স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগ ॥ উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

মাধবপুর প্রতিনিধি    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মাধবপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে মাধবপুর চৌহমনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। মামলা উল্লেখ করা হয় গত ২৬ মার্চ উপজলো পরিষদ হলরুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে ঘোষনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে কটুক্তি করে বক্তব্য দেন। এর সমর্থন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। এ ঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে উঠে। এ ঘটনার ৫ দিন পর ছাত্রলীগ নেতা বাদী হয়ে গতকাল রাত ১০টার দিকে এ মামলা করেন। এ ব্যাপারে মানধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *