সাদা সোনা সিলিকা বালু হরিলুট

শাহ্ ফখরুজ্জামান ॥ হবিগঞ্জের বালু মহালগুলো নির্ধারিত সময়ে ইজারা না হলেও বন্ধ নেই বালু উত্তোলন। বিশেষ করে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু নিয়ে চলছে হরিলুট কারবার। চা বাগান ও বন বিভাগ এর সাথে বালু ব্যবসায়ীরা আতাত করে পরিবেশের ক্ষতি করে এই বালু বিক্রি করছে। হবিগঞ্জের জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় ৩১টি বালু মহাল রয়েছে। তন্মধ্যে ৮টি সাধারন এবং ২৩টি সিলিকা বালু মহাল। অন্যান্য সময় সকল বালু মহালকেই সাধারন ইসাবে ইজারা দিলেও এবছর খনিজ সম্পদ মন্ত্রনালয় ২৩টি বালু মহালকে সিলিকা বালু মহাল হিসাবে অন্তর্ভুক্ত করে। তন্মধ্যে ৮টি বনবিভাগ ও চা বাগান এলাকায় হওয়ায় সেগুলোকে বাদ দিয়ে ১৫টি মহাল ইজারা দেয়ার জন্য দরপত্র বিজ্ঞপ্তি আহবান করা হয়। সাধারন বালু মহাল থেকে সিলিকা বালুতে রুপান্তর হওয়ায় মহালগুলোর সরকারী ইজারা মূল্য বেড়ে যায় বহুগুন। ফলে মনতলা, শাহপুর-নোয়াপাড়া এবং দেওছড়া ছাড়া কোন সিলিকা বালু মহাল এখন পর্যন্ত ইজারা হয়নি। জেলা প্রশাসন সাধারনত ১লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত মহালগুলোর ইজারা দেয়। এতে সাধারন বালু মহাল থেকে আয় হয় প্রায় কোটি টাকা। সিলিকা বালু মহালগুলো এখনও ইজারা না হওয়ায় সেখান থেকে কত টাকা আয় আসতে পারে তার হিসাব এখনও পাওয়া যায়নি। তবে সিলিকা বালু মহাল থেকে আরও ১৫ কোটি টাকা রাজস্ব আসার কথা। যে তিনটি সিলিকা বালু মহাল ইজারা হয়েছে সেগুলোর মধ্যে মনতলা ৫৪ লাখ টাকায়, শাহপুর-নোয়াপাড়া কোটি ২৮ লাখ টাকায় এবং দেওছড়া ১২ লাখ ৩১ হাজার টাকায়। জেলা প্রশাসন যখন দরপত্র আহবান করে ক্যালেন্ডার প্রকাশ করে তখন সেখানে ৩টি তারিখ দেয়া হয়। বালু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বারাবার কম মূল্য দিয়ে দরপত্র দাখিল করে। ফলে যথাসময়ে এবং সঠিক মূল্যে ইজারা হয়না বালু মহালগুলো। বালু মহালদারী ব্যবসা অনেকটা রাজনীতি ও পেশী শক্তি নির্ভর। এ বছর বালু মহালগুলো সিলিকাবালু মহালে রুপান্তর হওয়ায় সেগুলোর দাম বেশী হওয়ায় ইজারা না নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন বালু ব্যবসায়ীরা। তিনটি বালু মহাল ইজারা হলেও বালু উত্তোলন হচ্ছে প্রায় সবগুলো মহাল থেকেই। বালু ব্যবসায়ীরা গভীর রাতে সেখান থেকে বালু উত্তোলন করে। এমনকি দিনের বেলায়ও চলে বালু উত্তোলন। গত কয়েকদিনে বেশ কয়েকটি বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন ও ট্রাক আটকের পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বন বিভাগের সাথে আতাত করে শাহজীবাজার রাবার বাগানের শাহপুর পয়েন্ট থেকে অবৈধভাবে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার বালু উত্তোলন হয়। শতাধিক ট্রাক মুল্যবান সিলিকা বালু বি-বাড়িয়া ও ঢাকায় পাচার করে। যে পয়েন্টে এই বালু স্তুপ করে ট্রাক বোঝাই করা হয় তার ২০ গজ দুরত্বের মধ্যেই রয়েছে রাবার বাগানের স্টাফ কোয়ার্টার। বালু হরিলুটের খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আরিফুল ইসলাম সেখানে অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে কাজ করা শতাধিক শ্রমিক বনের ভিতর দিয়ে পালিয়ে যায়। এসময় ৮টি ট্রাককে আটক করে থানায় নিয়ে আসার সময় শাহপুর বালু মহালের ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি জিতু মিয়া ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্র“তি দিলে ১ লাখ টাক জরিমানা আদায় করে ট্রাক গুলো ছেড়ে দেয়া হয। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত উপকরণগুলো আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়া হয়। রাবার বাগান সংলগ্ন শাহপুর বালু মহালটি ১কোটি ২৮ লাখ টাকায় ইজারা নেন চুনারুঘাটের আবু তাহের তৌফিক তরফদার। কিন্তু সেই মহালে বালু তেমন না থাকায় তিনি রাবার বাগান ও বনবিভাগের লোকজনের সাথে আতাত করে শাহজীবার এলাকার বিভিন্ন ছড়া ও পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এর আগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাও সেখানে একটি ট্রাক্টর আটকিয়ে জরিমানা আদায় করেন। অভিযোগ রয়েছে রাতের আঁধারেও সেখান থেকে ট্রাক দিয়ে বালু পাচার করা হয়। যেখান থেকে বালু ট্রাক বোঝাই করা হয় সেখানেই অবস্থিত শাহজীবাজার রাবার বাগানের স্টাফ কোয়ার্টার। সেখানে বসবাসকারী বাগানের সুপারভাইজার আকিকুর রহমান টেনু মিয়া জানান, রাবার বাগান থেকে বালু উত্তোলন করা হলে আমরা প্রশাসনকে জানই। এ ব্যাপারে বেশ কয়েকটি মামলাও হয়েছে। কিছুদিন আগে একটি ট্রাক্টরও আটক করা হয়। দিনের বেলা শতশত ট্রাক সেখান থেকে বালু নিয়ে আসলেও তিনি এ ব্যাপারে কিছু বলতে পারেননি। সেখানে নাইট গার্ড এর কাজ করেন স্থানীয় খেলু মিয়া। সে ট্রাক দিয়ে রাতের আঁধারে বালু নেয়ার কথা অস্বীকার করে। শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক জানান, শাহপুর বালু মহালটি মাধবপুর উপজেলায় অবস্থিত। আর রাবার বাগান অবস্থিত চুনারুঘাট উপজেলায়। এখান থেকে রাবার বাগানের কিছু লোককে ব্যবহার করে বালু উত্তোলন হচ্ছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর বরাবরে অভিযোগ দেয়া হয় এবং দুটি মামলাও দায়ের করা হয়েছে। তিনি বলেন, বালু মহালগুলো সাধারনত সরকারী দলের নেতাকর্মীরা ইজারা নেন। ফলে তাদের বিরুদ্ধে কিছু করা যায়না। গত ১৩ জুলাই মাধবপুর উপজেলার ইজারা না হওয়া রসূলপুর বালু মহাল থেকে বালু উত্তোলনের সময় মাধবপুরের এসি ল্যান্ড শফিউল্লাহ, নির্মল পানতাতী নামে এক চা শ্রমিককে ট্রাক্টরসহ আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। গত ১৪ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আরিফুল ইসলাম বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগান সংলগ্ন কালিছড়া বালু মহালে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ৩টি বড় ড্রেজার মেশিন জব্দ করেন। মেশিনগুলোর দাম ২ লাখ টাকা। ভ্রাম্যমান আদালতের অভিযান চললেও বন্ধ নেই বালু উত্তোলন। বিশেষ করে বন বিভাগ ও চা বাগানে অবস্থিত হওয়ায় ইজারা না হওয়া সিলিকা বালু মহাল জগদীশপুর, তেলিয়াপাড়া, ছন্ডিছড়া, সাতছড়ি, লাওছড়া, আমতলি এবং খামাইছড়া ‘খ’ অংশ থেকেও চলছে বালু উত্তোলন। সরকার পরিবেশ ও বাগান রক্ষায় এগুলো ইজার না দিলেও বাগান কর্তৃপক্ষ অনেরক সময় সেগুলো অবৈধভাবে ইজারা দেয়। এবছরও অনেক নেতাকর্মী চেষ্টা করছেন সেগুলো ইজার নিতে। বাংলাদেশে পরিবেশ আন্দোলন বাপা’র হবিগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, কিছু সুবিধাভোগী লোক পাহাড় ও পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলন করছে। এতে করে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে চা বাগান ও সংরক্ষিত বনগুলো। এব্যাপারে প্রশাসন যদি এখনি হস্তক্ষেপ না করে তাহলে বড় ধরনের ক্ষতি হবার আশংখা রয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিউল আলম জানান, সিলিকাবালু শুধু হবিগঞ্জ নয় দেশের গুরুত্বপুর্ণ খনিজ সম্পদ। ওই বালু লুটপাট এর প্রায়ই অভিযোগ পাওয়া যায়। প্রশাসন থেকে এ্যকশনে গেলে লোকজন পালিয়ে যায়। বালু লুটপাট প্রতিহত করতে প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। বন বিভাগের ভিতর থেকে যে বালু লুটপাট হয় সেদিকে যদি তারা নিজেরা নজর না দেয় তাহলে প্রশাসনের পক্ষে কি করার আছে। এখানে শর্ষের ভিতরেই ভূত আছে। প্রসঙ্গত, মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু দেশের কাঁচ ও সিরামিক ফ্যাক্টরিগুলোতে ব্যবহৃত হচ্ছে। প্রতি ঘনফুট বালুর দাম ৪০টাকা। নির্মাণ কাজেও ওই বালুর ব্যাপক চাহিদা রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *