Daily Archives: February 13, 2015

চুনারুঘাটে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে । শুক্রবার বাদ আছর চুনারুঘাট মধ্যবাজারে এ ব্যতিক্রমধর্মী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এ তে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ডাঃ কামাল উদ্দিন,মাওঃ আবু তৈয়ব, মাওঃ শিহাব উদ্দিন, মুক্তার হোসেন ও ইনজিনিয়ার হুমায়ুন আহমেদ প্রমুখ। বক্তারা দুই নেত্রীর প্রতি সংলাপে বসার আহ্বান জানান।

হবিগঞ্জে বসন্তবরণ ও ঘুড়ি উৎসব

 মোঃ শিফন খান :হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এর ২০০৬ ব্যাচ দ্বারা পরিচালিত মানবসেবামূলক সংস্থা “দুই শূন্য শূন্য ছয় পরিবার” কর্তৃক বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ই ফেব্র“য়ারী) দিনব্যাপী সরকারী স্টাফ কোয়ার্টার মাঠে বসন্ত বরণ, ঘুড়ি ও পিঠা উৎসবের সমাপনীতে বিকালে নীল আকাশের স্বপ্ন ছোড়ে, আনব ফাল্গুন নাটাই ধরে…… শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌধুরী নিহাদ ইশতিয়াক। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ, সরকারী বৃন্দাবন কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গাফফার। বন্ধুত্বে আর মানবতায় “দুই শূন্য শূন্য ছয় পরিবার” আয়োজিত ও খয়রুল আলম শুভ পরিচালনায় সভায় বক্তৃতা ...

আজ-কাল হরতাল নেই, অবরোধ আছে

টানা হরতালের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবারকে হরতালের আওতামুক্ত রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবশ্য হরতাল না থাকলেও বিরোধী জোটের টানা অবরোধ কর্মসূচি আছে এবং চলছেই। তবে শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে ফের হরতাল সহ ‍আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে তারা। এ পরিস্থিতিতে টানা হরতালের পর হরতালমুক্ত একটি দিন পাওয়ার স্বস্তির সঙ্গে রোববার থেকে নতুন করে হরতাল শুরুর শঙ্কার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিনকে স্বাগত জানাচ্ছে দেশবাসী। পূর্ব ঘোষিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। এর মাঝে মাঝে দেয়া হয় হরতালের কর্মসূচি। তবে গত দুই সপ্তাহে সরকারি ছুটির দিন ছাড়া সব কার্যদিবসেই হরতাল ...

শ্রীমঙ্গলে নৈশ প্রহরী খুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়ার ময়দার মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নৈশ প্রহরীকে খুন করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। শহরের শ্যামলী আবাসিক এলাকায় শুক্রবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরী হারুন মিয়া শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের নোয়াবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাতে শহরের শ্যামলী আবাসিক এলাকায় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়ার মালিকানাধীন জালালাবাদ ফ্লাওয়ার মিল ও মহসীন টি এন্ড হোল্ডিং কোম্পানী লিমিটেডে ডাকাতরা হানা দেয়। এ সময় তারা অফিসের বারান্দায় ঘুমন্ত নৈশ প্রহরী হারুন মিয়াকে হাত পা ও বেঁধে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুইটি স্টিলের আলমারি ভেঙ্গে নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা ...

দিরাইয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত জীবু রায়(৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় লক্ষণ রায়(৪০) ও কামেশ রায়(৫০) কে আটক করেছে পুলিশ। নিহতের জীবু রায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী গ্রামের বাসিন্দা জীবন রায়ের ছেলে। শুক্রবার সকাল ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জীবু রায়ের তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় পানির পাম্পের পার্স কিনতে গিয়ে দর কসাকষি নিয়ে ব্যবসায়ী লক্ষন রায়ের সাথে ক্রেতা জীবু রায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এঘটনাটি এলাকার লোকজন তাৎক্ষনিক ভাবে সমাধান করে দিলেও আধাঘন্টা পর দুইপক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় জীবু রায় গুরুতর আহত হলে তাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি ...

কাল বিশ্ব ভালবাসা দিবস

আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারী)  বিশ্ব ভালবাসা দিবস বা ভেলেন্টাইনস্ ডে। হৃদয়ের ফুল ফুটাতে গহীন অরণ্যে হারিয়ে যাবে অনেক তরণ-তরুণী। ফুটবে তাদের ভালবাসার কাঙ্খিত ফুল। বেজে উঠবে হৃদয়ে কবিতার সুর। ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ সেই অপেক্ষার নিরসন হবে আজ। এর পর থেকে শুরু হবে আবারো হয়ত ব্যাকুলতা। এভাবেই ঘুরে ঘুরে আসবে ১৪ ফেব্রুয়ারি। কালকের বিশ্বভাসা দিবস উপলক্ষে দেশের সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী, তরুণ-তরুণী অনেক মূল্যবান অনুভূতি ব্যক্ত করেছেন। তাদের নানা মন্তব্যে প্রকাশ পেয়েছে ভালাবাসার গভীরতা, আকাঙ্খা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, নোংরামী, বেলেল্লাপনা এবং কথিত ভালবাসা দিবসের প্রতি চরম অনিহা। তাদের মতামতের বিশ্লেষণের আগে বিশ্বভালবাসা দিবসের পটভূমি একটু আলোচনার দাবী রাখে। অনেকই এই দিবসের তাৎপর্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। বিশেষ করে সাধারণ মানুষের মাঝে এর কোন আদৌ ...

নবীগঞ্জে প্রবাসির বাড়িতে হামলা ভাংচুর

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামে লন্ডন প্রবাসির বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ব্যবহৃত গাড়ি, বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের কাজল মিয়া সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেন। তার জমির উপর কুনজর পড়ে প্রতিবেশী চনু মিয়া, কবির মিয়াসহ তার লোকজনের। বাড়িঘর দখল করতে না পেরে গতকাল ওই সময় উল্লেখিতরাসহ ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে সীমানার দেয়াল ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। এসময় তার পাসপোর্ট, বিদেশী পাউন্ড, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। বাঁধা দিলে কাজল মিয়া (৪০), মাসুম মিয়া (৩০) ও বিলাল মিয়া (৩৫) কে পিঠিয়ে আহত করে। ...