জগদীশপুর ফাঁড়ি চা বাগানে নির্বাচন স্থগিতের দাবি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ফাঁড়ি চা বাগানের শ্রমিকরা নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে সাধারণ শ্রমিকরা। ফাঁড়ি চা বাগানের শ্রমিক নেতা নরেন্দ্র সাওতাল, অবিনাশ সাওতাল, বিরবল মুন্ডা, অতিন্দ্র চাষা, সাধন সাওতাল, জীবন সাওতাল, বিষ্ণু সাওতাল সহ সাধারণ শ্রমিকদের অভিযোগ ১০ আগষ্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জুলাই সভাপতি ও সম্পাদক প্রার্থীরা মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। ১৬ জুলাই জগদীশপুর চা বাগানে শ্রমিকদের ধর্মঘট থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্ভ্রাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ কারণে তাদের নির্বাচনী প্রার্থী হওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে সাধারণ শ্রমিকদের অবস্থা বিবেচনা করে জগদীশপুর ফাঁড়ি চা বাাগনে নির্বাচন স্থগিতের দাবি করেছে সাধারণ শ্রমিকরা। এ ব্যাপারে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপ-পরিচালক শ্রম, চা শ্রমিক ইউনিয়ন সহ নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ দাখিল করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে জানা যায় এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *