বাহুবলে জয়ন্তিকা ট্রেনে ঢিল ১ জন আহত

বাহুবল প্রতিনিধি ॥ আন্তনগর জয়ন্তিকা ট্রেনে হবিগঞ্জের সাটিয়াজুড়ি-লস্করপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জগামী যাত্রী মোঃ সেলিম মিয়া(৩২) আহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের গৌরাঙ্গের চক গ্রামে। গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে েে এরপর পৃষ্ঠা-২ সাটিয়াজুরী-লস্করপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।  আহত সেলিমকে শায়েস্তাগঞ্জের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সেলিমের সঙ্গে থাকা মোমিন মিয়া জানান, তারা শ্রীমঙ্গল থেকে জয়ন্তিকা ট্রেনে করে শায়েস্তাগঞ্জে যাচ্ছিলেন। ট্রেনটি সাটিয়াজুড়ি রেলস্টেশন ক্রস করে লস্করপুর রেলস্টেশনের কাছাকাছি পৌছালে হঠাৎ রাস্তা থেকে কে বা কারা ট্রেন লক্ষ্যকরে পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। এতে জানালার পাশে বসা সেলিমের মাথায় পাথর পড়লে ফেটে যায়। শায়েস্তাগঞ্জের স্থানীয় চিকিৎসক নাজির হোসেন জানান, পাথরের আঘাতে সেলিমের মাথা ফেটে যাওয়ায় রক্তবন্ধে ফাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *