Daily Archives: April 1, 2015

চুনারুঘাটে গিয়াস উদ্দিন এর উদ্যোগে কেউন্দা গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রবাসী গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে কেউন্দা গ্রামে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল রবিবার বিকালে চুরারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কেউন্দা গ্রামের দু’টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে গিয়াস উদ্দিন লন্ডনী প্রধান অতিথি হিসাবে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আজগর আলী, জিতু মিয়া, সবুজ মিয়া, আব্দুর রউফ, ফজলু মিয়া, সাধু মিয়া, জাহাঙ্গীর মিয়া, সিদ্দিক আলী, আলী হোসেন, জয়নাল আবেদীন, অলিউর রহমান, বাজিত মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য গিয়াস উদ্দিন লন্ডনী বলেন, সাধারণ ও অসহায় মানুষের পক্ষে তিনি কাজ ...

চুনারুঘাট সরকারি কলেজে বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সরকারী কলেজের ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশহুদুল কবীর, বিজ্ঞ পিপি এডঃ আকবর হোসেন জিতু, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ, এডঃ মোঃ রবিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মুহিতুর রহমান রুমন ফরাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, কলেজ ছাত্রলীগের সভাপতি ইফতেকার আলম রিপন, সাংগঠনিক সম্পাদক হিরন মিয়া, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ।

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি     হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই হারুন মিয়া (৩৫) খুন হয়েছেন। নিহত হারুন মিয়া ওই গ্রামের আঞ্জব আলীর ছেলে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট তিন ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সুলতান মাহমুদপুর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র কাউছার মিয়া (২৫), তোফাজ্জল হোসেন (২০) ও ইলিয়াছ মিয়া (১৮)। স্থানীয় সূত্র জানায়, গ্রামের আঞ্জব আলীর ছেলে হারুন মিয়ার সঙ্গে বাড়ির জমি নিয়ে তার ছোট দুই ভাই এলাইছ মিয়া ও তোফাজ্জল হোসেনের বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে ছোট দুই ভাই হারুন মিয়াকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত ...

প্রেমের টানে পালিয়ে শহরে এসেও ঘর বাধাঁর স্বপ্ন পূরণ হলনা প্রেমিক জুটির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ প্রেমের টানে শহরে পালিয়ে এসেও ঘর বাঁধার স্বপ্ন পূরণ হলনা প্রেমিক জুটির। অবশেষে পুলিশের কাছে ধরাশায়ী হতে হল তাদের। জানা যায়, সদর উপজেলার রায়ধর গ্রামের মর্তুজ আলীর পুত্র শাবাজ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে একই উপজেলার বামকান্দি গ্রামের আলদু মিয়ার মেয়ে সাথী আক্তারের। দীর্ঘদিন প্রেমের সুবাধে তাদের মধ্যে এক গভীর সম্পর্কে রূপ নেয়। আর তারা একে অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। তাদের প্রেমের সম্পর্ককে সার্থক করার জন্য গত সপ্তাহে তারা বাড়ি থেকে পালিয়ে আসে। গতকাল সোমবার রাত ১১ টায় শহরের শ্যামলী তাদেরকে আটক করে পুলিশ। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এদিকে আজ উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানায় তাদের ...

আজ ফুলবাড়ী আঞ্জুমানে আশেকানের উদ্যোগে সুন্নী মহা-সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ী আঞ্জুমানে আশিকানে রাসূল(দঃ) কমিটির উদ্যোগে মুর্দাগনের ইছালে সাওয়াব উপলক্ষে ২য় বার্ষিক বিশাল সুন্নী মহা-সম্মেলন আগামী পহেলা এপ্রিল ২০১৫ইং রোজ বুধবার বাদ আছর হইতে রাত্র ১ ঘটিকা পর্যন্ত ফুলবাড়ি মোঃ আব্দুল হামিদ সাহেবের বাড়ীর পাঙ্গনে অনুষ্ঠিত হবে। উদ্বোধক হিসেবে উপস্থি থাকবেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম কাপ্তান। এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ যুগের লক্ষ সুন্নী জনতার নয়নমনি, আশেকে রাসূল আল্লামা মফ্তি গিয়াস উদ্দিন আত-তাহেরী, ঢাকা। প্রধান বক্তা পীরে কামেল মোফাচ্ছিরে কোরআন উস্তাদুল উলামা আল্লামা একে আফছার আহমদ তালুকদার, প্রিন্সিপাল, হাজী আলিম উল্লা আলিয়া মাদ্রসা, চুনারুঘাট। বিশেষ অতিথি হিসেবে ...

স্বাধীনতা দিবসে লন্ডনে জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ গত রবিবার বিকেলে লন্ডন ব্রিকলিনে আমার গাঁও রেস্টুরেন্ট এ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা সংগঠনের সভাপতি এমএ আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিত চৌধুরীর পরিচালনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বাধীনতা দিবসের তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ব্যারিস্টার এনামুল হক, আব্দুল মমিন চৌধুরী বুলবুল, গুলজার হোসেন বাবুল, গাজীউর রহমান, মোমিন আলী, সহিদুল ইসলাম চৌধুরী বাচ্চু, অলিউর রহমান শাহীন, দেলোয়ার হোসেন চৌধুরী এমরান প্রমূখ নেতৃবৃন্দ। ংহবিগঞ্জের গরীর অসহায-দুঃস্থদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতাল প্রাঃ লিঃ কে এক লক্ষ টাকা আগামী ১৫ দিনের মধ্যে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামী ৩১শে মে সংগঠনের বার্ষিক সাধারণ সভা আহ্বানের ...

আলোনিয়া ক্বারী বাড়ীর বার্ষিক পবিত্র দরসুল কোরআন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আলোনিয়া ক্বারীবাড়ী মাজার সংলগ্ন মাঠে ৬ষ্ঠ বার্ষিক পবিত্র দরসুল কোরআন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হুজ্জাতুল্লাহ নকশেবন্দী মোজাদ্দেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওয়াহিদুর রহমান, আলহাজ্ব মোশাররফ হোসেন হেলালী, নূরুজ্জামান খোকন, সার্বিক সহযোগিতায় ও অর্থায়নে ছিলেন ১০ নং মিরাশী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সৌদি প্রবাসী আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে দুনিয়া ও আখেরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে এলাকার ইসলাম প্রেমী সুন্নী জনতা ও বিশিষ্ট মুরুব্বীগণ উপস্থিত ছিলেন।

“হরতাল-অবরোধেও পরিবর্তন হবে না এইচ এস সি পরীক্ষার সূচির”

প্রথমসেবা ডেস্ক ॥ বিএনপি জোটের অবরোধের মধ্যে সারা দেশে একযোগে আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ এপ্রিল) এইচএসসিতে (ভোকেশনাল) একাদশ শ্রেণীতে বাংলা-১ (সৃজনশীল, নতুন সিলেবাস) বিষয়ের পরীক্ষা রয়েছে। এদিকে বিএনপি জোট বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও বৃহস্পতিবার হরতাল আহ্বান করলেও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন ওই দিনের পরীক্ষাও নেওয়া হবে। পরীক্ষার সূচির কোনো হেরফের হবে না। গত ৬ জানুয়ারি থেকে অবরোধের মধ্যে বিএনপি জোটের হরতালে এসএসসি ও সমমানের পরীক্ষার ১৬ দিনে ৩৬৮টি বিষয়ের সূচি পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়। এসব ...

আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে চুনারুঘাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে গতকাল সোমবার বিকেলে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কদ্দুছ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কদ্দুছ আলী। বক্তব্য রাখেন মোঃ ফুল মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ আল আমিন, মোঃ সুহান মিয়া,মোঃ সুহান মিয়া(২), মোঃ জসিম মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ সুহেল মিয়া, মোঃ রনী মিয়া, মোঃ সুহেল মিয়া(২), মোঃ জিতু মিয়া, মোঃ সাহাব উদ্দিন, মোঃ সামছুল হক, মোঃ জানিল মিয়া, মোঃ সফর আলী, মোঃ সুহাগ ...

বাহুবলে নকল কারখানার সন্ধান ॥ আটক ২

নূরুল ইসলাম মনি, বাহুবল (হবিগঞ্জ) ॥ হবিগঞ্জের বাহুবলে নকল ড্রিংক্স (পানীয়) কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে বিপুল পরিমান ড্রিংক্স উৎদনের বিপুল পরিমাণ মালামাল সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলা সদর সংলগ্ন রাঘবপুর গ্রামে। মঙ্গলবার (৩১ মার্চ) অপরাহ্নে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের অন্তর্গত রোকনপুর গ্রামের মৃত আফরোজ মিয়া ওরপে ফরিদ মিয়ার পুত্র মোশাহিদ মিয়া (২৮) ও হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র মোঃ রফিক (৩৪) দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ঘর ভাড়া করে নকল ড্রিংস কারখানার মাধ্যমে লিচি ও আমের ফ্লেভারযুক্ত এবং অন্যান্য সফ্ট ড্রিংক্স (পানীয়) উৎপাদন করে আসছে। সম্প্রতি ...

মুহরীকে একদল ছিনতাইকারীরা মারধর করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা লুট কোর্টে মামলা

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পিতা সুনিল রায়ের পুত্র হবিগঞ্জ জজকোর্টের আইনজীবি সহকারী মুহরী সুধাংশু রায় সোহেল (২৫) কে একদল ছিনতাইকারীরা মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থকরী লুট। জানা যায়, গত শনিবার রাত ৯ ঘটিকার দিকে নালমুখ বাজার বড় মসজিদের সংলগ্ন রাস্তার উপর দিয়ে বাড়ি ফেরার পথে সুধাংশু রায়কে একদল ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সারা শরীরে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সুধাংশু রায়ের শোর চিৎকারে নালমুখ বাজারবাসীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের বিরাট গ্রামের পিতা হরিপদ ...

স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগ ॥ উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

মাধবপুর প্রতিনিধি    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মাধবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে মাধবপুর চৌহমনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। মামলা উল্লেখ করা হয় গত ২৬ মার্চ উপজলো পরিষদ হলরুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে ঘোষনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে কটুক্তি করে বক্তব্য দেন। এর সমর্থন করেন ...

রাজার বাজারে খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সভা ২ এপ্রিল স্বারকলিপি

আমরোড প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাজার বাজারের কাছে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আহম্মদাবাদ ইউনিয়নের ৩ গ্রামবাসি আগামী ২ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গত শনিবার রাজার বাজার আকল মার্কেটের সামনে মিরাশি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বালু উত্তোলনের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি মহল খোয়াই নদীর রাজার বাজার অংশ থেকে বিগত ২ বছর ধরে মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে গংগানগর, আশ্রাবপুর ও রাজার বাজার গ্রামের রাস্তাঘাট নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে নির্বিচারে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙ্গে রাজার বাজারের বাসিন্দাদের বসত ভিটা নদী গর্ভে বিলীনের সম্মুখীন হওয়ায় নদী তীরে বসবাসকারী মানুষ আতংকে দিনাতিপাত ...

চুনারুঘাটে শ্রমিক লীগের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রায়হান আহমেদ ॥ চুনারুঘাট উপজেলা ৬নং সদর ইউনিয়নের শ্রমিকলীগের মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ৬ নং ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগের উদ্যোগে শ্রীকুটা বাজারস্থ্য প্রাঙনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আওয়ামী শ্রমীকলীগের উদ্যোগে প্রধান অতিথি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশেষ অতিথিÑবিজ্ঞ পিপি আকবর হোসেন জিতু, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, মোঃ আরব আলী, ফরিদ আহমেদ রাজু, আব্দুস সামাদ ও এ্যাড. মোঃ কুতুব উদ্দিন শাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সহ-সভাপতিÑ শাহীন আহমেদ, আঃ আজিজ, সেক্রেটারী মোঃ জুয়েল শাহ, তাহের মিয়া, ইউসূফ মিয়া, আমির আলী, আঃ রউফ প্রমুখ। উপজেলা ...

চুনারুঘাটে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা সম্পন্ন

চুনারুঘাটে ২দিন ব্যাপী ডিজিটাল মেলার সম্পন্ন হয়েছে। গত ২৯ মার্চ সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, জজ কোর্টের পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন। ফিতা কেটে উদ্ভোধন শেষে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী মেলায় আগত স্টল গুলো পরিদর্শন করেন। এসময় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর হাতে ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষে একটি বই তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু

শাফিন সমাপনী পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

বিজ্ঞপ্তি ॥ মোঃ ফখরুল ইসলাম চৌধুরী শাফিন চুনারুঘাট উপজেলা সদর ইউপি’র গোগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী ২০১৪ইং পরিক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে উপজেলা দক্ষিন নরপতি গ্রামের আশা সংস্থার এডি পদে কর্মরত মোঃ নরুল ইসলাম চৌধুরী মাফিক ও মাতা গোগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মোছাঃ আলেয়া সুলতানা’র বড় ছেলে। শাফিন বর্তমানে হবিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত । শাফিন তার সাফল্যের জন্য স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও পিতা-মাতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে বড় হয়ে প্রকৌশলী হতে চায়। শাফিন সকলের কাছে দোয়া প্রার্থী।

রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, ফলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ গত ৯ মার্চ এক অফিস আদেশে তাকে বহিস্কার করেন। অফিস আদেশে বলা হয়, মিয়া মোঃ ইলিয়াছ এর বিরুদ্ধে হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে জি আর ১৭/১৪ মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ পত্র গত ১৪ জানুয়ারী গৃহীত হয়। এমতাবস্থায় তার বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তার দ্বারা মতা প্রয়োগ জনস্বার্থেও পরিপন্থী মর্মে ¯'ানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক মিয়া মোঃ ইলিয়াছকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। বহিস্কার আদেশের অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক, ¯'ানীয় সরকার মন্ত্রীর সচিব, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ...

মাধবপুরে বিদ্যূতের তারে জড়িয়ে ট্রাক চালকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি ॥ বিদ্যূতের তারে জড়িয়ে আহত হয়ে ট্রাক চালক মুক্তিযোদ্ধার সন্তান ফয়েজ উদ্দিন(৩০) মাধবপুর উপজেলা হাসপাতালে মারা গেছেন। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘাকালা কুনা গ্রামের মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের ছেলে। চালকের সহকারী মিজানুর রহমান জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়নের সীমান্তবর্তী অলিপুরে অবস্থিত প্রাণ আর এফএল কারখানায় সিমেন্ট নামিয়ে চালক ফয়েজ উদ্দিন মঙ্গলবার দুপুরে ট্রাকে উঠলে বিদ্যূতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডা. হিতাংশু রঞ্জন পাল জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে।</p> &nbsp;