যানজটের বিড়ম্বনায় অতিষ্ঠ হবিগঞ্জবাসী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ যানজটে অতিষ্ঠ হবিগঞ্জবাসী। শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট শুধু নিত্য সঙ্গী হিসেবেই নয় মহামারী আকারে ধারন করছে। ছোট্ট এ শহরে প্রায় ৬ হাজার টমটম, প্রায় ৫ হাজার রিক্সা, মাত্রাতিরিক্ত পরিবহন, রিক্সা ও টমটমের অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারনে চৌধুরী বাজার, পুরাতন খোয়াই ব্রীজ রোড, কালিবাড়ি রোড, টাউন হল রোড, পুরাতন হাসপাতাল সড়ক হরহামেশাই যানজট লেগে থাকে। তাছাড়া ঈদকে সামনে রেখে জেলার বাইরের অনেক পরিবহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ট্রাফিক বিভাগ ও পৌরসভা যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যানযটের কারনে শহরের রাস্তাঘাটে চলাচল করতে জনসাধারন পড়ছেন দুর্ভোগে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছাত্রছাত্রী স্কুল কলেজে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। চিকিৎসাস্থলে পৌঁছতে দীর্ঘ বিড়ম্বনায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। শুধু দিনের বেলা নয় রাতেও শহরে দেখা মিলছে যানযট। বিশেষ করে বাণিজ্যিক এলাকার শরীফ ষ্টোর, আলমশেঠ বিল্ডিংয়ের সামনে মোহাম্মদী স্টোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রতিদিনই একাধিক ভারি যান থেকে মালামাল লোড-আনলোড করা হয়। যে কারনে এসব পয়েন্টে যানজট এখন নিত্যনৈমত্তিক ব্যাপার। তাছাড়া চৌধুরী বাজার এলাকার বিভিন্ন আড়ৎদাড়েরর দোকানের দুপুরের পর থেকে ট্রান্সপোর্ট এর মালামাল ট্রাক হতে লোড-আনলোড হওয়ার কারনে এই এলাকা ঘন ঘন যানযটের সৃষ্টি হয়। তবে মূল বিষয় হলো হবিগঞ্জ পৌরসভা থেকে ১ হাজার টমটমকে পার্কিং অনুমুতি দেয়া হলেও টমটম রয়েছে প্রায় ৬ হাজার। এ ব্যাপারে কয়েকজন পৌর নাগরিক বলেন, অবৈধ টমটম ও রিক্সা আটক, অবৈধ পার্কিং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দরকার, ট্রাফিক পুলিশ বৃদ্ধিকরণসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহনের জন্য পৌর ও জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *