরলেই শেষ। নাছোরবান্দা দোকানীরা এর দাম হাঁকে তিনগুণ। কোন রকম বিক্রি করতে পারলে লাভ হয় দ্বিগুণের বেশি। বিশ্বাস না হলে একবার পরীক্ষা করে দেখুন। শখিন ক্রেতাদের কথা হলো টাকা বড় কথা নয়-পছন্দের জিনিস চাই। আর দোকানীদের দৃষ্টি ভঙ্গি হলো গলা কেটে………। এসবের ফাঁদে পড়ছে শখিন মেয়েরই বেশি। প্রিয় পাঠক। এ কথাই শেষ নয়। এখন বলছি অন্য কথা। ঈদ নিয়ে চলছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে আনন্দ পূর্তি উৎসব আর ঝগড়া বিবাদের কাহিনী। বিশেষ করে মেয়েদের বেলাই ঘটছে এমনটি। ঈদ, পূজো সহ নানা উৎসবে মেয়েরা নানা শখের পণ্য কিনতে চায় । শাড়ী, গহনা, ইমিটেশন সহ নানা সাঁেজর পণ্য কিনতে মেয়েরা প্রায় উন্মাদ হয়ে পড়ে। কিন্তু বিরোধ দেখা দেয় অর্থ নিয়ে। কই পাবে গৃহকর্তা-স্বামী-বাবা-অভিভাবক ওই অর্থ। অর্থের যোগান না দিতে পারলেই ঘরে দেখা দেয় ঝগড়া বিবাদ। খাওয়া-দাওয়া বন্ধ। শুরু হয় সংসারে কলহ। এরই মধ্য দিয়ে ম্লান হয়ে যায় ঈদ-উৎসব আনন্দ। প্রিয় পাঠক। সংসার সামলাবেন বুঝে শুনে। স্ত্রী-মেয়েদের হাতে সংসারের কর্তৃত্ব না দেয়াই ভাল। মুরুব্বিদের প্রতি সদয় হোন। মিতব্যয়ি হয়ে অর্থ সঞ্চয় করুন। শখের বসে অর্থ ব্যয় না করে ভবিষ্যতের জন্য কিছু একটা করার চেষ্টা করুন। না হলে সর্বনাশ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *