Daily Archives: February 5, 2015

নবীগঞ্জে টি-১৬ ক্রিকেট’র ফাইনাল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জের উমরপুর যুবসংঘের আয়োজনে উমরপুর মাঠে বুধবার বিকালে টি-১৬ ক্রিকেটের ফাইনালে সৈয়দপুর সুপার কিং জালালপুর এলিভেন স্টারকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন, সৈয়দপুর সুপার কিংয়ের জুবেল। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন, জালালপুর এলাভেন স্টারের রুবেল। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, সিরাজুল ইসলাম, লন্ডন প্রবাসী হাছন আলী, ইউপি মেম্বার সাইদুর রহমান, সৈয়দ দিপলু, লিমন আহমেদ, জুনাইদ আলী প্রমূখ। খেলা শেষে আয়োজক বৃন্দ প্রধান অতিথি আলমগীর চৌধুরীর হাতে ক্রেষ্ট তুলে দেন।

সিলেটে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট প্রতিনিধি:সিলেটে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি মোটরসাইকেল থেকে ওই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এতে আগুন ধরে গেলে চালক ও চালকের সহকারী দ্রুত ট্রাক থেকে বেরিয়ে ‍আসেন। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বানিয়াচঙ্গে ফায়ার সার্ভিসে ককটেল নিক্ষেপ

বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী লাগাতার হরতালের ৪র্থ দিনে বুধবার জেলার বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা ফটকা ফুটিয়ে জনমনে আতংক সৃষ্টির চেষ্টা চালায়। বুধবার রাত ৮টার দিকে নবনির্মিত বানিয়াচং ফায়ার স্টেশনে একদল দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ফায়ার স্টেশনের রান্না ঘর লক্ষ্য করে ১টি ককটেল নিক্ষেপ করে। এ সময় ফায়ার স্টেশনের ভেতরে থাকা কর্মীসহ আশপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে। ফায়ার স্টেশনের বাবুর্চি ফয়জুর রহমান জানান, ফায়ার স্টেশনের পাশের ৩নং ইউনিয়ন পরিষদের পেছন দিক থেকে দুর্বৃত্তরা ককটেলটি ছুড়ে মারে। ঘটনাটির খবর পেয়ে বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী ও ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। এদিকে, দেশব্যাপী ২য় দফা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে বুধবার রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কামড়াপুর ...

শেষদিনের হরতাল শুরু

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচির শেষদিনের হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে ঘোষিত হরতালের এ কর্মসূচি। এরআগে গত ১ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট। এরপর মঙ্গলবার দুপুরে ৭২ ঘণ্টার হরতালের সময় বাড়িয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এছাড়া গত ৫ জানুয়ারি থেকে চলছে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি।

হবিগঞ্জে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত মামলার ৯ আসামি রয়েছে।