Daily Archives: February 24, 2015

আখি শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : গত ১৮ ফেব্র“য়ারী চাটপাড়া আইডিয়াল একাডেমীতে আখি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ৬জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন আখি শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম, চাটপাড়া আইডিয়াল একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি কাজী হারুন মিয়া, দাতা সদস্য আছাদুজ্জামান আসাদ, সৈয়দ মোতাব্বির আলী, ফরহাদ বখত, যোসেফ, ইউপি মেম্বার কামাল মিয়া, সোহেল মিয়া, তুহিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উক্ত এলাকার দানশীল ব্যক্তিত্ব কাদির মিয়ার মেয়ের নামানুসারে আরেকটি  শিক্ষা ট্রাস্ট করার ঘোষণা দেয়া হয়।

বাহুবলে একটি ব্রীজ বদলে দিতে পারে কালিগজিয়া আধিবাসীদের প্রাণ

আজিজুল হক সানু, বাহুবল :বাহুবলে ভেঙ্গে যাওয়া ব্রীজ মেরামতের উদ্যোগ নিতে এখনো খবর পাওয়া যায়নি। সংখ্যালঘু পরিবারের পক্ষে যোগাযোগস্থল ব্রীজ মেরামতের সামর্থ না থাকায় এভাবেই পড়ে আছে দীর্ঘদিন ধরে। ছড়ায় পানি আসলে তাদের চলার মত কোন সাধ্য হবে না। মাঝে মধ্যে ছড়ায় আসলে ছেলেদের পাশাপাশি মেয়েরা কাপড় ভিজে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছে। ঘর থেকে বের হয়েই ভাঙ্গা নমুনা চোখে পড়তে হয়েছে। কোমলমতি শিশুরা প্রাইমারী বিদ্যালয়ে আসা যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে। জানা যায়,  বাহুবলের গভীর অরেণ্য কালিগজিয়া নামে গ্রামটি অবস্থিত। এখানে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ত্রিপুরা আধিবাসীরদর জীবনযাত্রা চলছে। মাথার ঘাম পায়ে পেলে সরকারী সম্পদ রক্ষনশীল হলেও তার ন্যায্য মুল্য সহ নানাবিদ সমস্যায় ভোগতে হয়েছে। অবশ্য, কালিগজিয়া ৫শতাধিক ত্রিপুরা আধিবাসী ...

ঘরগাঁও ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ ২য় দিন

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার সদর নরপতি ইউনিয়নের ঘরগাও গ্রামে ২দিন ব্যাপী তফছিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। দেশ বরেন্য খ্যাতিমান তফছিরবিদ মাওলানা জুনাইদ আল হাবিব ও মুফতি বশীর আহমেদ সহ সুনামধন্য ওলামায়ে কেরামগন্য তফছির পেশ করবেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডাঃ মুসলিম উদ্দিন। তিনি সকল ধর্ম অনুরাগীদেরকে  অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছেন।

বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ (নতুনব্রীজ) হবিগঞ্জ-এর ২২তম বার্ষিক মাহফিল আগামী ২৬ ফেব্র“য়ারী ২০১৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, শাইখুল হাদীস ওয়াত তাফসীর আল্লামা হাফেজ তাফাজ্জুল হক দামাত বারকাতুহু. শায়খে হবিগঞ্জী। উপস্থিত থেকে ওয়ায ও নসীহত পেশ করবেন, শায়েখ আব্দুল্লাহ মুহাম্মদ সালিম বারজা, প্রফেসর, ইসলামিক ইউনিভার্সিটি, কুয়েত। আল্লামা মুহিউল ইসলাম বুরহান, মুহতামিম রেঙ্গা  মাদরাসা সিলেট, মুফতি জুনাঈদ আহমদ ব্রাডফোর্ড, লন্ডন। মাওলানা জুনাইদ আল হাবীব ঢাকা, মাওলানা জুবাইর আহমদ আনসারী, বি.বাড়িয়া, মাওলানা তাহমীদুল মাওলা, মুহাদ্দিস জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা। উক্ত মাহফিলের কামিয়াবী ও সফলতার জন্য সকলের দোয়া ও উপস্থিতি কামনা করছেন, মাদরাসার মুহতামিম মাও. সৈয়দ তানভীর সিফাতুল্লাহ।

পশ্চিম পীরেরগাও জামতলী জামে মসজিদ কমিটির উদ্যোগে সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত

আলহাজ্ব এম এ আউয়াল : চুনারুঘাট পশ্চিম পীরের গাও জামতলী মসজিদ কমিটির উদ্যোগে গত সোমবার বাদ আছর হইতে রাত ১ ঘটিকা পর্যন্ত মসজিদ সংলগ্ন ময়দানে ৯ম বার্ষিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ওমর আলী ও জনাব মোঃ আব্দুস ছালামের  সভাপতিত্বে ও হাফেজ কারী বেলাল আহমদের পরিচালানায় প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন হযরতুল আল্লামা সাইফুল ইসলাম হেলালী চাদপুর। প্রধান বক্তা হযরতুল আল্লামা    মোশাররফ হোসেন হেলালী ভৈরব।ওয়াজ ফরমাইবেন হযরতুল আল্লামা এ কে আফছার আহম্মেদ কাউছারী হাজী আলীম  উল্লাহ আলীয়া মাদ্রাসা চুনারুঘাট। হযরত মাওলানা রফিকুল ইসলাম জাফরী দ্বিগাম্বর ছিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা বাহুবল। হযরত মাওলানা মোবারকশাহ্ আলকাদেরী সিলেট। হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান ঘরগাও জামে মসজিদ। উক্ত সম্মেলনে জিকিরের সহিত যোগদান করার ...

চাটপাড়া আইডিয়াল একাডেমীর নতুন ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাটপাড়া আইডিয়াল একাডেমীর নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গত ১৯ ফেব্র“য়ারী চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের আনুষ্ঠানিক ভাবে এ ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখি শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম, চাটপাড়া আইডিয়াল একাডেমীর   ম্যানেজিং কমিটির সভাপতি কাজী হারুন মিয়া, দাতা সদস্য আসাদুজ্জামান আসাদ, সৈয়দ মোতাব্বির আলী, ফরহাদ বখত, যোসেফ, ইউপি মেম্বার কামাল মিয়া, সোহেল মিয়া, তুহিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ে আরেকটি ভবন নির্মাণ ও পাঁচ জোড়া বেঞ্চ প্রদানের জন্য উপজেলা চেয়ারম্যান ঘোষণা দেন।

চ্নুারুঘাটে একুশে ফেব্র“য়ারি উপলক্ষে ধামালি’র সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শিফন খান॥  চুনারুঘাটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ধামালি’র পরিবেশনার অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে ফেব্র“য়ারী মহান ভাষা দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই ধামালি’র শিল্পীরা আমার ভাইয়ে রক্তের রাঙ্গানো গানটি গেয়ে চমৎকার পরিবেশ সৃষ্টি করেন। হাসান ও মিলি’র সুন্দর উপস্থাপনায় এরপরেই অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন ধামালি’র প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, পদক্ষেপ গণ-পাঠাগারের সভাপতি মাজহারুল ইসলাম এবং ধামালি’র সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ। আবৃত্তি অনুষ্ঠানের পরেই ধামালির শিল্পীরা আবার মঞ্চে উঠেন। একে একে তারা চারটি কোরাস গান ‘ওরা আমার মুখে ভাষা কাইড়া নিতে চায়’, ‘ধন ধানে পুষ্পে ভরা’, ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’, ‘রক্ত শিমুল তপ্ত ...

চুনারুঘাটে আন্ত জেলার কুখ্যাত ২ ডাকাত সদস্য ও সিএনজি চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানা পুলিশ বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মইন গ্রামের শিরু মিয়া (২৮) ও একই উপজেলা সতিয়ারা গ্রামের ওয়াব (২৫) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, আধুনিক প্রযোক্তির মোবাইলের কল লিষ্টের মাধ্যমে তাদের ২ জনকে গ্রেফতার করে। গত ২৬ নভেম্বর শায়েস্তাগঞ্জ সুতাং থেকে ড্রাইভার সুয়েলকে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিহত সুয়েল মিয়া উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামের আফরোজ মিয়ার ছেলে।

চুনারুঘাটে গরু চুরি করতে গিয়ে জনতার প্রহারে ১ চোর নিহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চুরি করতে গিয়ে জনতার প্রহারে ঘটনাস্থলে প্রাণ দিতে হলো গরু চোর মোঃ কুতুব আলী(৫০)কে। অপর গরু চোর কাজল মিয়া (৩৮)কে গুরুতর অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। কুখ্যাত গরু চোর হিরু মিয়া পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া চা-বাগানের লোহার লাইন এলাকার মৃত হরিদাসের পুত্র হারুন গুঞ্জন গোয়ালের ঘরে উল্লেখীত প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে চা-বাগান পাহারাদার দেখতে পেয়ে চিৎকার দেয় এবং পাগলা      ঘন্টা বাজায়। পাগলা ঘন্টার আওয়াজে বাগানের পঞ্চায়েত কমিটি সহ চা-শ্রমিকরা দ্রুত বের হয়ে ২টি গরু উদ্ধার করা হয়। এ সময় গনধোলাইয়ে নিহত গরু চোর কুতুব আলী উপজেলা উসমানপুর গ্রামের মৃত ...