চ্নুারুঘাটে একুশে ফেব্র“য়ারি উপলক্ষে ধামালি’র সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শিফন খান॥  চুনারুঘাটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ধামালি’র পরিবেশনার অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে ফেব্র“য়ারী মহান ভাষা দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই ধামালি’র শিল্পীরা আমার ভাইয়ে রক্তের রাঙ্গানো গানটি গেয়ে চমৎকার পরিবেশ সৃষ্টি করেন। হাসান ও মিলি’র সুন্দর উপস্থাপনায় এরপরেই অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন ধামালি’র প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, পদক্ষেপ গণ-পাঠাগারের সভাপতি মাজহারুল ইসলাম এবং ধামালি’র সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ। আবৃত্তি অনুষ্ঠানের পরেই ধামালির শিল্পীরা আবার মঞ্চে উঠেন। একে একে তারা চারটি কোরাস গান ‘ওরা আমার মুখে ভাষা কাইড়া নিতে চায়’, ‘ধন ধানে পুষ্পে ভরা’, ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’, ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’ গেয়ে উপস্থিত দর্শকদের মনে ভাষা আন্দোলনে স্মৃতিময়  শোকগাঁথা জাগিয়ে তোলেন। এতে সংগীত পরিবেশন করেন নাছির, আক্কাস, কাজল, জুয়েল, নীলিমা, শায়লা, হেপী, তৃণা, ও দিথী। অনুষ্ঠানের মাঝে ‘ধামালি সঙ্গীত বিদ্যালয়’ ও ‘শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণ- পালা’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ধামালি’র প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। এ সময় মঞ্চে ধামালি’র সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ, সাধারণ সম্পাদক মামুন তালুকদার, যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম বাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরামসহ প্রায় সকল সদস্য, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষক সালমা সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মাজহারুল ইসলাম, আহম্মদাবাদ ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ধামলি’র সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *