কোরবানীর ঈদ মোটা গরু বিষ!

প্রয় পাঠক। আশা করি খুব ভাল আছেন। এর পরও একটি সুন্দর দিনের অপেক্ষায় আছেন। তাইনা! শুধু আপনি কেন? সবাইতো এমনটি চায়। তবে বেশী আশা করা যে, ভালো না তাতো আপনি ভালো করেই জানেন। বেশী আশার সন্তান অকালে মারা যায়। এটাকে উড়িয়ে দিবেন না। যা হোক। আজ হাজির হলাম। অন্য কথা শিরোনামকে অন্যভাবে নিয়ে । কোন গল্প কিংবা কাহিনী বলে আপনার সময় নষ্ট করব না। কারণ…….। মূলকথা যা-ই  লিখিনা কেন প্রথম সেবার মাধ্যমে অগণিত পাঠককে সচেতন করাই মূল উদ্দেশ্য। প্রিয় পাঠক । আর মাত্র দেড় মাস পরই আপনার-আমার সামনে হাজির হবে ঈদ উল আযহা। মহা আনন্দের দিন। কোরবানির ঈদ। হুÑ কি আনন্দ। মুসলমানদের জন্য বছরে আনন্দের দিনতো দু’টিই। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো কোরবানির ঈদ। বছর ঘুরে ঈদ আসবেÑ এটাই স্বাভাবিক। তবে ঈদের আনন্দের সাগরে ভাসিয়ে একটি অর্থলোভী- স্বার্থন্বেষী গরু ব্যবসায়ীরা আমাদেরকে ঠকানোর ফঁন্দি করছে। এটাকি কেউ একবারও ভেবে দেখেছেন। বলবেন-কিভাবে? কোরবানির ঈদে ক্রেতাকে লোভনীয় করতে এখন থেকে গরুকে মোটা তাজা করণের জন্য উঠে পড়ে লেগেছে অর্থলোভী গরু কারবারীরা। বর্তমানে প্রতিযোগীতার সমাজে সবাই চায় কে কার চেয়ে বড় এবং সুন্দর গরু কিনে কুরবানি দিতে। আর এ সুযোগকেই কাজে লাগাতে চায় স্বার্থলোভী গরু কারবারী এবং এক শ্রেণির খামারীরা। গরুকে মোটা তাজা করণের জন্য ঈদের কম পক্ষে দেড় মাস আগে এক ধরনের বড়ি খাওয়ানো এবং ইনজেকশন পুষ করা হয়। এতে গরু সহজেই মোটা এবং তাজা সহ আকর্ষণীয় হয়ে থাকে। প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের মতে, গরু মোটা তাজা করার জন্য নির্ধারিত মেয়াদে একশ্রেণির সুবিধাভোগী কোন প্রকার পরামর্শ ছাড়া ঔষধ গরুকে খাওয়ানো হয়। আর মোটা তাজা করণ বড়ি খাওয়ানোর দেড় মাসের মাথায় গরুকে জবাই না করলে গরু অনায়াসেই মারা যাওয়ার সম্ভাবনা দেখাদেয়। মুলতঃ এক শ্রেণীর খামারীরা ঈদের দেড় থেকে দুই মাসের মধ্যে বড়ি খাওয়ানোর পর গরুগুলো অনাকাঙ্খিত মোটা হয়ে পড়ে আর ওই গরুগুলো ঈদে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। ডাক্তারদের অভিমত, অর্থের লোভে এক ধরনের বিষাক্ত বড়িতে গরু মোটা তাজা করা হয়। আর সুন্দর সুশ্রী গরু কিনে অবশ্যই ক্রেতারা শুধু প্রতারিত হচ্ছেন নাÑ পাশাপাশি এসব গরুর মাংস খেয়ে মানুষ ধীরে ধীরে নানা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিদ্ধমান । এর পরিণাম কি হতে পারে এখুনি বুঝে নিতে হবে। প্রিয় পাঠক। লোভের ফাঁদে পা দিবেন না। কোন কিছু সুন্দর হলেই যে, ভাল হবে তা কিন্তু নয়। আল্লাহর রাস্তায় দান করবেন বুঝে শুনে গরু কিনবেন। অন্যের সাথে জেদ ধরে আপনি ধোকা খাবেন না। দেশীয় সংস্কৃতিকে ভালোবাসুন। প্রকৃত কৃষকের গরু-ক্রয় করে নিজে বাঁচুন- অন্যকে বাচঁতে সহযোগিতা করুন। ধন্যবাদ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *