Daily Archives: April 13, 2015

আজ পহেলা বৈশাখ পুরাতনকে পেছনে ফেলে আনন্দ উৎসবে মুখরিত সারা বাঙলা

খন্দকার আলাউদ্দিন : পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো বৈশাখ। পহেলা বৈশাখের ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে শুরু হবে বৈশাখী উৎসব। এ লক্ষে চলছে বৈশাখী কেনাকাটা। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার সরকারি ছুটির দিন। নববর্ষ উদযাপন নির্বিঘ্ ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমলে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল য় এরপর পৃষ্ঠা-২ বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাংলাদেশীদের প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরতœ সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চন্দ্রবর্ষকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করেন। তিনি পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি ...

বাংলা নববর্ষ উপলক্ষে লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় কেউন্দা গ্রামে ক্রীড়াপ্রেমী গিয়াস উদ্দিনের উদ্যোগে একটি প্রীতি ফুট বল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি দল লাল দল বানাম ও আকাশী দল অংশ গ্রহন করে। গত শুক্রবার বিকালে ফাইনাল খেলাটি কেউন্দা গ্রামে একটি মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারের লাল দল বিজয়ী হয়েছে। বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে আয়োজিত উক্ত খেলা শেষে মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক গিয়াস উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আরব আলী, জাপানী আঃ মালেক, সাবেক মেম্বার রাহিদ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ...

মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রাম টিভি ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে লাতুরগাঁও গ্রাম টিভি ফুটবল কাপ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলার লাতুরগাঁও গ্রামে এ ফুটবল ম্যাচটি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,   য় এরপর পৃষ্ঠা-৩ দানবীর, ক্রীড়াপ্রেমী ও সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম রফিক, লন্ডন প্রবাসী শরিফ আহমেদ, রফিজ উদ্দিন, মানিক মেম্বার, নুর মেম্বার, মনাফ মুহুরী প্রমুখ। খেলা শেষে ভাই ভাই যব সংঘের সভাপতি রফিকুল ইমলামকে একটি সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

জগদীশপুর যাত্রী ছাউনি দুর্ভোগ চরমে

হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর : মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বর সহ মহাসড়কের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে সরকারী বেসরকারী ও বিদেশী কোম্পানীর মিল কারখানা স্থাপনাগার এবং স্কুল কলেজ যাওয়া ছাত্র-ছাত্রীরা রৌদে বৃষ্টিতে ভিজে গাড়ীর জন্য অপেক্ষা করতে হয়। দুরপাল্লার শত শত যাত্রী রোদে পোড়ে বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে পৌঁছার প্রহর গুনছে। মুক্তিযোদ্ধা গোল চত্বরে যাত্রী ছাউনি না থাকায় শিশু কিশোরীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় অভিভাবকদের। ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে জরুরী ভিত্তিতে যাত্রী ছাউনি নির্মাণ করা প্রয়োজন। য় এরপর পৃষ্ঠা-৩ মাধবপুরের সায়হাম টেক্সটাইল মিলের মহিলা কর্মী বলেন, সায়হাম গোল চত্বরের নাম পরিবর্তন না করলে এতদিনে সড়কের দুপাশে দুটি যাত্রী ছাউনি নির্মাণ করা হতো। স্কুল ছাত্রী মর্জিনা আক্তার বলেন, উপজেলা পরিষদ ...

কিসের মাঝে কি পান্তা ভাতে ঘি

ফকির আমিন : বৈশাখ মানেই বাড়তি কিছু পাওয়া। বৈশাখ মানেই হাঁসি-খুশি, রং-ঢং। বৈশাখ মানেই প্রাণে প্রাণে উচ্ছ্বাস-উদ্দীপনা। বৈশাখেই পাড়ায় মহল্লায় জমে উঠে মিলন মেলা। বৈশাখ মানেই কিছু কাল বৈশাখীর ঝড়, তুফান-বৃষ্টি। এ বৈশাখেই নতুন করে বুঁনা হয় ভবিষ্যত কর্মের ভীত। প্রাণের এ বৈশাখকে বাঙ্গালী জাতি বরণ করেণ নানা ভাবে। গ্রামীন প্রবীন মহিলারা বৈশাখকে বরণ করেণ নিমপাতা গুড়োর সাথে ভাজা চালের গুড়ো মেশানো ককটেল জাতীয় বস্তুটি ভক্ষনের মধ্য দিয়ে। প্রবীনদের দাবী, তেঁতু নিম সুস্বাস্থ্যের জনক। তেঁতু গুড়ো খেলে সারা বছর থাকা যায় সু -স্বাস্থ্য নিয়ে। গ্রামীন মানুষ বৈশাখী মেলায় গিয়ে কিনে আনেন গৃহস্থালীর মুল্যবান অতি প্রয়োজনীয় কিছু জিনিস-পত্র। শিশুরা মেলায় গিয়ে ভেপু বাশি, নানান জাতের খেলনা কিনে বৈশাককে উপলব্ধি করে খুব ...