৩শ’ ৭৩ হাওর এলাকার ভাগ্য বদলে ২৮ হাজার কোটি টাকার প্রকল্প..

হবিগঞ্জ প্রতিনিধি ॥ এবার হাওরাঞ্চলের উন্নয়নে প্রায় ২৮ হাজার কোটি টাকার ২০ বছর মেয়াদি ‘উন্নয়ন মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। দেশের ৭টি হাওর অধ্যুষিত জেলার মধ্যে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ অন্যতম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সরকারসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা অফুরন্ত প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ভান্ডার এই হাওরাঞ্চলের উন্নয়নে নজর দিয়েছে। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশাল হাওরাঞ্চলের উন্নয়নে এবার ‘মহাপরিকল্পনা’ হাতে নিয়েছে। এই ৭টি জেলার মোট আয়তন ১৯ লাখ ৯৯ হাজার ৮০০ হেক্টর। আর ৭টি জেলায় বিদ্যমান হাওরের আয়তন ৮ লাখ ৫৮ হাজার ৪৬০ হেক্টর। অর্থাৎ এই ৭টি জেলার প্রায় অর্ধেক এলাকাই হাওর এবং ৭টি জেলায় ছোট-বড় মোট ৩৭৩টি হাওর রয়েছে। এসব হাওরাঞ্চল শত শত বছর ধরে যোগাযোগ অবকাঠামো, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসাসহ নানা দিক থেকে পশ্চাৎপদ। অথচ এই হারাঞ্চলের উৎপাদিত বোরো ফসলই নিজ এলাকার খাদ্য চাহিদা মিটিয়ে সারাদেশের খাদ্য নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা রেখে থাকে। এই হাওরাঞ্চলের মৎস্য সম্পদও কেবল এলাকার চাহিদাই নয়, দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বেও রপ্তানি হচ্ছে। এই হাওরাঞ্চলই জলজ প্রাণবৈচিত্র, অতিথি পাখিসহ নানা জীববৈচিত্রের অপূর্ব লীলাভূমি। অথচ অতীতে এই হাওরাঞ্চলের উন্নয়নে সরকারের তেমন নজর ছিল না। এখনও হাওরের অধিকাংশ মানুষ খোলা এবং ঝুলন্ত পায়খানা ব্যবহার করছে। সুপেয় পানির এখনও তেমন সংস্থান নেই। শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য খাতে অবহেলা তো আছেই। আর আছে প্রতিবছরের বর্ষায় ভাঙনের সমস্যা। এতদিন কেবল এলাকার
জনপ্রতিনিধিরা কিছু চেষ্টা তদবির করে হাওরবাসীর যৎসামান্য উন্নয়নের কাজ করতেন। হাওরের পশ্চাৎপদতা এত গভীর এবং বিশাল, এর উন্নয়ন চাহিদাও এত গভীর এবং বিশাল, সামান্য কিছু উন্নয়নকাজ কখনোই তেমন দৃশ্যমান করা যেত না। এই হাওরাঞ্চলের উন্নয়ন মহাপরিকল্পনার রোডম্যাপ তুলে ধরার জন্য পপি, অক্সফাম এবং অস্ট্রেলিয়ান এইডের উদ্যোগে বৃহস্পতিবার একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে উন্নয়ন মহাপরিকল্পনার ধারণা সংবলিত ‘হাওর উন্নয়ন মহাপরিকল্পনা ঃ হাওরের আলোকবর্তিকা’ শিরোনামে একটি পুস্তিকার মোড়কও উন্মোচন করা হয়। কিশোরগঞ্জ শহরের পপি কার্যালয়ে আয়োজিত কর্মশালায় পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ। পুস্তিকার ওপর আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, পপির পরিচালক জাহাঙ্গীর আলম, অক্সফামের প্রোগ্রাম অফিসার তাপস রঞ্জন চক্রবর্তী, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, এলজিইডি কর্মকর্তা আনোয়ারুল বারী, মিঠামইন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মীনা খাতুন ময়না, নিকলীর মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, পপির সহকারী পরিচালক মিজানুর রহমান, প্রিন্স রফিক খান, আলম সারোয়ার টিটু, মো. মুসা, ইউপি চেয়ারম্যান হানিফ ইসলাম প্রমুখ। উন্নয়ন মহাপরিকল্পনা সম্পর্কে ধারণাপত্রে ২০১২-১৩ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৫ বছরের স্বল্পমেয়াদি, ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দ্বিতীয় ৫ বছরের মধ্যমেয়াদি এবং ২০২২-২৩ অর্থবছর থেকে ২০৩১-৩২ অর্থবছর পর্যন্ত ১০ বছরের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিন্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। অর্থাৎ পুরো ‘উন্নয়ন মহাপরিকল্পনা’ বাস্তবায়নে আগামী ২০ বছরের কার্যক্রম তুলে ধরা হয়েছে। এর জন্য ১৭টি উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে পরিবহন ও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, বিদ্যুৎ ও শক্তি, বন, খনিজ সম্পদ, কৃষি, পানি সম্পদ, জীববৈচিত্র ও জলাভূমি ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, পশু সম্পদ, শিল্প, মুক্তা চাষ, বসতি ও আবাসন, সামাজিক সুবিধাদি এবং পর্যটন। ২০ বছর মেয়াদি এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ২৮ হাজার ৪৩ কোটি, ৫ লাখ টাকা প্রাক্কলিত বরাদ্দ ধরা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *