আজ পহেলা বৈশাখ পুরাতনকে পেছনে ফেলে আনন্দ উৎসবে মুখরিত সারা বাঙলা

খন্দকার আলাউদ্দিন : পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো বৈশাখ। পহেলা বৈশাখের ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে শুরু হবে বৈশাখী উৎসব। এ লক্ষে চলছে বৈশাখী কেনাকাটা। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার সরকারি ছুটির দিন। নববর্ষ উদযাপন নির্বিঘ্ ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমলে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল য় এরপর পৃষ্ঠা-২ বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাংলাদেশীদের প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরতœ সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চন্দ্রবর্ষকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করেন। তিনি পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখার নাম থেকে। নববর্ষ বরণে বর্ণাঢ্য আয়োজন চলছে দেশ ব্যাপী। সারা দেশের ন্যায় হবিগঞ্জে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারিভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে দিনব্যাপী গ্রামীণ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জ পৌরসভাসহ প্রতিটি উপজেলা সদর সহ গ্রামাঞ্চালে গ্রামীন মেলা বসবে। এ ছাড়া রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ নববর্ষ বরণ করতে দিনব্যাপী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া বর্ণমালা খেলাঘর আসর, সুন্দরম, চুনারুঘাট সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ, ধামালি, ইউনিকস, দুঃস্থ শিশু সংস্থাসহ জেলার শতাধিক স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পহেলা বৈশাখ উপলক্ষে চুনারুঘাটে পীরের বাজার নামক স্থানে বুধাবার জমে উঠবে চুনারুঘাটের ঐতিহ্যবাহী বান্নী। ওই বান্নীকে নির্বিগ্ন করতে উপজেলা ও পুলিশ প্রশাসন থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *