Monthly Archives: June 2015

তৃতীয় দফায় দু’দিনের রিমান্ডে এমপিপুত্র রনি

নিজস্ব প্রতিনিধি: এলোপাতাড়ি গুলি করে দুই চালক হত্যা মামলায় বখতিয়ার আলম রনির তৃতীয় দফায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি পিনু খানের ছেলে। শুনানি শেষে মঙ্গলবার (৩০ জুন) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত। গত রোববার (২৮ জুন) তৃতীয় দফায় রনিকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক দীপক কুমার দাশ। রোববার দুপুরে রনিকে চারদিন রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।  এর আগে আদালতের নির্দেশে গত ২৪ থেকে ২৭ জুন ও ৯ থেকে ১২ জুন দু’দফায় চারদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এমপিপুত্র রনিকে। তবে রনি তার লাইসেন্সকৃত ...

মলদ্বারে ইয়াবা রেখে পাচার অপরাধে দুই যুবক গ্রেপ্তার

সেবা ডেক্স : মলদ্বারে ইয়াবা রেখে পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।  সোমবার রাত আড়াইটার দিকে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- ঢাকার ডেমরা থানার সরালিয়া গ্রামের মনোহর চন্দ্রের ছেলে তপন চন্দ্র সরকার(২৬) ও একই এলাকার নাজমুল হুদার ছেলে মো. রমজান আলী (২৫)। বাকলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন,‘গ্রেপ্তার দুই যুবক পেশায় কাঠমিস্ত্রি। সম্প্রতি তারা ইয়াবা পাচারে যুক্ত হয়েছে।  ইয়াবা নিয়ে যাওয়ার জন্য তপনকে কক্সবাজার নিয়ে আসে রমজান আলী।  তপনের মলদ্বারে বিশেষ কায়দায় ইয়াবা রেখে পাচার করছিল রমজান।’রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে দুইজনকে আটক করা হয়। রমজান আলীর স্বীকারোক্তির ...

হবিগঞ্জ জেলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩১

স্টাফ রিপোর্টার- চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী  মরতুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঐ গ্রামের আব্দুল করিমের পুত্র।  শনিবার রাতে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন পরোয়ানাভূক্ত ও ১৪ জন নিয়মিত মামলার আসামী। জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ১৪ জন, বানিয়াচং থানায় ৫ জন, নবীগঞ্জ থানায় ৫ জন, আজমিরীগঞ্জ থানায় ১ জন, চুনারুঘাট থানায় ৪ জন ও সদর থানায় ২ জন আসামী গ্রেফতার করা হয়।

দুবৃত্ত মহাকাল রায়হান আহমেদ

গোলমাল গোলমাল চারদিকে গোলমাল অদ্য এসে দাঁড়িয়েছে দুর্বৃত্ত মহাকাল। কান পেতে শুনি হর্ষের অপবাদ, লাঞ্চিত সেলিনা, বঞ্চিত সেলিমের আর্তনাদ। সদা শুনা যায়, হায় হায় হায়, তালাকের বিষে পড়েছে মেয়ে এই সময়টায়। অত্যল্প পরে দেখা যায়, ছিনতাই ভয়ংকর, সর্বসান্ত পথিকের মনে নিরাশার ঝড়। আরও শুনা যায়, সাধারণের কতো লঞ্চনা, মজুর গা ঘর্মে ভেজা, বিত্তশালীর বঞ্চনা। আবার দেখা যায়, দেশে দৈন্যের প্রতিচ্ছায়া, স্বার্থ জলে ডুবে আছে কিঞ্চিৎ বেহায়া। দীবাকর শেষে রাত্রি আসে ধীর ক্ষণে ক্ষণে, শান্ত কালেও নরাধমেরা কুকর্মের জাল বুনে। সহসা গভীরে শুনা যায়, পাশের বাড়ির চিৎকার, যন্ত্রণায় কাতর, এসিড প্রাপ্ত রাহেলার হাহাকার। ঘুম ভাঙ্গে নিয়ত গ্রেনেড, বোমার ঝাঁঝালো শব্দে, নিশ্চয়ই উচ্ছেদ হবে এসব কোনো এক অব্দে। বসুমতি সাজবে তখন রংধনুর সাতে, স্বর্গের সুধা আঁকবে সবাই নিজ নিজ হাতে।  

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন না নিয়ে বহমান খোয়াই নদী ভরাট চলছে নদী ভাঙ্গনসহ বড় ধরণের দূর্ঘটনার আশংকা ॥ নদী ভাঙ্গনসহ বড় ধরণের দূর্ঘটনার আশংকা

আব্দুল হালীম/মোতাব্বির হোসেন কাজল য় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন অনুমোদন না নিয়ে বহমান খোয়াই নদী ভরাট করছে একটি প্রতিষ্ঠান। ভারী যন্ত্রপাতি নিতে নদী ভরাট কাজ চালিয়ে যাচ্ছে দিনরাত। তাছাড়া নদীর পানি প্রবাহ রোধ ও নদী ভরাট সম্পূর্ণ নিষেধ থাকলেও প্রশাসন যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চলছে এ কাজগুলো। ফলে যে কোন সময় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদীর বাধ ভেঙ্গে বিপুল ক্ষয়ক্ষতির আশংকা করছে পাউবো ও স্থানীয়রা। এমনকি মহাসড়কের নতুন ব্রীজ ভেঙ্গে যে কোন সময় সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশংকা করছে সংশ্লিস্ট বিভাগ ও স্থানীয়রা। জানা যায়, রাজধানী উত্তরার এভান্ট লজিষ্টিকস লিমিটেড নামে একটি পরিবহন প্রতিষ্ঠান শেরপুর থেকে শাহজীবাজারে ...

চুনারুঘাটে মানব পাচারকারীরা সক্রিয় বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা ও যুবতী মেয়ের বিনা খরচে বিদেশে পাঠানো প্রলোভন

স্টাফ রিপোর্টার য় চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানব পাচারকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। সৌদি আরব ও দুবাই লোক পাঠানোর নামে পুরুষ ও মহিলাদের নাম ঠিকানা সংগ্রহ করছে। মহিলাদের সৌদি আরব গিয়ে কাজ করে ভিসা ও টিকেটের টাকা দিবেন এই প্রলোভন দিয়ে মানব পাচার চলছে। এক শ্রেণির বিদেশ পাঠানোর দালাল চুনারুঘাটের নরপতি, শ্রীকুঠা, দুর্গাপুর, রানীগাঁও, আমরোড, আসামপাড়া, জারুলিয়া, বাসুলা ও শাকির মোহাম্মদ এলাকায় গ্রামে গ্রামে প্রবেশ করে স্বামী পরিত্যক্ত বিধবা মহিলা ও যুবতী মেয়েদের প্রলোভন দেখিয়ে মানব পাচারের ফাঁদে ফেলছে। শুধু মানব পাচারই নয়। সুযোগ বুঝে ওই মহিলাদের দেশ ও বিদেশ নিয়ে অনৈতিক কাজে বাধ্য করছে। পরে তারা গরু ও বিটে বাড়ি বিক্রি করে দেশে আসছে। প্রতিনিয়ত প্রতারনার শিকার হয়ে নিঃস্ব ...

বাংলাদেশের চাই গরু, ভারতের দাবী ইলিশ

স্টাফ রিপোর্টার য় বাংলাদেশের গোশত ব্যবসায়ী সমিতি দাবি করছে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়ার। তারা বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদকেও অনুরোধ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গরু আমদানির বিষয়টি তুলে ধরার জন্য। অন্যদিকে কোলকাতার মৎস্য ব্যবসায়ীরা দিলির কাছে দাবি করেছে বাংলাদেশ থেকে ইলিশ যাতে ভারতে আসতে পারে তার ব্যবস্থা করার। কোলকাতার মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা অতুল চন্দ্র দাস জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় যাতে ইলিশের প্রসঙ্গটি তুলে ধরেন। এর জন্য তারা রাজ্য সরকারের মাধ্যমে দিলিতে স্মারকলিপিও পাঠিয়েছেন। উলেখ্য, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশে গরু আসার উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন। অন্যদিকে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইলিশের ওপর। বাজারে হু হু করে বাড়ছে গরুর গোশতের দাম। দুই আড়াই ...

কালিশিরি বিদ্যালয় থেকে ১২ শিক্ষার্থীর সনদ গায়েব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কালিশিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লেখা পড়ার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিদ্যালয়ের অব কাঠামোর উন্নয়ন হলেও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে মত বিরোধ এবং গ্রাম্য-হীন রাজনীতির কারনে বিনষ্ট হচ্ছে লেখা পড়া। স্কুলের অ-ব্যবস্থাপনার কারনে ইতোমধ্যেই ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার ১২টি সনদ খোয়া গেছে। ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা কেউ প্রধান শিক্ষক কেউ সহকারী শিক্ষকের পক্ষ নেয়ায় পরিস্থিতি এখন মেসামাল। এ সব কারনে সরকারের বিভিন্ন দপ্তরে দায়ের হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ। ছাত্র ছাত্রীরা লেখা পড়ার বদলে প্রায় প্রতিদিনই স্কুল প্রাঙ্গনে করা হচ্ছে সভা সমাবেশ। এলাকাবাসীরা জানান, কালিশিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭৩ সালে সরকারীকরণ করা হয়। ২০১৩ সালে ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে জুনিয়র স্কুলে ...

ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগে যোগদানের ঘোষণা ॥ ৩৫ যুবক সেচ্ছাসেবকলীগে যোগদান

খন্দকার আলাউদ্দিন য় চুনারুঘাটে মিরাশী ইউনিয়নের আব্দা ছালিয়া গ্রামের ফরিদ আহমদের নেতৃত্বে ৩৫ যুবক সেচ্ছাসেবক লীগে যোগদান করেছে। গত শনিবার বিকেলে উপজেলার আব্দাছালিয়া বাজারে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আয়োজিত এক সভায় তারা যোগদান করে। উপজেলা মিরাশী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সেক্রেটারী, ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোদাব্বির হোসেন, আঃ রশিদ মাষ্টার, স্থানীয় ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী তালুকাদর, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, মাখন চকদার চৌধুরী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলতা মিয়া, সামাদ মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবকলীগরে সভাপতি মানিক সরকার, সহ-সভাপতি রায়হান ...

নবীগঞ্জের আলোচিত রুমেনা হত্যাকান্ড ॥ ময়না তদন্তে ডাক্তারদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলোচিত রুমেনা বেমগ ও তার দুই সন্তানের হত্যার ঘটনায় লাশ পুনরায় সিলেট মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন নিহতের স্বজনরা। গত শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানানো হয়। নিহত রুমেনার চাচা আশুক মিয়া লিখিত বক্তব্যে জানান, গত ২২ মার্চ নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর গ্রামে গৃহবধূ আমেনা খাতুন ও তার দুই সন্তান হত্যাকান্ডের শিকার হন। ২০০২ সালে একই গ্রামের ফরিদ মিয়ার নিকট বিয়ে দেন তার ভাতিজি রুমেনাকে। বিয়ের পর থেকেই তার স্বামীর স্বভাব চরিত্র ভাল ছিল না। সে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার দিন ভোরে রুমেনার দেবর সাহাব উদ্দিন তাকে ফোন করে জানায়, রুমেনা তার ছেলে ...

কালিশিরীর তারা মাস্টারের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা আহাম্মাদাব ইউনিয়নের কালিশিরী সরকারী জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমানের উপর সহকারী শিক্ষক তারা মাষ্টার কর্তৃক অমানসিক হামালার প্রতিবাদে স্কুল ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে স্কুল মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মুনছুব উল্লা, দক্ষিন কালিশিরীর বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুলা আল মামুনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, স্থানী আওয়ামীলীগ নেতা আবুল কাসেম, আঃ হান্নান, ফুল মিয়া,আঃ রহমান, আবুল খায়ের, রহমত আলী,আঃ গফুর, আঃ ছোবান, কৃষকলীগ নেতা মিলন মীর, ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, বিশিষ্ঠ মুরুব্বী আঃ শহিদ, আনু মিয়া সরদার, বিএনপি নেতা তাজুল ইসলাম সবুজ, সাবেক মেম্বার সেলিনা আক্তার, সাইদুল হক ...

পৌরসভা ও ইউপি নির্বাচন আগামী বছরের শুরুতে

প্রথম সেবা ডেস্ক ॥ আগামী বছরের শুরুতে ২৬১ পৌরসভা ও সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের জন্য আসন্ন বাজেটে সরকারের কাছে ইসির পক্ষ থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে। ইসি সুএে জানা গেছে, মেয়াদ শেষ হওয়ার কারনে চলতি বছরের অক্টোবর থেকে শতাধিক ইউনিয়ন পরিষদ ও নভেম্বর থেকে সারা দেশের ২৬১ পৌরসভায় নির্বাচন করার সময় এসে যাবে। এক্ষেএে কমিশন আগামী বছরের শুরু থেকে এসব নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এজন্য আগামী বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে। ইসি এজন্য অর্থ বিবাগকে চিঠি দিয়েছে। এছাড়া ২১৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ...

স্বামীর অমানুষিক প্রহার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামে স্বামীর অমানুষিক প্রহারে স্ত্রী এখন মৃত্যুর মুখে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে চুনারুঘাট সদর হাসপাতালে ও পরে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার গোয়াছপুর গ্রামের আঃ করিমের সাথে একই এলাকার আঃ আওয়ালের মেয়ে উজালার বিয়ে হয়। প্রথমে দাম্পত্য জীবন ভাল চললেও সম্প্রতি সে অপর নারীর পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে। শুরু হয় দা¤পত্য কলহ। কারনে অকারনে স্ত্রী উজালাকে মারপিট করে। পরকিয়া নিয়ে উজালা প্রতিবাদ করলে গত শনিবার সন্ধ্যায় স্বামী করিম জলচকি দিয়ে মাথায় আঘাত করে। এতে মূহুর্তের মধ্যে সে মাটিতে লুঠিয়ে পড়ে। মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়, তারপরও সে বাড়িতে জিম্মি করে রাখে। পরদিন উজালার পিতা আব্দুল আওয়াল মেয়ের মুমূর্ষ অবস্থার ...

৫টি জিপিএ-৫সহ শতভাগ সাফল্য

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ছালেহাবাদ দাখিল মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবারও শতভাগ পাশ করেছে। ৩৪ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহন করে ৩৪ জনই সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। এর মধ্যে এ প্লাস ৫জন, এ গ্রেডে ২৬ জন, এ- মাইনাস ৩ জন। মাদ্রাসার সাফল্যের পেছনে শিক্ষক মন্ডলীর নিষ্ঠার সাথে পাঠদান ও ম্যানেজিং কমিটির দক্ষ পরিচালনায় বিশেষ করে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মোঃ রকিবুল হাসান চৌধুরীর ঐকান্তিক সাহায্য ও সহযোগীতায় এ সফলতা অর্জন করেছে বলে মাদ্রাসা সুপার আলহাজ্ব মাওলানা আবুল কালাম সৈয়দ ওবায়দুর রহমান পীর সাহেব জানান, তিনি এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী ও অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

চুনারুঘাটের ২৫ যুবকের হদিস নেই

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচার হওয়া ২৫ যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তাদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে মালয়েশিয়া পাচার করা হয়েছিল। তাদের পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম। স্বপ্নের দেশ মালয়েশিয়ার পথে বের হলেও আজও তারা নিরুদ্দেশ। যে ২৫ জনের খোঁজ নেই তারা হলেন- গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের সুলেমান মিয়ার পুত্র আবদুল বাছির (২১), সুন্দর আলীর পুত্র জামাল (২৫), বাল্লা গ্রামের মরফত উল্লাহর পুত্র মতলিব মিয়া (৩৫), আশরাফ উল্লাহর পুত্র সেলু মিয়া (২১), জমির আলীর পুত্র লাভলু মিয়া, গোবরখলা গ্রামের মজিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (২১), খেলু মিয়ার পুত্র গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাসকৃত রাসেল মিয়া, আঞ্জব আলীর পুত্র গাজীপুর হাই ...

আমেরিকা প্রবাসী শাহ্ মোঃ আহাদ মিয়ার বৌ-ভাত অনুষ্ঠান সম্পন্ন

সাপ্তাহিক প্রথম সেবা’র সম্পাদক মন্ডলীর সভাপতি শাহ্ মোঃ ছাদেক মিয়ার ছোট ভাই চুনারুঘাট উপজেলার ফুলবাড়ী গ্রামের মরহুম শাহ্ রৌশন মিয়ার কনিষ্ট পুত্র আমেরিকা প্রবাসী শাহ্ মোঃ আহাদ মিয়ার বৌ-ভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। চুনারুঘাট পৌর শহরের মুসলিম হলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওই অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যৌন হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে যৌন হয়রানী বন্ধের দাবীতে চুনারুঘাটে ব্র্যাকের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুরাতন ঢাকা- সিলেট মহা সড়কের পৌরশহরের দেওরগাছ নামক স্থানে দাড়িয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ গ্রহন করেন এরিয়া ম্যানেজার মোঃ কামরুজ্জামান, ম্যানেজার মোঃ শহীদ উল্লা, রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি মোঃ হাসান আলী, মানবাধিকার সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন, জেলা শিক্ষা প্রোগ্রাম আনোয়ারা পারভীন ঝর্ণাসহ কর্মকর্তা কর্মচারী দুই শতাধিক লোক অংশ গ্রহন করে। সারা দেশে যৌন হয়রানী ও নারী নির্যাতন বন্ধের দাবিতে এ মানববন্ধন প্রতি মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। যা এ বছরের ডিসেম্বরের শেষ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

চুনারুঘাটে যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত চুনারুঘাট উত্তর বাজার মুসলিম প্লাজা যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গত বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। উপস্থিত ছিলেন চুনারুঘাট ক্যাবল টিভি নেটওর্য়্যাক ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন, ‘আজকের পত্রিকা’ ও ‘হবিগঞ্জ সমাচার’ চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব এম এ আউয়াল প্রমূখ। যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান পরিচালক সোলায়মান আহম্মদ বলেন উপজেলায় একমাত্র বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শাখা হিসেবে বিগত ২০১২ইং হইতে এ পর্যন্ত আমরা ছাত্র/ছাত্রীদেরকে দক্ষতা ও সুনামের সহিত কম্পিউটার মোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, হাউজ ওয়্যারিং, সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকার কর্মমূখী শিক্ষা ...