নয়াপাড়া ও দরগা গেইট অপরাধি ও মাদক সেবিদের নিরাপদ আস্তানা

নিজস্ব প্রতিনিধি ॥ অপরাধি ও মাদক সেবিদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে নোয়াপাড়া ও দরগা গেইট। এ দুটি এলাকায় দ্রুত শিল্পায়নের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ প্রবনতা। গত বুধবার রেল লাইনের উপর থেকে ৩ যুবকের লাশ কে কেন্দ্র করে এলাকার লোকদের মধ্যে এখন আতংক ছড়িয়ে পড়েছে। নয়াপাড়া রেল ষ্টেশন লাগোয়া চা বাগানে সহজেই পাওয়া যায় বাংলা চোলাই মদ। এ মদের পাশাপাশি ভারত থেকে আসা বিভিন্ন মাদকের এখন নয়াপাড়া ও শাহজীবাজার এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। নয়াপড়ায় রেল ষ্টেশন ঘিরেই গড়ে উঠছে অপরাধিদের নিরাপদ আস্তানা। এখান থেকে গাছ পাচার রেলের সম্পদ চুরি ও যাত্রী সাধারনের মোবাইল, স্বর্ণালংকার চুরি হ্েচছ দীর্ঘদিন যাবত। স্থানীয় কতিপয় দূ®কৃতিকারীদের আশ্রয়ে প্রশয়ে গড়ে উঠছে অপরাধিদের এ সামাজ্য । হালে উঠতি বয়সের মাদকাসক্ত তরুনরা এ ভয়ংকর পেশায় পা বাড়িয়েছে। ভারত বাংলাদেশ সিমান্তবর্তী এলাকায় আখাউড়া, আজমপুর, মুকন্দপুর, ধর্মঘর, মনতলা, চুনারুঘাট ,সাতছড়ি সিমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা মাদক গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক বাংলাদেশে ঢুকে নয়াপাড়া ট্রানজিট রোডে পরিনত হয়েছে। নয়াপাড়া এলাকায় হাকিম নামে শীর্ষ এক মাদক সম্রাটের উথান হলে ৪/৫ বছর আগে র‌্যাবের ক্রস ফায়ারে তার পতন হয়। কিন্তু তার শিস্যরা থেমে নেই। জুয়েল নামে এক মাদক ব্যবসায়ী গুরু হাকিম কে ছাড়িয়ে গেছে। জুয়েল নয়াপাড়া অঞ্চলে মাদক ব্যবসার নিয়ন্ত্রন করছে। রেল পার হলেই চা বাগান ও পাহাড়ী জনপদ। পুলিশ ধাওয়া দিলে ভো দৌড় পাহাড়ের লাল টিলায় গোপন আস্তানায়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, জুয়েল কে ধরতে একাধিকবার অভিযান পরিচালিত হলেও সুচতুর জুয়েল সহজেই পুলিশের উপস্থিতি আগাম টের পেয়ে যায়। আইন শৃঙ্গলা বাহিনির কতিপয় অসৎ সদস্য তার সঙ্গে গোপন যোগাযোগ রয়েছে। এ কারনে তাকে ধরা যাচ্ছে না। এছাড়া স্থানীয় ভাবে কতিপয় কিছু লোকের সঙ্গে রয়েছে তাদের গোপন সখ্যতা। গত ২৩ জুলাই রেল লাইনের উপর থেকে ৩ যুবকের লাশ উদ্ধার কে কেন্দ্র করে স্থানীয় মহল কে ভাবিয়ে তুলেছে। শিপন বুটলা এলাকার চিহিৃত মাদক সেবি ও ছিনতাইকারী ছিল। ওরা কি সত্যিই ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে ? নাকি অপরাধিদের মধ্যে বিরোধের জের ধরে খুন হয়েছে এ প্রশ্ন সকলের মুখে মুখে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *