শ্রীকুটার আলোচিত শালিসের গন্তব্য কোন পথে?

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে শ্রীকুটা গ্রামের প্রেমিক রায়হানকে হত্যার চেষ্টা অতঃপর শালিস বৈঠকে প্রেমিকার বাবাকে ৫ লক্ষ টাকা জরিমানা- ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় শালিস বৈঠকে প্রাথমিক অবস্থায় উত্তেজনা প্রসমিত হলেও প্রেমিকার হাজী দুলালকে অভিযুক্ত শালিস বৈঠকে রায় দেওয়া ৫ লক্ষ টাকা জরিমানা আদায় নিয়ে চলছে পক্ষে-বিপক্ষের উত্তেজনা। এ সুযোগে ওই এলাকার একটি  মধ্যস্বভোগী চক্র । নিজেদের পায়দা হাসিলের মরিয়া হয়ে উঠেছে। শালিস বৈঠকের দু,চার জন মাতব্বরের ইশারা ইঙ্গিতে কলকাঠি নারানো হচ্ছে। ফলে এই ঘটনাটি সুষ্ঠ সমাধানতো দুরে কথা আরও ,মারমুখি অবস্থায় দাবিত হচ্ছে। আর এ সুযোগে হাজী দুলাল মিয়া জরিমানার ৫ লক্ষ টাকা ও তার মেয়ে রিতুকে প্রেমিক রায়হানের কাছে বিয়ে দিতে নানা টাল-বাহানা শুরু করেছেন। অন্য দিকে প্রেমিকার বাবা হাজী দুলালসহ সাঙ্গ-পাঙ্গদের হাতে গুরুতর আহত বৃন্দাবন সরকারী কলেজের মেধাবী ছাত্র ও তরুন লেখক এখনও হাসপাতালে চিকিৎকাধীন রয়েছে। এলাকাবাসী জানান, চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী  দুলাল মিয়ার মেয়ে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তার এর সাথে একই গ্রামের মৃত: হাজী আব্দুল হান্নানের ছেলে বৃন্দাবন সরকারি কলেজের বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রায়হান মিয়া (২১) এর দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্র্ক  গড়ে উঠে। তারা দুইজনের প্রেম নিবেদন চলার এক পর্যায়ে ঋতুর পিতাসহ অভিভাবকরা রায়হানের বিরুদ্ধে ফুসে উঠে। এরই জের ধরে গত ঈদুল ফিতরের দিন রাত (২৮শে জুলাই ২০১৪) রাত ৩টার দিকে হাজী দুলাল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে তার মেয়ে ঋতুকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে রায়হানকে তার বাড়ীতে নেয়। বাড়ীতে নিয়ে রায়হানের হাত পা বেধে রড ও হকিস্টিক দিয়ে সারাশরীরে বেদরক পিঠিয়ে রায়হানের শরীর তেতলে দেয়। এ ব্যাপারে রায়হানের মা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে আলহাজ্ব গাজীউর রহমান গাজীসহ কয়েকজন মুরুব্বীয়ানের মধ্যস্থতায় গত শুক্রবার ১৫ই আগস্ট সকাল ১০টায় শ্রীকুটা কেরাতিয়া মাদ্রাসা মাঠে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টার। উক্ত সালিশ বৈঠকে মরুব্বীয়ানদের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ৭নং উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমদ, এডভোকেট মোঃ কুতুব উদ্দিন, এডভোকেট মোঃ মিজানুর রহমান, সাবেক বিআরডিভি চেয়ারম্যান নূরুল ইসলাম ফটিক, বীর মুক্তিযোদ্ধা আফরোজ আহমেদ, আব্দুল আহাদ চৌধুরী লিটন, প্রফেসর মোঃ হাবিবুর রহমান, আলহাজ্ব আজগর আলী মেম্বার, মোঃ কেরামত আলী মেম্বার, মোঃ শফিক মিয়া মেম্বার, হাজী মোঃ টুকু মিয়া, হাজী মনর আলী, মোঃ কাজল মিয়া ও সাংবাদিক এস.এম. সুলতান খানসহ শ্রীকুটা, বালিয়ারী, নরপতি, গোগাউড়া, কেউন্দা, চাঁনভাঙ্গা গ্রামের শত শত মুরুব্বীয়ান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে হাজী দুলাল তার মেয়ের প্রেমিক রায়হানকে পিঠানোর অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা ও তার মেয়ে ঋতুকে রায়হানের কাছে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে রায়হান সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *