সিলেট বিভাগীয় বনকর্মকর্তার নেতৃত্বে লস্করপুরে চোরাই কাঠসহ ট্রলি আটক…..

শিপন খান ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুরÑদেউন্দি সড়কের লস্করপুর নামকস্থান থেকে একটি ট্রলিসহ ৩৫ ঘনফুট আকাশ মনি কাঠ আটক করা হয়েছে। গত বুধবার দুপুরে বন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন শালটিলা বন বিট পরিদর্শন শেযে চুনারুঘাট ফিরছিলেন। এসময় তেলমাছড়া বিট থেকে ট্রলি ভর্তি করে ৩৫ ঘনফুট আকাশমনি কাঠ নিয়ে যাচ্ছিল একদল গাছ চোর। বনবিভাগের গাড়ি দেখা মাত্রই চোরেরা গাছ ও গাড়ি ফেলে ফালিয়ে যায়। একই দিনে চুনারুঘাট স্টাইকিং ফোর্স দেউন্দির বরমপুর বাজারের পার্শ্বে েে এরপর পৃষ্ঠা-২ অভিযান চালালে পরিত্যক্ত অবস্থায় ২২ টুকরায় ৭ ঘনফুট কাঠ উদ্দার করে। এছাড়া ১লা আগষ্ট বোর রাতে সাতছড়ির আগর বাগান সংলগ্ন স্থানে ৯ টুকরায় ১০সি এফ টি সেসউন কাঠ উদ্দার করেন চুনারুঘাট থানা দারোগা আরিফুর রহমান। এসময় তিনি দুজন কাঠ চোরকে আটক কওে জেল হাজতে প্রেরণ করেন।স্টাইকিং ফোর্স ওসি আব্দুর কাদেও জানান, গত ১ মাসে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যেও কাঠ আটক করা হয়েছে। গাছ পাচারের খবর শোনা মাত্রই আমরা অভিযান পরিচালনা করছি।
অভিযান চালালে পরিত্যক্ত অবস্থায় ২২ টুকরায় ৭ ঘনফুট কাঠ উদ্দার করে। এছাড়া ১লা আগষ্ট বোর রাতে সাতছড়ির আগর বাগান সংলগ্ন স্থানে ৯ টুকরায় ১০সি এফ টি সেসউন কাঠ উদ্দার করেন চুনারুঘাট থানা দারোগা আরিফুর রহমান। এসময় তিনি দুজন কাঠ চোরকে আটক কওে জেল হাজতে প্রেরণ করেন।স্টাইকিং ফোর্স ওসি আব্দুর কাদেও জানান, গত ১ মাসে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যেও কাঠ আটক করা হয়েছে। গাছ পাচারের খবর শোনা মাত্রই আমরা অভিযান পরিচালনা করছি।…

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *