সিএনজি অটোরিক্সার ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণে বানিয়াচং আইন শৃংখলা কমিটি ক্ষুব্ধ

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা পরিষদের উপদেষ্টা সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান বলেছেন তৃনমুলে সার্বিক উন্নয়নে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে কাজ করলে জন সম্পৃক্ততা যেমন বাড়বে তেমনি কাজ হবে টেকসই। সাথে সাথে অপচয় ও অভার লেপিং রোধ করা সম্ভব। দেশের উন্নয়নে সঠিক তথ্য ও পরিসংখ্যানের স্বার্থে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র প্রতিষ্টা করে ডিজিটাল কার্যক্রম শুরু করা হয়েছে। এজন্যই স্থানীয় সরকার ে এরপর পৃষ্ঠা-২ (ইউ.পি) আইন ২০১০ কঠোরভাবে উন্নয়নে সংশ্লিষ্ট সকল বিভাগকে অবশ্যই মেনে চলতে হবে।  গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনীর উদ্দিনের পরিচালনায় উপজেলার সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, তানিয়া খানম, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, মাওলানা হাবিবুর রহমান, হাজী মুজিবুর রহমান, আবুল কাসেম, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন খন্দকার, রফিকুল ইসলাম পাশা, প্রকৌশলী বিপ্লব পাল, যুব কর্মকর্তা সারোয়ার সুলতান আহমেদ, পিআইও মেহেদী হাসান টিটু, ডিজিএম একেএম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ জালাল উদ্দিন প্রমুখ। সভায় বানিয়াচং উপজেলার সার্বিক উন্নয়নে ও প্রতিবন্ধকতা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সার্বিক উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ উন্নয়নে সংশ্লিষ্ট সকল বিভাগ, সংস্থা ও এনজিওকে মেনে চলার প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পূর্বাহ্নে সকাল সাড়ে ১০টায় উপজেলা আইন শৃংখলা কমিটি সভায় সভাপতিত্ব করেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম। বক্তৃতা করেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, চেয়ারম্যান মিজানুর রহমান খান, মোহাম্মদ আলী মমিন, হাবিবুর রহমান, নূরুল ইসলাম, মনজু দাস, হাজী মুজিবুর রহমান, আনোয়ার হোসেন, আবুল কাসেম, এহিয়া চৌধুরী, জালাল উদ্দিন খন্দকার, রফিকুল ইসলাম পাশা, মাওলানা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, গোলাম কিবরিয়া লিলু, সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা। বক্তাগণ হবিগঞ্জ বানিয়াচং সড়ক, সুজাতপুর সড়ক, আলীগঞ্জ বাজার ও খাগাউড়ায় চলাচলরত সিএনজি অটো রিকসার অসদারচরণ, অনাচার, অত্যাচারের বিরুদ্ধে গণ মানুষের চরম ক্ষোভের বিষয়ে সভাকে অবহিত করেন এবং তারা যদেচ্ছা ভাড়া আদায় করেন। সভায় এমপি এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান সিএনজি চালক, মালিক ও সমিতির নেতৃবৃন্দের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন আজ থেকে কোন সিএনজি ৩০ টাকার উর্দ্ধে ভাড়া আদায় করে বা কারো সাথে অসদাচরণ করে তা হলে অনাকাঙ্খিত ঘটনার দায় সিএনজির তথাকথিত সমিতিকে বহন করতে হবে এবং এ বিষয়ে প্রতিনিয়ত নজরদারী ও আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য ওসিকে নির্দেশ দেন। সভায় আইন শৃংখলা উন্নয়নের স্বার্থে জন প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন ওসি মোঃ লিয়াকত আলী। এক পর্যায়ে চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ এর ৯২ ধারা পাঠ করে শোনান। পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য (ক) এই আইনে বর্ণিত কোন অপরাধ সংগঠনের চেষ্টা বা অপরাধ সংগঠনের খবর সম্পর্কে অনতিবিলম্বে পরিষদের চেয়ারম্যান বা সচিব বা অন্য কোন কর্মকর্তাকে অবহিত করা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *