বানিয়াচঙ্গে ফায়ার সার্ভিসে ককটেল নিক্ষেপ

বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী লাগাতার হরতালের ৪র্থ দিনে বুধবার জেলার বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা ফটকা ফুটিয়ে জনমনে আতংক সৃষ্টির চেষ্টা চালায়।

বুধবার রাত ৮টার দিকে নবনির্মিত বানিয়াচং ফায়ার স্টেশনে একদল দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ফায়ার স্টেশনের রান্না ঘর লক্ষ্য করে ১টি ককটেল নিক্ষেপ করে। এ সময় ফায়ার স্টেশনের ভেতরে থাকা কর্মীসহ আশপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে।

ফায়ার স্টেশনের বাবুর্চি ফয়জুর রহমান জানান, ফায়ার স্টেশনের পাশের ৩নং ইউনিয়ন পরিষদের পেছন দিক থেকে দুর্বৃত্তরা ককটেলটি ছুড়ে মারে।

ঘটনাটির খবর পেয়ে বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী ও ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।

এদিকে, দেশব্যাপী ২য় দফা ৭২ ঘন্টা হরতালের ১ম দিনে বুধবার রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রিজের কাছে হরতাল সর্মথকরা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় আশপাশের এলাকায় জনগণ আতংকিত হয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *