বাহুবলে একটি ব্রীজ বদলে দিতে পারে কালিগজিয়া আধিবাসীদের প্রাণ

আজিজুল হক সানু, বাহুবল :বাহুবলে ভেঙ্গে যাওয়া ব্রীজ মেরামতের উদ্যোগ নিতে এখনো খবর পাওয়া যায়নি। সংখ্যালঘু পরিবারের পক্ষে যোগাযোগস্থল ব্রীজ মেরামতের সামর্থ না থাকায় এভাবেই পড়ে আছে দীর্ঘদিন ধরে। ছড়ায় পানি আসলে তাদের চলার মত কোন সাধ্য হবে না। মাঝে মধ্যে ছড়ায় আসলে ছেলেদের পাশাপাশি মেয়েরা কাপড় ভিজে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছে। ঘর থেকে বের হয়েই ভাঙ্গা নমুনা চোখে পড়তে হয়েছে। কোমলমতি শিশুরা প্রাইমারী বিদ্যালয়ে আসা যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে। জানা যায়,  বাহুবলের গভীর অরেণ্য কালিগজিয়া নামে গ্রামটি অবস্থিত। এখানে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ত্রিপুরা আধিবাসীরদর জীবনযাত্রা চলছে। মাথার ঘাম পায়ে পেলে সরকারী সম্পদ রক্ষনশীল হলেও তার ন্যায্য মুল্য সহ নানাবিদ সমস্যায় ভোগতে হয়েছে। অবশ্য, কালিগজিয়া ৫শতাধিক ত্রিপুরা আধিবাসী নামে ওই সম্প্রদায়ের লোকের জীবন যাত্রা চললেও আশা-নৈরাশা ও দু:খ-বেদনার মাঝে। বাহুবল উপজেলা সদর থেকে দীর্ঘ ৫ কিলোমিটার পূর্বদিকে মধুপুর চা বাগানের বুক ছিড়ে যাওয়া ঐপ্রান্তের নাম কালিগজিয়া। স্বাধীনতার পূূর্বে একই সঙ্গে কয়েকটি পরিবার চলে এখানে নানা কারণে। ভূমিহীন অবস্থায় জীবনযাপনকারী সম্প্রদায়ের ভরসা সরকারী সম্পদ। কিন্তু যথাযথ মুল্য নেই ত্রীপুরাদের। পর্যাপ্ত পরিমানের জমি, সুযোগ সুবিধা না থাকায় দিন দিন তাদের দিন কাটছে অভাব অন্টনে। অন্য গ্রাম কিংবা এলাকার মত ওই গ্রামের এখনো একই গোষ্টির মধ্যে ঘটেনি কোন দাঙ্গা-হাঙ্গামা বা মামলা মোকাদ্দমা। আজ থেকে ৩শ বছর পার হয়ে গেল পুটিজুরী বনবিটের গভীর অরেন্যে। মহিলারা সময় সুযোগে তাঁত শিল্প (অর্থাৎ নিজের হাতেই তাদের কাপড় ছোপড় তৈরি করছে। সরকার দেয়া তাঁত মেশিন বিকল হয়ে যাওয়ায় তাঁত শিল্প প্রায় ধ্বসের দ্বারপ্রান্তে। বিপরীতে সুতা দ্বারা অন্য নিজের প্রয়োজণী কাপড় ছোপড় তৈরি করতে সদা ব্যস্ততার মধ্যে দেখা যায়। দিন শেষে বিকেলেই বসে পড়েন বস্ত্র তৈরিতে। সরজমিনে প্রকাশ, মধুপুর চা বাগানের মধ্যকার রাস্তাটি দিয়ে কালিগজিয়া ত্রীপুরা আধিবাসীরা যুগ যুগ ধরে আসা যাওয়া করছে। আড়াইশত বছর পূর্বে এ রাস্তা নিয়ে কোন মতবিরোধ দেখা যায়নি। কিন্তু ইদানিং ওই রাস্তাটি বাগান কর্তৃপক্ষের আওতায় নিতে ওই সম্প্রদায়ের উপর চলছে নানা বাধা আপত্তি। উক্ত রাস্তাটি ছাড়া বিকল্প নেই। যদিও বাগানের ঘেষে যাওয়া অপর একটি রাস্তা রয়েছে তা অত্যান্ত ঝুকিপূর্ন। রাতের বেলা চলাচলের চেয়ে দিনের বেলায়ই মন আতকে উঠে। কিন্তু এর কোন সঠিক সুরাহা না হওয়ায় প্রায় চিন্তিত ওই গোষ্টিটির লোকজন।  দীর্ঘপত অতিক্রম করে মাথার ঘাম পায়ে পেলে বাসস্থানে ফিরতে হয়। শিক্ষার্থীরা উপজেলা ও জেলা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয়। অসময়ে তাদের মধ্যে নেমে আসে এক দুর্ভোগের পাহাড়। একশ্রেনীর সুবিধাভোগী প্রভাবশালী মহলের ইন্ধনে আধিবাসীরা তাদের যোগাযোগ ক্ষেত্রে হারাতে বসেছে। এলাকার বিশিষ্টজনের দ্বারে দ্বারে ঘোরছেন পুর্বপুরুষদের একমাত্র যোগাযোগস্থল তাদের পরবর্তী প্রজন্মের জন্য উন্মক্ত করে দেয়ার দাবীতে । সরকার সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধে বদ্ধ- পরিকর হলে তার কোন কাজ হয়নি। বাগান কর্তৃপক্ষের সাথে সরকারের প্রভাবশালী নেতার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তবে রাস্তাটি আদৌ তাদের চলাচলে উন্মোক্ত হচ্ছে কি-না এ নিয়ে শংসয় দেখা গেছে। শতাধিক বয়সী ভদ্র মনি দেব বর্মার সাথে একান্ত আলোচনা করা কালে প্রকাশ পায়, ৭১ সনে মুক্তিযুদ্ধে তাদের সহযোগীতা রয়েছে। তিনি সহ কয়েকজন কমান্ডেট মানিক চৌধুরীর সাথেই বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেন। এর মধ্যে অনেকেই এখন বেচে নেই। ভদ্র মনি’র আমল এবং তার পিতা ও দাদা এখানেই থাকতেন। পাট্রার জমি থাকায় ইচ্ছে করলেই জমির মালিক দাবী করতে পারছেন না। সকল প্রকার শ্রম বিক্রি করলেও শ্রমের মুল্য খুবই অপ্রতুল। নির্ধারিত কোন কাজের সুবিধা না থাকায় যতত্রত্র কাজ করছেন ত্রীপুরা বাসিরা। জীবন যাপনের পাশাপাশি কঠিন যুদ্ধের মধ্যে দিয়ে ইতিমধ্যে ৩জন শিক্ষক/শিক্ষিকা, ২জন পুলিশ সদস্য, ১জন অবসর প্রাপ্ত সেনা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এখনো অনেকেই বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামী দামী কলেজ ও স্কুলে পড়া শুনা করছেন অন্তত ৩০জনের বেশি ছেলে- মেয়েরা। ১টি কমিউিনিটি সেন্টার, প্রাইমারী স্কুল রয়েছে। শিক্ষা, দীক্ষার ধীক্ষা সহ কোন ভাবেই এ গোষ্টিটি পিছিয়ে নয়। বেকারত্ব দুরিকরণে তাদের প্রাণপন চেষ্টা চালাচ্ছেন। শান্তিময় পরিবেশে পূর্ব থেকে চলে আসা আধিবাসীরা এখন নানা জালে আটকা। ভদ্র মনি দেব বর্মা সহ কালিগজিয়া আধিবাসীদের দাবী, রাস্তাঘাট, স্বাস্থ্য, কর্মস্থলের সুযোগ সুবিধা থাকলে হয়তো এ এলাকার সুনাম দেশের বিভিন্ন প্রান্তে পৌছা যেত। তাছাড়া কারিগরি কিংবা তাঁত শিল্পের প্রতি সরকারী সহযোগীতা থাকালে এখানে বানিজ্যিক এলাকা হিসেবে গড়ে তুলা সম্ভব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *