মুহরীকে একদল ছিনতাইকারীরা মারধর করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা লুট কোর্টে মামলা

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পিতা সুনিল রায়ের পুত্র হবিগঞ্জ জজকোর্টের আইনজীবি সহকারী মুহরী সুধাংশু রায় সোহেল (২৫) কে একদল ছিনতাইকারীরা মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থকরী লুট। জানা যায়, গত শনিবার রাত ৯ ঘটিকার দিকে নালমুখ বাজার বড় মসজিদের সংলগ্ন রাস্তার উপর দিয়ে বাড়ি ফেরার পথে সুধাংশু রায়কে একদল ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সারা শরীরে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সুধাংশু রায়ের শোর চিৎকারে নালমুখ বাজারবাসীরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের বিরাট গ্রামের পিতা হরিপদ রায়ের পুত্র ঝলক রায় (২৮) সহ একদল ছিনতাইকারীরা মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা যায় ও সে ওই এলাকার মুছিকান্দি গ্রামের রিংকু রায়ে ঘনিষ্ঠ আত্মীয় বটে। এব্যাপারে সুধাংশু রায় সোহেল বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (কগ-০২) হবিগঞ্জ আদালতে ঝলক রায় সহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করে। মামলা দং নং ৭৬/২০১৫ চুনারু। উল্লেখ্য যে, সুধাংশু রায়ের পকেটে থাকা ৬০,০০০/= (ষাট হাজার) টাকা, গলায় থাকা আদা ভরি স্বর্ণর চেইন যার মূল্য অনুমান ২০০০০/= (বিশ হাজার) টাকা, স্যামসাং মোবাইল ফোন যার মূল্য অনুমান ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা সর্বমোট ১,১০,০০০/= (এক লক্ষ দশ) হাজার টাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *