সংরক্ষিত বনের গাছ পাচার চলছেই

স্টাফ রিপোর্টার ॥ নিরবে চলছে গাচ পাচার। সরকারী বন থেকে গাছ কেটে এনে তা পাচার করা হচ্ছে বিভন্ন স’মিলে। গাছ পাচার রোধে বিভিন্ন বাহিনীর তৎপরতা থাকলেও গাছ পাচর বন্ধ হচ্ছেনা। গাছ পাচার চলছে অতি কৌশলে। এনজিও আই প্যাক জীব বৈচিত্র রক্ষায় শক্তিশালী সহ ব্যস্থাপনা কমিটি গঠন করে কাজ করে আসছে ২০০৫ সাল থেকে। সংরক্ষিত বনের আশ-পাশের লোকজনের সমন্বয়ে গঠন করা হয় সহ ব্যস্থাপনা কমিটি। কাজের কাজ হচ্ছেনা কিছুই। উপজেলার কালেঙ্গা,রেমা, সাতছড়ি সংরক্ষিত বন থেকে চোরেরা নানা কৌশলে মুল্যবান গাছ কেটে নিয়ে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সেল্টারে থেকে আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে লাগানো গাছ কেটে পাচার করা হচ্ছে। এসব গাছ রেমা-বাসুল্লা, বাসুল্লা-সাটিয়াজুড়ি, চুনারুঘাট-বাল্লা, ছয়শ্রী-আমুরোড, আমু চা বাগান-ছন্ডিছড়া চা বাগান, বাসুল্লা- রাজার বাজার সড়ক দিয়ে পাচার করা হয়। এসব পাচারের জন্য বন বিভাগ সহ নানা সংস্থার লোকজনকে দিতে হয় বখরা। পুলিশের লোকজনও আদায় করে ‘সেলামী’। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এ বিষয়ে একেবারেই উদাসিন। এলাকার অনেক জন প্রতিনিধিও বখরা আদায় করে থাকেন পাচার কারীর কাছ থেকে। গত সপ্তাহে বাল্লা বিজিবি জোয়ানরা জারুলিয়া বাজারের কাছে টেম্পু ভর্তি ৩১ সিএফটি চামল গাছ আটক করে। এর ক’দিন পরই গাজীপুর ইউনিয়নের রেমা সংরক্ষিত বনের সন্নিকটে কবিলাশপুর গ্রাম থেকে আটক করে ৮০ সিএফটি মুল্যবান বৃক্ষ। এসব বৃক্ষ পাচার রোধে বন বিভাগ চুনারুঘাটে বিশেষ টহল বাহিনী নামের একটি সংস্থার কার্যক্রম চালু করে কিন্তু লোকবলের অভাবে এ বাহিনী গাছ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা। স্থানীয়রা জানান, বন বিভাগের নিয়োজিত ভিলেজাররাই গাছ পাচারের মুল দায়িত্বে রয়েছে। এরাই নিয়ন্ত্রন করে বনের পুরো অপরাধ রাজ্য। বিগত ৪/৫ মাস আগে রেমা সংরক্ষিত বনের কোটি পতি ভিলেজার শফিকের হেফাজত থেকে ৫ লাখ টাকার গাছ উদ্ধার করা হয়েছিল। সেই শফিক এখনো রয়েছে বহাল তবিয়তে। সে বনকে ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। গাছ পাচারের টাকায় সে ইতোমধ্যেই কিনেছে ২টি ট্রাকটর, ২টি পাওয়ার ট্রিলার, ২টি মোটর সাইকেল। তার দখলে রয়েছে বন বিভাগের বিপুল পরিমান ভুমি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *