উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী-পুরুষ সততার সাথে কাজ করতে হবে.

আইয়ূব খাঁন, মাধবপুর ॥ মাধবপুরে নারীর সামগ্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছাঃ আবিদা খাতুনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারি সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক উপ সচিব দিলিপ কুমার বনিক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, জেলা নারি উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মিসেস হেনা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, জেলা নারী উন্নয়ন ফোরামের সহ সভাপতি জাহানারা বেগম শেলি, মহিলা কাউন্সিলর ইসরাত জাহান ডলি,  ইউপি সদস্য সেলিনা আক্তার, শিক্ষার্থী সানজিদা আলম স্বর্ণা, জান্নাত আক্তার নুপুর প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী বলেছেন মহান মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি যুদ্ধ করেছেন। কেউ শহীদ হয়েছেন । সাবজনিন নারী শিক্ষায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য আমাদের দেশে ২০১৩ সালে অর্জন হয়েছে। কোথাও নারীরা বৈষম্য অথবা ইভটিজিংয়ের শিকার হলে প্রশাসন এ গুলো কঠোর হস্তে দমন করবে। আজকাল নারীরা নিজ নিজ কর্ম ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। পোশাক শিল্পে বহু নারী শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে জাতীয় উন্নয়নে ভুমিকা রাখছে। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের উন্নয়ন কর্মকান্ডে সমতার ভিত্তিতে তাদের অংশ গ্রহন নিশ্চিত করা হবে। তিনি বলেন কিছু ইউনিয়নের জনপ্রতিনিধি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও দুস্তদের টাকা আত্মসাত ও উন্নয়ন কর্মকান্ডে দূর্নীতি করে যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করতে হবে। কারন সৎ ও দূর্নীতিবাজ এক সাথে চলতে পারে না। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত রাস্ট্র প্রতিষ্ঠায় নারী পুরুষক নির্বিশেষে সবাইকে সততার সঙ্গে এক সঙ্গে কাজ করতে হবে।   দেশে অনেক চ্যালেঞ্জিং পেশায় নারী অংশ গ্রহন  করেছেন। এ সরকার নারীদের অগ্রাধিকার দিচ্ছে। দেশের অর্ধেক নারী ঘরে বসিয়ে কোন দেশ অগ্রসর হতে পারে না। নারীর ক্ষমতা সিমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিযোগীতার মাধ্যমে নারীদের এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি এমপি কেয়া চৌধুরী বলেন, নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের উক্তি “ নিজের মুক্তি চাহিওনা সকলের মুক্তির মধ্যে স্বাদ রহিয়াছে ” এই উক্তি টেনে বলেন শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। তবে নারী উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। আজকাল নারীরা ঘরে বাইরে অনেক দূভোগ পোহাচ্ছে । নারীর সচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা। নারীর সচেনতা ও ক্ষমতা বৃদ্ধির জন্য জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। এক জাতীয় দৈনিকের বরাত দিয়ে বলেন আমাদের দেশের শতকরা ৮৭ ভাগ নারী গৃহে স্বামি দ্বারা সুক্ষ ভাবে নির্যাতনের শিকার হন। নির্যাতন বন্ধ করতে হবে। সভা সেমিনারে অনেকেই নারীর প্রতি শ্রদ্ধার কথা বলেন। কিন্তু কাজ করেন উল্টো। সম্প্রতি নবীগঞ্জে অঞ্জনা সরকার নামে এক নারীকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। কিন্তু কেউ এর প্রতিবাদ করেনি। নারী নেত্রীদের এ সব সহিংসতার প্রতিবাদ করতে হবে। অনেক সময় দেখা যায় ছাত্রীরা কলেজে স্কুলে যেতে গাড়ী পান না। ছাত্রীদের কাছ থেকে ভাড়া কম পান এই অজুহাতে ছাত্রীদের গাড়ীতে উঠানো হয় না। ছাত্রীরা যাতে নিরাপদে স্কুল কলেজে যেতে পারে সে দিকে সবার নজর দিতে হবে। হবিগঞ্জে নারীর আত্মহত্যার প্রবনতা উদ্বোগ জনক হারে বেড়ে গেছে। কিন্তু আত্মহত্যার কারন উদঘাটন করা হচ্ছে না। এ সংক্রান্ত কোনো তথ্যও পুলিশের হাতে নেই।  এই আত্মহত্যার প্রবনতা কমিয়ে আনতে হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *