Daily Archives: February 11, 2015

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

স্টাফ রিপোর্টার :হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করেছে। গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার  মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৩ জন ও নিয়মিত মামলার ২ আসামি রয়েছে।

পাহাড়ি টিলা ধ্বসে ২ জনের মৃত্যু

বাহুবল প্রতিনিধি : বাহুবলে মাটি কাটার সময় পাহাড়ি টিলা ধসে দুইজনের প্রাণহানী হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগান সংলগ্ন গোলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন বাগানের নিকটবর্তী পাহাড়ি টিলার নিচের সাদা মাটি সংগ্রহ করে স্থানীয় লোকজন কাঁচা ঘরের দেয়াল ও ফ্লোর রং করে থাকেন। উক্ত সাদা মাটি সংগ্রহণের লক্ষ্যে গতকাল সোমবার সকালে স্থানীয় গোলগাঁও গ্রামের শহীদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (১৫) ও একই গ্রামের সুন্দর মিয়ার পুত্র গনি মিয়া (৪৫) একটি পাহাড়ি টিলার নিচে মাটি কেটে সাদা মাটি সংগ্রহ করতে শুরু করে। এ অবস্থায় টিলা ধসে তাদের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় গনি ...

সভাপতি ও সম্পাদক পদত্যাগ করেও স্বপদে বহাল

স্টাফ রিপোটার : চুনারুঘাটের ছাত্রলীগের নের্তৃত্বে চলছে চরম ক্ষোভ ও হতাশা। এক যুগের বেশি পার হলেও নের্তৃত্বে নেই কোন পরিবর্তন। ফলে ছাত্রলীগের নতুন মুখ দেখা যাচ্ছে না। বছরের পর বছর কর্মী হিসেবে কাজ করে এখন অনেকই হতাশ। আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগীগের নেতা কোন পদক্ষেপ নিচ্ছে না। সভাপতি-সম্পাদক পদত্যাগ করলেও স্বপদে বহাল রয়েছেন। কিন্তু অদ্যাবধিও অবৈধভাবে ছাত্রলীগের নেতৃত্ব নিয়ন্ত্রন করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়। অবৈধভাবে এই নিয়ন্ত্রনের চেষ্টায় ক্ষুদ্ধ হয়ে উঠেছেন চুনারুঘাট উপজেলা, পৌর, কলেজ, আঞ্চলিক ও ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা। এর ক্ষোভেই গত শনিবার চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরি ইউনিয়ন শাখার ছাত্রলীগের কাউন্সিলকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে চুনারুঘাট ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে। জানা যায়, গত বছর চুনারুঘাট উপজেলা যুবলীগের   সাধারন ...

চুনারুঘাটে মাকে দেখতে এসে ছেলে শ্রী-ঘরে

স্টাফ রিপোটার : চুনারুঘাটে বৃদ্ধা মাকে দেখতে এসে ভাইদের ষড়যন্ত্রে ছেলে শ্রীঘরে, অতঃপর মুক্ত। স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামের মৃত হাজী আব্দুস ছামাদের পুত্র মোঃ তৌফিক মিয়া তার সহোদর তিন ভাইদের কাছুম আলী, সফিক মিয়া ও রফিক মিয়া তৌফিক মিয়ার পৈত্রিক সম্পত্তি তারা তিন ভাই গ্রাস করার জন্য সম্প্রতি তাদের নামে দলিল করে নিয়ে যায়। এর পর থেকে তারা চালায় তৌফিক মিয়ার উপর বিভিন্ন ভাবে নির্যাতন। নির্যাতন থেকে রেহাই পেতে তৌফিক দীর্ঘ ৪ বৎসর যাবত হবিগঞ্জে তার শশুরালয়ে অবস্থান করছে। গত শনিবার বিকালে তার অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসার পর তার দু’ভাই তাকে আটক করে থানায় সৌপর্দ করে। ভাইদের অভিযোগ তৌফিক মিয়া তাদেরকে মারফিট করার জন্য বাড়িতে গিয়েছিল। ...

১৫ ওয়ারেন্ট সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

আব্দুল হাই প্রিন্স:চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের মৃতঃ লাল মিয়ার ছেলে ১৫টি ওয়ারেন্ট মামলার পলাতক আসামী মোতাব্বির মিয়া (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খবির উদ্দিনের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জি.আর/সি.আর ১৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। অন্যদিকে পুলিশ একই রাতে উপজেলা মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামে অভিযান চালিয়ে  মৃত আব্দুল লতিফের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গনি মিয়া(৪৫)কে  গ্রেফতার করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।