বাহুবলে নকল কারখানার সন্ধান ॥ আটক ২

নূরুল ইসলাম মনি, বাহুবল (হবিগঞ্জ) ॥ হবিগঞ্জের বাহুবলে নকল ড্রিংক্স (পানীয়) কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে বিপুল পরিমান ড্রিংক্স উৎদনের বিপুল পরিমাণ মালামাল সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলা সদর সংলগ্ন রাঘবপুর গ্রামে। মঙ্গলবার (৩১ মার্চ) অপরাহ্নে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের অন্তর্গত রোকনপুর গ্রামের মৃত আফরোজ মিয়া ওরপে ফরিদ মিয়ার পুত্র মোশাহিদ মিয়া (২৮) ও হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র মোঃ রফিক (৩৪) দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ঘর ভাড়া করে নকল ড্রিংস কারখানার মাধ্যমে লিচি ও আমের ফ্লেভারযুক্ত এবং অন্যান্য সফ্ট ড্রিংক্স (পানীয়) উৎপাদন করে আসছে। সম্প্রতি এ দুই প্রতারক বাহুবল উপজেলা সদর সংলগ্ন রাঘবপুর গ্রামের মৃত রাশিদ উল্লার পুত্র ফারুক মিয়ার একটি টিনসেড ঘর ভাড়া নেয়। উক্ত ঘরে প্রতারকরা পানির সাথে চিনি, বিভিন্ন স্বাদের ফেভার ও কেমিক্যাল মিশিয়ে নকল ড্রিংক্স (পানীয়) উৎপাদন করে আসছে। শক্তি, ঈগল ফুডস, আব্দুল্লাহ ফুডস এন্ড কেমিক্যাল, মন পাওয়ার আপ সহ বিভিন্ন নামে তা প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করছে। ওইসব নকল পানীয় পান করে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের লোকজন নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম, এসআই আব্দুর রহমান ও এএসআই সত্যজিৎ তালুকদারের নেতৃত্বে পুলিশ সোমবার রাত ১২টার দিকে ওই নকল কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ২ হাজার ৫২০ পিচ নকল লিচি ড্রিংক্স, ১২ পিচ ঈগল সিরাপ, ১২ পিচ মন পাওয়ার আপ ড্রিংক্স, ২৪ পিচ ম্যান পাওয়ার ড্রিংক্স, ১২ পিচ শক্তি প্লাস, ১২ পিচ দি হর্স ফিলিংক্স, ৩শ’ লিটারের দুটি পানির ট্যাংক প্রায় ৬শ’ প্লাস্টিকের খালি বোতল, শক্তি কোম্পানীর বেশ কিছু স্টিকার, প্রায় ৬শ’ বোতলের ছিপি (কর্ক), চিনি, শক্তি লিচি ফেবার ড্রিংক্স লেখা আড়াইশ কার্টুন, বোতলের কর্ক লাগানোর একটি বৈদ্যুতিক মেশিন সহ বিপুল পরিমাণ ড্রিংক্স তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *